ফ্রিল্যান্সব্লগার অনলাইন আয়ের একটি নতুন দিগন্ত-4

অনেক দিন পর আবার লিখতে বসলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে তাই মনে হচ্ছে কিছু একটা লিখতে। এই টিউটোরিয়ালটি পরার আগে আমার পুর্ববর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নিতে পারেন।

 ফ্রিল্যান্সব্লগার অনলাইন আয়ের নতুন দিগন্ত-১

 ফ্রিল্যান্সব্লগার অনলাইন আয়ের নতুন দিগন্ত-২

 ফ্রিল্যান্সব্লগার অনলাইন আয়ের নতুন দিগন্ত-৩

তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমি যারা ফ্রিল্যান্স করবে ভাবতেছে তাদের জন্য কিছু গুরুত্তপুর্ন ধারনা দিতে চেষ্টা করব। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনি একটি পার্সোনাল ব্লগ বানিয়ে নিতে পারেন সেখানে আপনি যে বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান সে বিষয়ে লিখতে পারেন। এতে আপনার লাভ কি আসলে। এতে করে আপনার লাভ আছে অনেক। তাহলে আমরা দেখি আসলে পার্সোনাল ব্লগ কিভাবে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার প্রধান হাতিয়ার।

বর্তমানে ফ্রিল্যান্স সাইটগুলোতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। তাই চাইলে আপনি কাজ পেতে পারেন না। আপনাকে কাজ পেতে হলে উপযুক্ত প্রমান দিতে হবে। ধরুন আপনি একটি এস ই ও কাজের জন্য বিড করলেন এবং কাজে বিড করার সময় বললেন যে, আমার একটি ব্লগ আছে, ওখানে আমি এই কী ওয়ার্ড দিয়ে গুগল এর প্রথম পেজে এসেছি। যেমন আমি একটি পিএইচপি ব্লগ বানিয়েছি এবং যখন আমি কোন টিউটোরিয়াল লিখার কাজের বিড করি তখন আমি আমার সাইটের লিঙ্ক দিয়ে দিই। আমার সাইটটি হল পিএইচপি টিউটোরিয়াল

অনেক সময় আপনার কাজ নাও থাকতে পারে তখন আপনি বোরিং ফিল করতে পারেন। এই সময়টুকু আপনি নিজের ব্লগের জন্য কাজে লাগাতে পারেন। তাহলে যেমন আপনি একদিকে সময় বাচালেন তেমনি আপনার ব্লগ থেকে কিছু আয় করতে পারলেন।

একটি ভাল মানের ব্লগ থেকে নানানভাবে আয় করা যায়। ব্লগ লিখতে লিখতে যদি ব্লগটিকে ভাল মানের ব্লগে পরিনত করতে পারেন তাহলে এখান থেকে হয়তো ফ্রিল্যান্সিং থেকেও বেশি আয় করতে পারেন।

পার্সোনাল ব্লগ থাকার সবচেয়ে বড় লাভ হল আপনি যে বিষয়ে ফ্রিল্যান্সিং করেন অই বিষয় সম্পর্কে বিস্তারিত এবং ভাল করে জানতে পারবেন। যার মাধ্যমে আপনি সমসাময়িক অন্যদের চেয়ে সহজে এগিয়ে যেতে পারবেন।

এখন আমরা দেখতে চেষ্টা করব কিভাবে পার্সোনাল ব্লগ বানাব এবং কিছু গুরুত্তপুর্ন বিষয়। 

আপনি চাইলে আপনার প্রথম ব্লগটি ব্লগস্পটে বানাতে পারেন। এটি ফ্রি এবং এটি গুগল দ্বারা নিয়ন্ত্রিত।

আপনি যে বিষয়ে ব্লগ খুলতে চান সে বিষয়ের যে কী ওয়ার্ড দ্বারা সবচেয়ে কম সার্চ হয় সে কী ওয়ার্ড দ্বারা আপনি আপনার ব্লগ বানাতে পারেন। এতে করে আপনি সহজে গুগল এর রেঙ্কিং এ চলে আস্তে পারবেন।

মনে রাখবেন একটি ব্লগ কে ভালমানের করে তুলতে বা সার্চ রেঙ্কিং এ নিয়ে আশা অনেক কঠিন কাজ এবং সময় সাপেক্ষ্য। এটি করতে আপনার ৬ অথবা তারও বেশি সময় লেগে যেতে পারে। যদি সত্যিই আপনি আপনার সাইটকে ভাল মানের হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি নিজেকে সহজেই অন্যদের থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

প্রতিদিন অন্তত একটি করে পোস্ট দিতে চেষ্টা করুন। তাহলে ৬-৭ মাসের মধ্যে আপনি অন্তত নিয়মিত ৪ থেকে ৫ শত ভিসিটর পাবেন এবং  একটি নির্দিষ্ট পরিমান আয় করতে পারবেন।

তাহলে আজকে এই পর্যন্তই। আগামি দিন নতুন কিছু লিখতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।

 

Level 0

আমি শরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শরিফ। গত ৬-১০-২০১২ হতে প্রোফেশনাল ব্লগিং শুরু করেছি আর এই লক্ষ্যে অনেকগুলো ব্লগ খুলেছি। নিচে আমার ব্লগের লিস্ট দেয়া হল। আপনারা চাইলে ব্লগগুলো ঘুরে আসতে পারেন। http://tutphp.blogspot.com/ http://www.databaseidea.com/ http://itech-sharif.blogspot.com/ http://itechy24.blogspot.com/ http://csspractical.blogspot.com/ http://seoidea24.blogspot.com/ http://mediafiremovize.blogspot.com/ http://softwareguide24.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, মানুষ আগে সাইট বানায়। তারপর সাইটে ভিজিটর আনার চেষ্টা করে এবং ভাল ভিজিটর পাওয়ার পরে সাইটে বিজ্ঞাপন দেয়। আর আপনি সাইট বানানোর পরেই বিজ্ঞাপন দেয়া শুরু করেসেন। adfly এর জন্ত্রনায় তো আপনার সাইট ঠিক মতো দেখাই যায় না। আপনার সাইটের বিজ্ঞাপনের বাহার দেখে আপনার সাইট বানানোর উদ্দেশ্য সম্পর্কে আমার সন্দেহ হয় ।

আগে বা পড়ে দেন adfly সব সমই জন্ত্রনার। আসলে এটা আমার পারসনাল ব্লগ, তাই এখানে আমি যে কোন বিজ্ঞাপন দেয়ার রাইট রাখি। এটা সব ব্লগারের অধিকার। সত্যি কথা বলতে আমি ব্লগিং করি কিছু পাওয়ার জন্য সেটা যে মাধ্যমেই হোক যেমন কেও আনন্দ পায় ব্লগ থেকে আয় করে, কেও আনন্দ পায় সেবা দিয়ে। কিছু সেবা দেয়ার মাধ্যমে কিছু জন্ত্রনা দেয়ার অধিকার সব ব্লগারই রাখে। ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য।

@শরিফ আমার মনে হয় আপনার টিউনটি সম্পূর্ণ্ নয় অথবা অনেক কিছু বুঝাতে চেয়েছেন খুব দ্রুত। আমাদের জন্য আর-একটু বেশি সময় নির্ধারণ করুন প্লিজ!! সেবা যখন দিতে চান ভালোভাবেই দেন, নাকি। ভালো থাকুন।

ও আর একটা কথা সেবা দিলেই যে ভিজিটরকে যন্ত্রণা দিবেন এটা কিন্তু ঠিক না। এতে ভিজিটর আপনার উপর এমনকি আপনার ব্লগ/সাইট এর উপর বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে বৈকি…. একটি ব্লগের জন্য ভিজিটর যে কতো জরুরী ও মূল্যবান সেটা জানেন নিশ্চয়। অতএব নিজে লাভবান হোন ঠিক আছে কিন্তু ভিজিটরের দিকটাও একটু দেখবেন…..পিএইচপি টিউটোরিয়াল ব্লগতো শুধু আপনারটাই নয় অনেকই আছে…বুঝতে পারছেন তো?

আমি ব্লগিং এবং ফ্রীল্যান্সিং এ নতুন। আমার ভুল হতেই পারে। আশা করি আপনাদের উপদেশগুলো আমার কাজে লাগবে। ধন্যবাদ সকলকে ভাল ভাল মন্তব্য করার জন্য।