ফ্রীল্যন্সিং জগৎ এ যারা আসতে চান বা নতুন এসেছেন

হ্যালোঁ বন্ধুরা কেমন আছেন?ব্যস্ততার জন্য অনেকদিন লিখতে পারিনি। কিন্তু এর মাঝে কাজ করতে যেয়ে  কিছু  কমন সমস্যা চোখে পড়েছে।বর্তমানে বাংলাদেশে অনেকেই ফ্রীল্যন্সিং করছে এবং ভাল আয় করছে , আর এটা এখন সবার ই জানা ।  আর প্রতিদিন প্রচুর পরিমানে ছেলে-মেয়ে ফ্রীল্যন্সিং এর দিকে ঝুকছে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কেনই বা আসবে না তারা! আমাদের দেশে দেখা যায় যে , অনেকে অনার্স শেষ করে বেকার বা তার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না । আর অন্য দিকে যে ছেলে/মেয়েটি ফ্রীল্যন্সিং করছে সে মাসে ২০,০০০ থেকে লহ্মাধিক টাকা আয় করছে ,কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনার্স শেষে অনভিজ্ঞ একটি ছেলে/মেয়ের একটি ১০,০০০ টাকার চাকুরী পাওয়াও কঠিন।

এজন্যই প্রচুর ছেলে/মেয়ে ফ্রীল্যন্সিং এর দিকে ঝুকছে। কিন্তু সাধারনত এতে কিছু সম্যসার সৃস্টি হচ্ছে ।
** তারা ফ্রীল্যন্সিং মার্কেটে টিকে থাকার মত যোগ্যতা নিয়ে আসছে না, তাই দ্রুত ঝড়ে পড়ছে ।
** যার ফলে তারা ভাল কাজ দিতে পারছে না বিদেশী বায়ারদের , এজন্য বাংলাদেশী ফ্রীল্যন্সারদের দুর্নাম হচ্ছে।
** তারা প্রতিটি কাজের প্রকৃত সম্মানি পাচ্ছে না এবং মার্কেট ডাউন করছে
আপনাদের ভাবার কোন কারন নেই যে, আমি আবার নতুনদের বিরোধী কিনা ? অবশ্যই না !!!!!
নিচের লেখাগুলো এর থেকে বের হবার উপায় হতে পারে ঃ
আমাদের দেশে বাবা-মারা আমরা যাই করি না কেন দ্রুত রেজাল্ট চায় । কিন্তু একটি নতুন ছেলে মেয়ে যে এই সেক্টরে নতুন তার জন্য ভাল রেজাল্ট দ্রুত বের করে আনা খুবই এ কঠিন । কিন্তু বাবা/মা তো রেজাল্ট চায় !!!!!!!!!
হ্যাঁ এহ্মেত্রে ,কিছুটা বুদ্ধি করে কাজ করলে টিকে যাওয়া সম্মব। আপনি ধরুন ওয়েব ডেভেলাপার হতে চাচ্ছেন , খুবই ভাল কথা । কারন এর ভবিষৎ উজ্জল । কিন্তু সমস্যা হচ্ছে যে, আপনি প্রাথমিক অবস্থায় কাজ পাওয়াটা খুবই কঠিন সাধ্য ব্যাপার। কারন বায়ার আপনার প্রোফাইল টা দেখেতো কাজ দিবে ।কিন্তু প্রোফাইল তো........................
এমত অবস্থায় আপনি কি করবেন বিডের পর বিড করছেন কাজ পাচ্ছেন না । হ্যাঁ আপনি নিচের কাজগুলো করতে পারেন ...
** যেসকল কাজ করে দ্রুত আয় করা যায় (যেমনঃ ফেসবুক লাইক/টুইটার/ইউটিউব এর কাজ) । এর সুবিধা হচ্ছে আপনি যখন এই কাজ গুলো করবেন দেখবেন আপনি আপনার মেইন কাজের জন্য অনেক সোর্স পাবেন।
কাজে আসলে অবশ্যই কমেন্টস করবেন।
আরাফাত আহমেদ রনি

Level 0

আমি আরাফাত আহমেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশের একজন সাধারণ নাগরিক এবং অসাধারণ হবার জন্য আপ্রান পরিশ্রম করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice…..chomotkar uposthapona silo….opekhkhay thaklam….

Level 2

kono kjer post na… nejer site er addvertise ment sara kisuy na………….valo post koren

Level 0

মুল কথায় এসে সময় শেষ হল! দু লাইনের জন্য কত কথা! এভাবে টিউন দেওয়ার দরকার কি?

tuner jonno thanks. tobe sikkha mulok tune korle valo hoy.

@ আরাফাত আহমেদ রনি…। একদম ফালতু ও বাজে টিউন । দয়া করে be careful । অন্নের টাইম নষ্ট করবেন না । হাতে টাইম না থাকলে টিউন করার কোন দরকার নাই ।

Level 0

Mr. Rony dont stop by the side coments of people…
Keep going, i hope we will get high quality TUNES next time from you…
http://www.uwcbd.com

Level 2

অযথা সময় নষ্ট করার মানে হয় না। ভালো টিউন করুন। নৌকার দড়ি ঘাট থেকে খুলে দিলেন আর গণ্প শেষ?