বাংলাদেশ এ ২০০৮ এর শেষের দিক থেকে Freelancing এর দিকে মানুষ বেশি পরিমানে ঝুঁকতে থাকে।তার কারন হচ্ছে বেকারত্ব ,স্বাধীন ভাবে ঘরে বসে কাজ করার মানসিকতা,এই সেক্টর এ সঠিক ভাবে মেধার মূল্যায়ন পাওয়া ইত্যাদি।
ওই সময় থেকেই কিছু প্রতিষ্ঠান সহয সরলতার সুযোগ নিয়ে Freelancing শেখানোর নামে প্রতারনা করে আসতেছে।আবার অনেকে কিছু না কিছু শেখাচ্ছে, কিন্তু তারা যে পরিমাণ টাকা নেয় সে অনুযায়ী যথেষ্ট শেখায় না। যেমন আমি ২০০০ টাকা দিয়ে ২০০৮ এর ডিসেম্বর এ ধানমনডির এক প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র getafreelancer(freelancer) এ একাউন্ট করা এবং বিড করা শিখেছিলাম। এখন আমার কথা হল...তাদের প্রতি যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন... আপনারা কি পারেন না ফি টা কমিয়ে ভাল মানের শিক্ষা দিতে,নতুনদের।?? আপনারা যদি একটু কম টাকায় হাতে কলমে শিক্ষা দিতেন তাইলে আমাদের তরুণ রা অনেক এগিয়ে যেত।
আর টিটি এর এক্সপার্ট দের কাছে আমার একটা আবেদন,আপনারা যদি হাতে কলমে মান্থলি ফ্রি ট্রেনিং এর আয়োজন করতেন তাহলে নতুন দের খুবি উপকার হত।
আর যারা প্রতারণা করেন তাদের বলতেছি...আপনাদের বিবেক বলতে কি কিছু নাই? একটু ও মায়া হয় না তাদের প্রতি যারা আপনাদের কাছে যায় অনেক আশা নিয়ে। যারা আপনাদের কাছে যায় তাদের বেশির ভাগি মধ্যবিত্ত ঘরের...ছাত্র অথবা বেকার...তাদের জীবন নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না?? ধিক আপনাদের কে।
সব শেষে বলতে চাই,আমাদের নিজেদের কেই সচেতন হতে হবে।এই সব ভুয়া প্রতিষ্ঠান এ না গিয়ে নিয়মিত পড়তে থাকুন techtunes পাশাপাশি warriorforum, forums.digitalpoint এর মত সাইট গুলো পড়তে থাকুন।এই সব ফোরাম সাইট এ ভাল রেট এ কাজও পাওয়া যায় ।এবং অনেক ভাল মন মানসিকতার মানুষ আছে তাদের সহযোগিতা নিন।
অনেক দিন হল টিটি পরি কিন্তু টিউন করিনি কখনো...এটা আমার প্রথম টিউন,বাংলা ভাল লিখতে কম পারি...বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন...
আমি AL Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই প্রয়োজনীয় একটি পোস্ট । আপনাকে অনেক ধন্যবাদ । আসলে ফ্রিল্যান্সিং এ কেরিয়ার গড়া খুবই কঠিন । তবে করতে পারলে ভালো । খুব সহজেই অনেক টাকা আয় করা যায় । কিন্তু এসব করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় । কাজ পাওয়া থেকে পেমেন্ট পর্যন্ত অনেক সমস্যা । যারা ফ্রিল্যান্সিং না করে টাকা আয় করতে চান তারা নিচের এই সাইটে ভিজিট করে দেখতে পারেন । এখানে সাইন আপ, ফেইসবুক পেইজ লাইক, টুইটার ফলো, টুইটার রিটুইট, ডাইনলোড ইত্যাদি করে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে । আশা করি আপনার ভিজিট করাটা বিফলে যাবে না । http://allinonesite13.blogspot.com/p/blog-page_28.html