Freelancing নিয়ে কিছু কথা…কিছু আবেদন…কিছু সতর্কতা …

বাংলাদেশ এ ২০০৮ এর শেষের দিক থেকে Freelancing এর দিকে মানুষ বেশি পরিমানে ঝুঁকতে থাকে।তার কারন হচ্ছে বেকারত্ব ,স্বাধীন ভাবে ঘরে বসে কাজ করার মানসিকতা,এই সেক্টর এ সঠিক ভাবে মেধার মূল্যায়ন পাওয়া ইত্যাদি।

ওই সময় থেকেই কিছু প্রতিষ্ঠান সহয সরলতার সুযোগ নিয়ে Freelancing শেখানোর নামে প্রতারনা করে আসতেছে।আবার অনেকে কিছু না কিছু শেখাচ্ছে, কিন্তু তারা যে পরিমাণ টাকা নেয় সে অনুযায়ী যথেষ্ট শেখায় না। যেমন আমি ২০০০ টাকা দিয়ে ২০০৮ এর ডিসেম্বর এ ধানমনডির এক প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র getafreelancer(freelancer)  এ একাউন্ট করা এবং বিড করা শিখেছিলাম। এখন আমার কথা হল...তাদের প্রতি যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন... আপনারা কি পারেন না ফি টা কমিয়ে ভাল মানের শিক্ষা দিতে,নতুনদের।?? আপনারা যদি একটু কম টাকায় হাতে কলমে শিক্ষা দিতেন তাইলে আমাদের তরুণ রা অনেক এগিয়ে যেত।

আর টিটি এর এক্সপার্ট দের কাছে আমার একটা আবেদন,আপনারা যদি হাতে কলমে মান্থলি ফ্রি ট্রেনিং এর আয়োজন করতেন তাহলে নতুন দের খুবি উপকার হত।

আর যারা প্রতারণা করেন তাদের বলতেছি...আপনাদের বিবেক বলতে কি কিছু নাই? একটু ও মায়া হয় না তাদের প্রতি যারা আপনাদের কাছে যায় অনেক আশা নিয়ে। যারা আপনাদের কাছে যায় তাদের বেশির ভাগি মধ্যবিত্ত ঘরের...ছাত্র অথবা বেকার...তাদের জীবন নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না?? ধিক আপনাদের কে।

সব শেষে বলতে চাই,আমাদের নিজেদের কেই সচেতন হতে হবে।এই সব ভুয়া প্রতিষ্ঠান এ না গিয়ে নিয়মিত পড়তে থাকুন  techtunes পাশাপাশি warriorforum, forums.digitalpoint   এর মত সাইট গুলো পড়তে থাকুন।এই সব ফোরাম সাইট এ ভাল রেট এ কাজও পাওয়া যায় ।এবং অনেক ভাল মন মানসিকতার মানুষ আছে তাদের সহযোগিতা নিন।

অনেক দিন হল টিটি পরি কিন্তু টিউন করিনি কখনো...এটা আমার প্রথম টিউন,বাংলা ভাল লিখতে  কম পারি...বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন...

Level 0

আমি AL Imran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই প্রয়োজনীয় একটি পোস্ট । আপনাকে অনেক ধন্যবাদ । আসলে ফ্রিল্যান্সিং এ কেরিয়ার গড়া খুবই কঠিন । তবে করতে পারলে ভালো । খুব সহজেই অনেক টাকা আয় করা যায় । কিন্তু এসব করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় । কাজ পাওয়া থেকে পেমেন্ট পর্যন্ত অনেক সমস্যা । যারা ফ্রিল্যান্সিং না করে টাকা আয় করতে চান তারা নিচের এই সাইটে ভিজিট করে দেখতে পারেন । এখানে সাইন আপ, ফেইসবুক পেইজ লাইক, টুইটার ফলো, টুইটার রিটুইট, ডাইনলোড ইত্যাদি করে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে । আশা করি আপনার ভিজিট করাটা বিফলে যাবে না । http://allinonesite13.blogspot.com/p/blog-page_28.html

Level 0

আপনার এই প্রস্তাবকে আমিও সমর্থন করি ।

কাজ শিখে ফ্রিলান্সিং করতে আসুন , সবাইকে স্বাগতম । তবে কোন কাজ না শিখেই ফ্রিলান্সিং করতে এসে দেশের সুনাম নষ্ট করবেন না। কাজ বলতে আমি ক্লিক করা , লাইক করা এইসব বুঝাইনি। কাজ মানে ওয়েব ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইন , আর্টিকেল রাইটিং , ডাটা এন্ট্রি ইত্যাদিকে বুঝিয়েছি । ভালো করে কয়েকমাস কাজ শিখুন , নিজে নিজে প্রাকটিস করুন তারপর আত্মবিশ্বাস এর সাথে ফ্রিলান্সিং করুন । কাজ না শিখে ফ্রিলান্সিং করতে আসলে নিজেও হতাশ হবেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ হবে ।

    Level 0

    @ঘুম চোর: @ ঘুম চোর, আমি কিন্তু আমার নিজের জন্য বলিনি…আমি নিজেও একজন ফ্রিলাঞ্চার…তারপর ও সেখার শেষ নাই… আমি বলেছি যারা একদম নতুন তাদের কে নিয়ে… তারা কাজ তা সিখবে কার কাছে?? এক্সপার্ট রা যদি সহযোগিতার হাত না বারায়…তাই এক্সপার্ট দের কাছে আমার একটা আবেদন,আপনারা যদি হাতে কলমে মান্থলি ফ্রি ট্রেনিং এর আয়োজন করতেন তাহলে নতুন দের খুবি উপকার হত।

Level 0

asholei kajer kotha bolsen??/ sobai shikhay kitu valo kore ksu e shikhay na////ak ta chain tune matro 10 part er…ai 10 ta part pore ami kivabe seo shikhbo?? abar dekhalm anek add TT te..keu 12 hazar taka diye shikhay keu 8 hazar….amr prosno ato taka lage aigulo shikhte…??? er ceye bekar asi tai valo mone hosse?? keu e ki agiye asar moto nai?? je aro kom takay shikhabe???

ঘুম চোর। আমি আপনার কথার সাথে পুরো একমত। কোন জব যখন দেই ফ্রিল্যান্সার বা ওডেস্ক এ, বিড আসে, ইচ্ছা করে বাংলাদেশি কাউকে দেই কাজ কিন্তু সম্ভব হয় না। উলটা ইংলিশ দেখলে এমন মেজাজ খারাপ হয় না। আমার ই হয়, বিদেশি গো এই ইংলিশ দেখলে কি লাগে কে জানে। হয়তো ঠিক করে ফেলে আর কোনো বাংলাদেশি কে কাজ ই দেবে না।
যাই হোক, আমি এই পোস্টের মতই একটা উদ্দেশ্য নিয়ে একটা গ্রুপ চালু করলাম। আশা করি আগামী মাস থেকেই কাজ শুরু করতে পারবো। সবাই জয়েন করবেন যারা সত্যিকারের ফ্রিল্যান্সিং শিখতে চান।

Level 0

koto tuku upoker hobe jani na, tobe ai site ti dekte paren: http://www.freebanglatutorial.com

apne thike bolsan………i

মনির, ব্যপার টা হল যারা এগুলো এতো টাকায় শিখাচ্ছে তাদের দিক থেকে ভাবুন। তাদের ল্যাপটপ দিতে হয় সবাইকে, রুমের ভাড়া, টিচার দের বেতন সবকিছু মিলালে এরকম ই হয়। আমি নিজেও এক জায়গায় টিচিং দেবো সামনের মাস থেকে ফ্রিল্যান্সিং, বিশ্বাস করেন, আমার বেতন ও অনেক কম। বাট আমি একমত আপনার সাথে, ১০০০০-১২০০০ বেশি ই হয়ে যায়।

    Level 0

    @খালিদ ফারহান:
    আপনারা তো বায়ার দের কাছে থেকে অনেক ইনকাম করেন…তাইলে ট্রেনিং তা কি ফ্রি দেয়া যায় না??
    যারা ট্রেনিং দেন তাদের সবাই কে বলছি… একজন এক্সপার্ট ফ্রীলাঞ্ছার মাসে $2000-$3000 খুব সহজেই ইনকাম করে ।।তাইলে মান্থলি ফ্রি ট্রেনিং এর আয়োজন করলে আপনাদের কি খুব ক্ষতি হবে??

Level 0

@Enemy: কাজের কিছুই তো পেলাম না…। টিটি এর অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি…its a spaming

ভাই কারকাছে হাত না পেতে সরাসসরি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কাছে সাহায্য নিন, এটা আপনার কাজ শেখার, করার প্রথম ধাপ। ফ্রিল্যান্সিং এ রেডি কোন বিষয় নেই। কাজ করুন, ধাক্কা খান, শিখুন।

    Level 0

    @শাহনেওয়াজ রহমানী: আমি এই টিউন টা করতাম না্‌…কারন আমার কোন দরকার নাই…এবং আমি একদম নতুন না…২০০৯ সাল থেকে এই সেক্টর এ… কিন্তু টিটি তে কয়েকটা টিউন পরে অনেক খারাপ লেগেছে…এই সব টিউন এ বলা হয়েছে, যারা নতুন… যাদের odesk প্রফাইল কমপ্লিট না তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে… এখন ভেবে দেখুন যারা এক্সপার্ট তারা যদি নতুন দের হেল্প না করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাইলে ওরা কোথায় জাবে??…আবার বলা হয়েছে কাজ শিখে আসুন…আমিও এটার সাথে একমত কিন্তু যারা বলেছে কাজ শিখে আসুন তাদের প্রতেক এর ই ট্রেনিং সেন্টার আছে…মানে তাদের অখানে জান…কারি কারি টাকা দিয়ে আসুন…তারা তো অনেক টাকা কামায় তাইলে ফ্রী ট্রেনিং দিলে প্রবলেম কি?

Level 0

ভাই সাবধান বলেন কাউ্কে বলেন না্‌…বাংলাদেশিরা নাকি একটা গ্রুপ করতেছে।।জাদের প্রোফাইল কমপ্লিট না তাদের বিরুদ্ধে রিপোর্ট করবে…হাহাহাহা…odesk, freelancer.com ছাড়া যে আরও অনেক মার্কেট প্লেস আছে এটা ওরা জানে না…

কষ্ট করে লিখবার জন্য ধন্যবাদ!!!

না ভাই মনঃক্ষুণ্ণ না।

Level 0

Techno Bd Bhi ka boltace apnara o thek time mata Traning deccan na amar choto bhi ka taka ta ajo retan da ni aj kal kortcan apra

Level 0

Ami freelancer hoyar jonno onak agrohi…Ami sobsomoy TT ka folo kori. Freelancing tune gola o pori n onak opkar o paisi…A jonno ami kaj shekha confidance ar sata freelancing site asta chai. Apnar post amr valo lagsa…thank you ai rokom post korar jonno @AL Imran

    Level 0

    @emranniloy: welcome…কাজ শিখে আশাই ভাল…আর সঠিক দিক নির্দেশনা এর জন্য তো টিটি আছেই…