(এই লেখাটি যারা ফ্রিল্যান্সার ডট কম এ ফ্রিল্যান্স লেখক হিসেবে লেখালেখির কাজে জড়িত তাদের জন্য)
আমাদের অনেকেই ফ্রিল্যান্সার ডট কম (যা আগে গেট-এ-ফ্রিল্যান্সার নামে পরিচিত ছিল এবং এখন রেন্ট-এ-কোডার বা ভি-ওয়ার্কার এরও মালিক) এ কাজ করে থাকি। এখানে আমরা অনেকেই একাধারে যেমন ফ্রিল্যান্সার লেখক হিসেবে কাজ করি তেমনি অনেকে এমপ্লয়ার হিসেবেও কাজ করি। একটা কমন প্র্যাকটিস হল, ফ্রিল্যান্সার হিসেবে কাজ নিয়ে একই কাজ এমপ্লয়ার হিসেবে অন্য কাউকে দিয়ে করানো।
কাজ অন্য কাউকে দিয়ে করাতে হলে আপনাকে প্রজেক্ট পোস্ট করতে হবে। ধরা যাক আপনি একটি প্রজেক্ট পোস্ট করেছেন, যেখানে ১০-২০ জন বিড করেছে বা কাজের জন্য আবেদন করেছে। আপনি এদের মাঝ থেকে কিভাবে একজন ফ্রিল্যান্সার নির্বাচন করবেন। আপনাকে যা করতে হবেঃ
-ফ্রিল্যান্সারদের রেপুটেশনের তুলনামূলক বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে তার কর্মদক্ষতা, স্টার রেটিং, কর্মসম্পাদন বা কমপ্লিশন রেট, পোর্টফলিও, পূর্ববর্তী কাজের উপর দেয়া এমপ্লয়ার রিভিও ইত্যাদি ভালভাবে বিবেচনা করতে হবে।
-ফ্রিল্যান্সার ডট কম, স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক ফ্রিল্যান্সারকে সুপারিশ বা রিকমেন্ড করে থাকে। তবে সবসময়ই যে এই ফ্রিল্যান্সার ভাল হবে, তা কিন্তু না। ফ্রিল্যান্সাররা পয়সা খরচ করলে তাদের বিডগুলোকে ফ্রিল্যান্সার ডট কম রিকমেন্ড করে থাকে।
-যখনই কোন প্রজেক্ট পোস্ট করবেন, আপনার উচিত হবে একটি স্যাম্পল লেখা চাওয়া। স্যাম্পলগুলো তুলনা করুন। আবার একটা জিনিস খেয়াল রাখবেন যে, বিডের সাথে সব আসা এই স্যাম্পল অনেক সময় ধার করা হয়ে থাকে। তার মানে আপনি ফ্রিল্যান্সারের স্বকীয়তা সম্পর্কে জানতে পারছেন না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হল, বিড এওয়ার্ড করবার বা কাজ দেবার আগে আপনার পছন্দের এক বা একাধিক ফ্রিল্যান্সারকে বলুন একটি নির্দিষ্ট বিষয়ে (সাধারনতঃ আনকমন টপিক) ২০০-৩০০ শব্দের মধ্যে একটি লেখা পাঠাতে। এই লেখার মান থেকেও আপনি যাচাই করতে পারবেন আপনার ফ্রিল্যান্সারকে।
আশা করছি উপরের কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার জন্য সঠিক ফ্রিল্যান্সার নির্বাচন করা সহজ হবে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Tune—– http://adf.ly/FTuMa