ব্যাকলিঙ্ক, সাইট অথরিটি এবং পেজরেঙ্ক নিয়ে আলোচনা

কিছু অগোছালো আলোচনা করতে যাচ্ছি। আবার পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে যাবেন না কিন্তু !!! আর যদি হেল্পফুল মনে হয়, তবে শেয়ার করতে ভুলবেন না কিন্তু !

ব্যাকলিঙ্ক এসইও এর খুব ই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না ? পেজ রেঙ্ক, সাইট অথরিটি এবং ব্যাকলিঙ্ক, এই কয়টি একটি ওয়েবসাইট বা ব্লগ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেপার, যেগুলোতে একজন ওয়েবমাস্টার হিসেবে হোক আর একজন ব্লগার হিসেবেই হোক না কেন, গুরুত্বের চোখে দেখতে হয়, কাজ করে যেতে হয়।

আচ্ছা আপনি জানেন কি একটি ভালো অথরিটি ওয়েবসাইট এর আর্টিকেলগুলোর লেংথ কতো ওয়ার্ড এর হওয়া উচিত ?

কমপক্ষে ৮০০ থেকে ১০০০ ওয়ার্ড

পেজ রেঙ্ক হল গুগোলের দেয়া একটা মাপ কাঠি। গুগোল পেজ রেঙ্ক নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আমলে নেয় ও হিসাব করে। যে হিসাব টা অন্তত জটিল একটা হিসাব। পেজ রেঙ্ক শুরুর দিকে গুগোল বলেছিল তাদের এই হিসাব নিকাশ টা। কিন্তু এখন আর বলে না ! এইটা এখন গুগোলের টপ সিক্রেট হয়ে গেছে। প্রথম দিকে বলায় না আমরা জানতে পেরেছি যে হিসাব টা কেমন জটিল !

ওহ একটা কথা বলতে ভুলে গেছি, পেজ রেঙ্ক হোল একটা পেজ এর গুগোলের কাছে কতোটুকু দাম বা মূল্য আছে তার হিসাব।

কিভাবে জানবেন আপনার ব্লগের কোন পেজ এর পেজ রেঙ্ক কতো ?

এখানে গেলে কিছু ফায়ারফক্স এর জন্য কিছু টুলস পাবেন, যেগুলোর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন আপনি।

আরেকটা ব্যাপার আছে আপনাকে বলার। ওয়েবসাইট এর মোট পেজ এর সংখ্যাও কিন্তু পেজ রেঙ্ক নির্ধারণে ইফেক্ট করে। এইক্ষেত্রে, পেজ বেশি হলে ভালো, তবে কুয়ালিটিসম্পন্ন কন্টেন্ট ধারনক্রিত পেজ।

ব্যাক লিঙ্ক কে ধরা যায় ভোট এর মতো। আপনি একটা ব্যাক লিন পেলেন মানে ধরতে পারেন যে একটা ভোট পেলেন আপনার সাইট এর জন্য। এখন যত ভালো মানসম্পন্ন ব্যাকলিঙ্ক আপনি পাবেন, তত শক্তিশালি একটা ভোট পাবেন।

ডুফলো লিঙ্ক হতে হবে। আপনার কন্টেন্ট রিলেটেড সাইট থেকে আসতে হবে। মানে হোল যে সাইট টা আপনার সাথে লিঙ্ক করলো, সে সাইট টা যত বেশি আপনার কন্টেন্ট এর সাথে রিলেটেড হবে তত বেশি শক্তিশালী হবে তার ভোট টা। আবার তার কেমন দাম বা মূল্য আছে গুগোলের কাছে মানে তার পেজ রেঙ্ক কেমন, সেটা ও বিবেচনায় আনতে হবে। একটা পেজ থেকে বেশি লিঙ্ক গেলে সেটা কিন্তু গুগোল মামা ভালো চোখে দেখবে না। একজন যদি বেশি ভোট দেয় সেটা কে কি আপনি ভালো চোখে দেখবেন ? তাই যে পেজ থেকে লিঙ্ক পাচ্ছেন, সেই পেজ এ বেশি লিঙ্ক থাকলে লিঙ্ক পাওয়ার চেয়ে না পাওয়াই উত্তম। এই জন্যই দেখবেন যে অনেক এডু ব্লগে এত্ত বেশি কমেন্ট আর লিঙ্ক যে প্রথম কমেন্ট টাকে খুজে পেতেই আপনার জান পানি হয়ে যাবে !! অইসব লিঙ্ক না করাই উত্তম। আর এডু সাইটগুলোতে আপনাকে লিঙ্ক দেয়ার জন্য তৈরি হয় নাই, তাই না !!! শুধু শুধু ওয়েব স্প্যাম করে কার কি লাভ বলুন ? এতে কিন্তু আপনারই ক্ষতি হবে। গুগোল স্প্যাম এক্কেবারে দেখতে পারে না !!

আচ্ছা আমরা যখন কারো সাথে সম্পর্ক করি, তখন কি করি বলেন তো ?

সময় বের করে মাঝে মাঝে যোগাযোগ করি না ?

আপনাকেও আপনার লিঙ্ক গুলোর যত্ন নিতে হবে। লিঙ্ক এ এঙ্কর টেক্সট ঠিক আছে কিনা, লিঙ্ক গুলো কেমন আছে এইসব মাঝে মাঝে দেখে নিবেন। লিঙ্ক করেই ভুলে যাবেন না কিন্তু !! মারাত্মক খারাপ অভ্যাস এইটা !! কারো সাথে পরিচিত হয়েই তাকে না চিনার ভান টা খারাপ না ? আপনি ই বলুন তো !!

এতক্ষণের অগোছালো আলোচনা দিয়ে আপনাকে আমি ঠিক কতোটুকু দিতে পেরেছি বলতে পারবো না, তবে আমার উদ্দেশ্য ছিল মজার ছলে কিছু সাধারণ ব্যাপার আপনার মগজে ডুকিয়ে দেয়া। পেরেছি কিনা তার বিচার-বিবেচনার ভার আপনার উপর। আপনার কি মনে হয় পেরেছি ?

-----------------------------------------------------------

You can visit my blog named Webconsi which has covered 'How to make money online in Bangladesh' & also 'Make money blogging'

Level New

আমি Webconsi -Who cons the web!। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা পেরেছেন, ভবিষ্যতে আরও পারবেন কামনা করছি। কিছুটা জ্ঞান বেরেছে। ধন্যবাদ।

খুব সহজ ভাবে কঠিন কথা লেখার জন্য ধন্যবাদ।আমি চেষ্টা করছি একটা কিছু দাড় করাতে, আমার ব্লগ।
http://www.tipsbazar.com

Level 0

সুন্দর,
পরের পোষ্ট এর অপেক্ষায় রইলাম ।
Famous media http://allfamousmedia.blogspot.com

Level 0

darun tune brother thanks for your good information about the SEO.
my site http://www.islamojibon.blogspot.com
kevabe manu link gula create korbo ta vebe passena ba kortaou parce na visit korun dekhun ke proble.
thanks

ভাই এই কথা গুলো আগোছনো হলে, গোছানো কথা কোন গুলো? 😀 http://www.banglatunerz.co.cc

এখানে এসব কি হচ্ছে? এডমিন ভাইয়ারা কোথায়? সবকয়টা কমেন্টের সাথেই লিংক শেয়ার করা হচ্ছে। টিটির পরিবেশ এইভাবে নষ্ট করা উচিত হচ্ছে না।

Level 0

ভাই কষ্ট করে বলবেন কি http://www.innspub.net এই সাইটের জন্য কি ভাবে Backlink বারাতে পারি ?