ফরেক্স এর জন্য একটি চমৎকার স্ট্র্যাটেজি

আসসালামুয়ালাইকুম,

এটি আমার প্রথম টিউন । ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন ।

আমাদের দেশ এ অনলাইন এ ফরেক্স ট্রেডার এর সংখ্যা দিন দিন বাড়ছে । কিন্তু সঠিক উপায়ে ট্রেড না করায় অধিকাংশই সব কিছু হারিয়ে হতাশ হয়ে পরে । আমি  বেক্তিগত ভাবে ট্রেড এর সাথে জড়িত আছি প্রায় ২ বছর ।আমি নিজেও প্রথম প্রথম প্রচুর ক্ষতি এর সম্মুখীন হয়েছি । কিন্তু ধীরে ধীরে আল্লাহ এর রহমত এ এখন     সবকিছু  গুছিয়ে সুন্দর ভাবেই এগিয়ে চলছি ।

ফরেক্স ট্রেডিং এর সাফল্যের মূল উপায় হচ্ছে  শৃঙ্খলা । অতিরিক্ত লোভ এবং শৃঙ্খলার অভাব হচ্ছে নিশ্চিত পতনের চাবিকাঠি । আপনি যদি একটি অতি সাধারণ স্ট্রেটেজি ফলো করে শৃঙ্খলা এর সাথে ট্রেড করেন তারপর ও আপনার সাফল্য আসবেই ইনশাল্লাহ ।

আজ আমি যে স্ট্রেটেজি তা শেয়ার করতে যাচ্ছি তা খুবই কার্যকর একটি পদ্ধতি । এটি বুঝতে ও কারো সমস্যা হবার কথা না । এই স্ট্রেটেজি টি আবিষ্কার করেছেন কে এম কিশোর নাম এর এক ভদ্রলোক । ফরেক্স বিশ্বে তাকে সবাই এক নাম এই চিনে । একটু কষ্ট করে তার নাম টা google এ সার্চ করলেই বুঝতে পারবেন । এই স্ট্রেটেজি টি তার নিজের খুব পছন্দের একটি পদ্ধতি ।

কার্যপ্রণালী ঃ

এই স্ট্রেটেজি টি আপনি 30M, Hourly,Daily অথবা Monthly চার্ট  এ ব্যবহার করতে পারেন । যত বড় টাইম ফ্রেম সম্ভাবনা তত বেশি।

এই পদ্ধতি টি Major পেয়ার গুল তে করাই সব চেয়ে ভাল । যেমন

Eur/Usd

GBP/USD

Usd/Jpy

Eur/Jpy

Aud/Usd

Usd/Cad

যেই কারেন্সি ই করেন না কেন আপনা কে অবশ্যই candlestick চার্ট এ ফেলতে হবে । এরপর আপনি আপনার Metatrader এর বাম পাশ এর Indicator মেনু থেকে Bollinger Bands সিলেক্ট করে তা চার্ট এ ফেলুন । তাহলে আপনার চার্ট এর লুক টি হবে এরকম

এখানে যে বিষয় টি খেয়াল রাখতে হবে তা হল

Bollinger Bands এর উপর এর রেখা টি হল Upper Band , মাঝের রেখা টি SMA(Simple Moving Average) এবং নিচের রেখা টি Lower Band.

যখন মার্কেট Upper Band এর কাছে থাকবে তাকে High ধরা হয় এবং Lower Band এর কাছে থাকলে তাকে Low ধরা হয়। তার মানে এই না যে Upper Band এর কাছে থাকলেই আমাদের sell করতে হবে অথবা Lower Band er কাছে থাকলে buy করতে হবে। কারন মার্কেট নিয়ম অনুযায়ী upper ও Lower Band হিট করতেই থাকবে। আমরা শুধুমাত্র সঠিক Candle Formation পেলেই Buy অথবা sell করব।

আমরা তখন ই buy করব যখন দেখব Lower Band এর সর্বনিম্ন candle টির পরের candle একটি bullish (নিল) candle । এক ই রকম ভাবে তখন ই sell করব যখন দেখব Upper Band এর সর্বচ্চ candle টির পরের candle একটি bearish ( লাল) candle ।

নিচে ছবি সহ ব্যাপারটি বুঝিয়ে দেয়া হল   ঃ

Sell Signal :

১# লক্ষ্য রাখতে হবে যেন প্রাইস upper band এর খুব এ কাছে থাকে ।

২#এরপর অপেক্ষা করতে হবে পরের candle এর জন্য । পরের candle টিকে অবশ্যই পূর্বের candle এর high এবং Low এর মাঝে অবস্থা করতে হবে । যদি তা হয় তবে আমরা এর ও পরের candle গিয়ে sell দিব । তার মানে তৃতীয় candle এ গিয়ে আমরা সেল প্লেস করছি ।

৩#Stop Loss হবে উপরের candle টির কিছু পিপ উপরে ।

৪# ট্রেড টি close হবে SMA এর নিচে । আর যদি ট্রেড টি run করতে চান তাহলে SMA তে Trailing Stop দিন ।

এই ছবি টি লক্ষ্য করুন Sell Formation এর জন্য।

Buy Signal:

১#লক্ষ্য রাখতে হবে যেন প্রাইস lower band এর খুব এ কাছে থাকে ।

২#এরপর অপেক্ষা করতে হবে পরের candle এর জন্য । পরের candle টিকে অবশ্যই পূর্বের candle এর high এবং Low এর মাঝে অবস্থা করতে হবে । যদি তা হয় তবে আমরা এর ও পরের candle গিয়ে buy দিব । তার মানে তৃতীয় candle এ গিয়ে আমরা বাই প্লেস করছি ।

৩#Stop Loss হবে উপরের candle টির কিছু পিপ নিচে ।

৪# ট্রেড টি close হবে SMA এর উপরে । আর যদি ট্রেড টি run করতে চান তাহলে SMA তে Trailing Stop দিন ।

এই ছবি টি লক্ষ্য করুন Buy Formation এর জন্য।

এই পদ্ধতি টি আপনি যে কোন টাইম ফ্রেম এ ফলো করতে পারেন । তবে এটি সব চেয়ে কার্যকরী

ক্রমানুসারে 1H,4H,Daily,Monthly

আর ও কয়েক টি ছবি আপনাদের বোঝার সুবিধার জন্য দিলাম ।

সবাই ভালো থাকবেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেইল করতে পারেন   [email protected]

http://explorefx.webs.com/

Level 0

আমি Sami। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো । আমিও forex trade করি ৩ বছর হইলো।আমার skype ঠিকানা হইলো abu.jafar51 । আমি মনে করি forex trade করার জন্য price Action ই অনেক ভাল।

No any picture to your article. pls send it again with picture. my email no is [email protected]
Nice post

Level 0

ধন্যবাদ । মানিক ভাই আমি পিকচার এড করেছি । হতে পারে আপনার ব্রাউজার এর কারনে তা দেখাচ্ছে না ।

Thanks for this post.But bollinger brand is very simple tools and a simple tools works well hence if news come this band may be break down so something find better for you can use ketner channel or donchain chaneel which is very useful and better than bb.find out google by search if u wish see how it is useful than bb…..

Level 0

পিকচার লিঙ্ক আপডেট করা হয়েছে ।
ভাই আমি বলেই নিয়েছি এটা খুব সিম্পল কিন্তু কার্যকরী একটি স্ট্র্যাটেজি । Bollinger Bands খুব ই গুরুত্বপূর্ণ একটি tool । এই একটি tool দিয়ে আর ও অনেক ভাবে মার্কেট কে পর্যবেক্ষণ করা যায় । Metatrader এ বিল্ট ইন ইন্ডিকেটর প্রায় সব গুলই বিভিন্ন দিক থেকে মার্কেট পর্যবেক্ষণ এ কাজ এ লাগে । ধন্যবাদ ।

Level 0

সময়োপোযোগী গুরুত্বপূর্ন পোষ্ট লেখার জন্য। আমি ও ফরেস্কে যুক্ত হওয়ার চেষ্টা করছি। কিন্তু কিভাবে কোথা থেকে গাইডলাইন পেতে পারি। আপনি কি আমাকে ক্ষুদ্র সহযোগীতা এই যেমন কোন ব্রোকারে ট্রেডিং করলে ভালো হবে, ডেমো ট্রেডিং কিভাবে ষ্টার্ট করতে হবে। আমি একসাথে দুই বা ততোধিক ব্রোকারে ট্রেডিং করতে পারি কিনা? একজন বিগিনিয়ার কিভাবে কোথা থেকে ষ্টার্ট করলে ভালো হয় এর উপর যদি একটি তথ্যবহুল পোষ্ট লিখেন তাহলে অনেক উপকার হবে। আমার জিটক আইডি : [email protected] and mobile: 01925456626 pls add me for further information

Level 0

ধন্যবাদ wmoni ভাই । চেষ্টা করব লিখার ।

Level 0

confusing technique
Bolingerband work as support and resistance some tym but not all the time
naked charting technique is the most stringest technique, know as price action in forex traders area
u can see some fee analysis on naked charting technique here tigerfxbd.com

    Level 0

    @Rickyrk: @Rickyrk:
    Well, this system actually based on chart patterns . What is illustrated here was one of the most strong patterns known as ‘Inside Day’ or ‘Engulfing’. But you can use other patterns too .And bollinger bands is not here for support and resistance only, it’s also used for trade continuation and to monitor trade progress .
    If you want this system to be more accurate you can add RSI,CCI or Stochastic to filter the trades.

Level 0

thnx but i dont use indicators like BB RSI or MACD
i use candles pattern and chart pattern only, some tym MA for dynamic S/R