ফ্রীলেঞ্ছিং শুরু করার আগের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

আসলে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে “ভাবিয়া করিও কাজ,করিয়া ভাবিওনা” ,আমরা সবাই এই কথাটা জানি কম বেশি কিন্তু মানি না তেমন একটা ,আর তাই এক সময় বলি কি করলাম ।যাই হোক বর্তমানে আমাদের দেশে ফ্রীলেঞ্ছিং,আউটসরচিং বিশাল এক ব্যাপার ,সবাই ই ফ্রীলেঞ্চার হতে চাই বা চাচ্ছি।

এই হতে চাওয়ার পেছনে অনেক কারন থাকতে পারে ,সেটা নিয়ে আমি এখানে বলব না কিছু ,তবে এই হতে চাওয়ার ব্যাপারটায় যদি আমরা একটু সতর্ক হই তাহলে চাওয়ার আর পাওয়ার মদ্ধে খুভ একটা দূরত্ব থাকবে না ।

সবার প্রথমে ফ্রীলেঞ্চিং শুরু করার আগে যে বিষয় টা মনে রাখতে হবে তা হলও

ফ্রীলেঞ্চিং এর কোনও সহজ উপায় নেই ,এইখানে সহজ বলতে বুজানো হয়েছে যে আপনি যদি আপনার কাজে দক্ষ না হন তবে আপনি কিছুই করতে পারবেন না ।

আর দক্ষ হতে হলে প্রয়োজন কঠোর শ্রম ও সময় এই দুই টা বিশয়।আর দক্ষ হতে গেলে সময় আপনাকে দিতে ই হবে।তার পর যেটা গুরুত্বপূর্ণ তা হলও নিজের উপর আস্থা ,যে আমি পারব করতে ।

আমি কিছু বিষয় নিয়ে এইখানে বলবো যা আপনাদের কাজে লাগতে পারে আমি মনে করি।

১.আপনাকে বুজতে হবে প্রথমে আপনি কি করতে পারেন ,কত টুকু পারেন ,নিজেকে বিচার করুন তাহলে আপনি নিজেই নিজের সম্মন্দে জানতে পারবেন আর এটা আপনার কাজের জন্য সব চেয়ে ভাল কাজ করবে।

২.আপনি নিজের জন্য একটা প্লান করুন যে আপনি কখন কি করবেন,সময় টা কে সাজিয়ে নিন,তার পর কঠোর অনুশীলন করুন।

৩.নিজেকে প্রকাশ করা এইখানে আর একটি বিষয় আপনি আপনার নিজের সম্পর্কে যখন জানবেন যে আপনি কি বা কি করতে পারেন ,তখন আপনি আপনার সেই বিষয়টাকে প্রকাশ করুন ,আপনি যা জানেন তা দিয়ে নানা রকম প্রোজেক্ট করুন আর তা আপনার পোর্টফলিও তে অ্যাড করুন।

৪.আপনি আপনার কাজের বিষয় গুলু নিয়ে কারো সাথে কথা বলুন তাকে আপনার করা প্রোজেক্ট গুলু বুজাতে চেষ্টা করুন এবং তার কাছ থেকে মন্তব্য নিন যে আপনি কেমন করেছেন।

৫.সব শেষে নিজের না জানাকে কঠোর পরিশ্রম এর মাধ্যমে শেষ করে নিজেকে এক জন ভাল মানের ফ্রীলেঞ্চার হিশাবে গড়ে তুলুন ,নিজের না জানা বিষয় গুলু কে নিজের দুর্বলতা না ভেবে ভালো করে নিজের

কাছে রপ্ত করুন। নতুন জিনিস জানার বিষয় হিশাবে দেখুন ,ইতি বাচক চিন্তা করুন।

আর এই বিষয় গুলু যদি আপনি করতে পারেন তো আপনার মনোবল বাড়বে আর আপনি সফল হবেন ই ইনশাল্লাহ ।

এটা টেকটিউন এ আমার প্রথম পোস্ট ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কথা গুলা নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা এই পেশায় আসতে চান তাদের কিছুটা হলেও উপকারে আসবে।

Level 0

আমি mdmilon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভালোবাসি তাই প্রযুক্তি নিয়ে ই থাকি ...............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা বানানের প্রতি একটু লক্ষ্য রাখবেন । লেখার পূর্বে অভিধানের সাহায্য নেয়াটা বাঞ্ছনীয়। ওখানে ইংরেজি শব্দের সঠিক বাংলা বানান আছে।

    Level 0

    @Afzal Hossain: জি ভাই অবশ্যই দেখবো, আপনাকে ধন্যবাদ।

পুরান প্যাঁচাল ।

    Level 0

    @আহাম্মেদ কামাল: ভাই পুরান হলে ও কথা কিন্তু খুভ গুরুত্বপূর্ণ , নতুন কিছু বলেন ,আমরা শোনার অপেক্ষায় আছি। আপনাকে ধন্যবাদ।

কি শুরু করলেন……….বুঝলাম না কিছু।

    Level 0

    @সিডিসি: কি বুজেন নাই সেটা বলেন ,বুজায়ে বলার চেষ্টা করবো ,আপনাকে ধন্যবাদ।

Level New

মিলন ভাই , আপনার টিউনটা অনেক সুন্দর হয়েছে । কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ । তবে আমার মনে হয় তত্ত্ব দিয়ে আর ফ্রিলান্সিং শিখানো সম্ভব না । টিটি টে তো অনেকেই এই উপদেশ গুলোন আগেই দিয়েছে । এখন দরকার Direct To The Point এমন কিছু । যারা পিটিসি থেকে অদেস্ক এ গেছে তাদের কাছে এই কথাগুলান ভালো লাগবে না ।
@আহাম্মেদ কামাল , আপনি কিছু নতুন প্যাঁচাল পাড়েন , আমরা অপেক্ষা করছি । দেড় বছর ধরে টিটিতে আছেন , একটা টিউন ও তো করেননি । নতুন টিউনারদেড় উৎসাহিত না করে কি করছেন , নিজেকেই প্রশ্ন করুন ।

    Level 0

    @আহত: ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ দেই এই কারনে যে আপনি কথা গুলার গুরুত্ব অন্তত বুজতে পেরেছেন,আর আমাকে টিউন করার জন্য উৎসাহ দিলেন বলে,আমি আপনার কথার সাথে ১০০% এক মত ” এখন দরকার Direct To The Point এমন কিছু” ।ভাই আমার ও ইচ্ছা আছে যে ফ্রীলেঞ্চিং এর নির্দিষ্ট বিষয় নিয়ে টিউন করবো ।

sky mdmosta319
fb-mdmosta3191
PLZ ADD ME

ভাই কি কপি পেস্ট মারলেন নাকি? যে ফ্রিল্যান্সিং বানানই জানেনা, সে কিভাবে ফ্রিল্যান্সিং নিয়া বয়ান দেয়?
কিছু মনে কইরেন না। পোস্টের ভিতর হইলে মানা যাইতো, আপনি সাইনবোর্ডেই……

    Level 0

    @এস, আই, রাজু: ভাই বাংলা লিখতে একটু সমস্যা হয় ,আপনি কি একটু কস্ত করে বলবেন এটা কোথা থেকে কপি করা ।
    ধন্যবাদ।

@MDMILLON vai,khub e valo likhsen,kisu polapain ase jader kotha kan dia dhukaben bt mone koshto niben na,apne ja likhsen ta amr moto new der jonne khub e dorkare,S I RAJU ar Ahammed kamal ai 2jon k bolce-banan vul ar puran kotha ta ashol na,milon vai lekhay ki bujhaite chaitase oita ashol,ar AHOTO vai to altime e osthir kotha bolen,like it…

Level 0

গঠনমূলক দিক নির্দেশনা দেবার জন্য থাঙ্কস।