নতুন কিছু স্বাধীন কাজের সন্ধানে

ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই কাজ করতে পারেন বিভিন্ন পেশাজীবীওয়েবসাইট ডিজাইন,ডেভেলপিং,সফটওয়্যার পরীক্ষা,ডাটা এন্ট্রি,নিবন্ধ লিখন,অনুবাদ,গেইম ডেভেলপ করা,সার্ভার রক্ষণাবেক্ষণ পরামর্শ প্রদান,ইন্টারনেট মার্কেটিং,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,হিসাবরক্ষণ,পরিসংখ্যান গবেষণাসহ যেকোনো ধরনের কাজই করা সম্ভব ওয়েবসাইটের মাধ্যমেঘরে বসে এসব কাজ যাঁরা করেন তাঁদের বলা হয় মুক্ত পেশাজীবীআর মুক্ত পেশাজীবীদের আয়ও নিতান্ত কম নয়,বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ক্ষেত্রের চাকরিজীবীদের চেয়ে তাদের আয় বেশি হয়ে থাকে!

 

 

আসুন জেনে নেওয়া যাক ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করার কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা এবং সাইটগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য


odesk.com

বাংলাদেশি মুক্ত পেশাজীবীদের কাছে ওডেস্ক সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে ব্যক্তিগতভাবে বা দলবদ্ধ হয়ে কাজ করা সম্ভব। সাইটটির ডান পাশে  create an account' অপশনের মাধ্যমে সাইটটিতে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করার পর 'find a work' অপশনের মাধ্যমে পছন্দ অনুযায়ী কাজের জন্য আবেদন করা যাবে

freelancer.com

ফ্রিল্যান্সার সাইটটির মাধ্যমেও কাজ করতে পারেন বাংলাদেশি মুক্ত পেশাজীবীরা। সাইটটিতে পিএইচপি ডেভেলপিংডাটা এন্ট্রিওয়েব সার্চমার্কেট রিসার্চআর্টিকেল রাইটিংসহ প্রায় সব ধরনের কাজই করা সম্ভব। সাইটটির ওপরে রেজিস্টার বাটনে ক্লিক করে এতে নিবন্ধিত হওয়া যাবে। ওয়েবসাইটটির হেল্প অপশনের মাধ্যমে এখানে কাজ করার বিস্তারিত নিয়ম রয়েছে। সাইটটির মাধ্যমে আয়কৃত মোট অর্থের ১০ শতাংশ কমিশন হিসেবে কেটে রাখা হয়

vworker.com

জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট রেন্ট এ কোডারের নতুন সাইট ভিওয়ার্কার (ভার্চুয়াল ওয়ার্কার)। এ সাইটটি মূলত প্রোগ্রামারদের কাজের সুযোগ দিয়ে থাকে। অনলাইন সফটওয়্যার প্রজেক্টমোবাইল অ্যাপ্লিকেশনঅনলাইন ডাটাবেজ তৈরিসহ নানা ধরনের প্রোগ্রামিং-ভিত্তিক কাজ পাওয়া যায় সাইটটিতে 

mochimedia.com

ফ্লাশ ডেভেলপাররা ফ্লাশের মাধ্যমে চাইলে যেকোনো ধরনের গেইম তৈরি করে এর মাধ্যমে আয় করতে পারেন। মচিমিডিয়া সাইটটি মূলত ফ্লাশভিত্তিক গেইম ডেভেলপারদের গেইম তৈরির সুযোগ দিয়ে থাকে। সাইটটিতে তৈরি গেইমগুলো বিভিন্ন ওয়েবসাইটটি খেলার সুযোগ দেওয়া হয়। গেইমগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপনও প্রদর্শিত হয়ে থাকে। এ বিজ্ঞাপনের একটি নির্দিষ্ট অংশ পেয়ে থাকেন গেইম ডেভেলপার

microworkers.com

যাঁরা প্রোগ্রামিংয়ে দক্ষ নন তাঁরা মাইক্রোওয়ার্কার্স সাইটটির মাধ্যমে সহজেই ডাটা এন্ট্রি কাজ শুরু করতে পারেন। এ সাইটটিতে নির্দিষ্ট কোনো প্রজেক্টের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়ে না। চাইলে যেকোনো সময়ই কাজ শুরু করা যায়। মানিবুকার্সঅ্যালার্টপে এবং পেপালের মাধ্যমে সাইটটি থেকে টাকা তোলা যায়

পরামর্শ

সাইটগুলোতে নিবন্ধনের আগে অবশ্যই শর্তাবলি পড়ে নেওয়া ভালো। আর সাইটগুলোর অর্থ পরিশোধ পদ্ধতিও অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে নিবন্ধনের সময়। নিবন্ধনের পর ব্যক্তিগত প্রোফাইল তথ্যপূর্ণ করে সাজিয়ে নেওয়াই বাঞ্ছনীয়। যে কাজটি করতে ইচ্ছুক তাতে আবেদন (বিড) করার সময় কত ডলারের বিনিময়ে আপনি কাজটি করতে চান তা নির্দিষ্ট করে দিতে হবে। নতুন ব্যবহারকারী হিসেবে অবশ্যই আপনার উচিত হবে অন্যদের চেয়ে কম অর্থে কাজের জন্য আবেদন করা। প্রথম দিকে কাজ পেতে একটু দেরি হলেও হতাশ হলে চলবে না। একসময় না একসময় আপনি কাজ পাবেন_এমন মনোবল নিয়ে কাজ করতে হবে। দক্ষ মুক্ত পেশাজীবী হিসেবে সাইটগুলোয় পরিচিত পাওয়ার পর আপনাকে আর কাজ পাওয়া নিয়ে ভাবতে হবে না

 

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস