ডলার কেনা বেচা থেকে সাবধান হউন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি

পেশায় আমি একজন ব্লগার, ফ্রীলাঞ্চার এবং ওয়েব ডিজাইনার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। কাজের খাতিরে মাঝে মধ্যে পেপাল/এলারটপে ডলার এক্সচেঞ্জ করতে হয়, ডলার কিনতে হয়েছে খুব কমই।

কয়েকদিন আগে কিছু পেপাল ডলারের খুব প্রয়োজন ছিল। কোথাও খুজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ফেসবুকে একটি ডলার কেনাবেচা গ্রুপে বিজ্ঞাপন দেই। একদিন একটি নাম্বার থেকে ফোন আসে, বলে যে "আমি আপনাকে ডলার দেবো ৭৪ টাকা পার ডলার। আমি বললাম "ঠিক আছে আপনি কই থাকেন, কি করেন। সে বলল যে সে ওডেস্কে কাজ করে, থাকে গাজীপুর কাপাসিয়া।

অপরিচিত লোকের সাথে হ্যান্ড টু হ্যান্ড এক্সচেঞ্জ করাই ভালো। ওনাকে বললাম উত্তরার দিকে আসতে। সে রাজি হল না আর বলল যে বিকাশের মাধ্যমে লেনদেন করতে, এতে কোন সমস্যা নেই। প্রথমে আমি রাজি হই নাই। পরে যারা নিয়মিত লেনদেন করেন তাদের কাছে খুলে বলার পর বলল কোন সমস্যা নেই, করতে পারেন।

আমারও খুব প্রয়োজন ছিল, আর উপায়ও ছিল না। তাকে ফেসবুকে অ্যাড করলাম, রাতে চ্যাটও করলাম। মনে হল ভালই। পরদিন সে একটা বিকাশের নাম্বার দিল। টাকা পাঠাতে দোকানে দিলাম। কিন্তু টাকা গেল না, জানতে পারলাম যে এই বিকাশের অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে। পরে সে নিজেই বিকাশের অ্যাকাউন্ট করল তার নিজের নাম্বার দিয়ে। অইটাতে ৩৭০০ টাকা পাঠালাম। ওনাকে কল দেয়ার পর বলল যে, আধা ঘণ্টার মধ্যে আমার পেপালে ৫০ ডলার পাঠিয়ে দিবে।

এর পর থেকে তার নাম্বার বন্ধ। মেসেজ দিলাম, কোন রেসপন্স নাই। বুজলাম কি বড় ধোঁকাটা খেলাম। ঐ লোকের নাম বলেছিল রনি

তার ফেসবুক আইডিঃ http://www.facebook.com/rd.jony.9

মোবাইল নাম্বারঃ 01839567236 ...

পোস্টটি মূলত একটি সতর্কিকরণ পোস্ট। অপরিচিত লোকের সাথে ডলার লেনদেন করতে হলে অবশ্যই হ্যান্ড টু হ্যান্ড এক্সচেঞ্জ করবেন।

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি m2z। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রজুক্তির সাথে থাকতে চাই সারাক্ষণ... আমার প্রযুক্তি ব্লগ সাইট, চাইলে ঘুরে আসতে পারেন, http://www.techjogot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার তো এরকমভাবে অপরিচিত লোকের কাছথেকে ডলার এক্সচেঞ্জ করা উচিত হয় নাই। বর্তমানে ধোঁকাবাজের তো অভাব নাই।

Level 0

amar ek friend $1200 er akta same dora khaisilo. asole vai akhn kau ke bissas korar moto nai….

আমিও একবার ৫ হাজার টাকার দিয়ে ডলার নিতে গিয়ে ধরা খাইসি 😀

তাহলে প্রযোজনে ডলার পাব কই? এমন কেউ কি নেই যাকে বিশ্বাস করবো

Rony name -ar lok gulan chitar keno hoy…….?

Level New

vai re or fb id dekhei aponar bujha uchit chilo j oita fake id.coz akta original id all time ful information diye ful kora thake.ar or ta te to kichui nai.se jak ge sabdhan korar jonne dhonna

    Level 0

    @nayonb: জী ভাই, পরে বুঝতে পারসি…

ডলার কিনতে গিয়ে ঠকেছে এরকম যে কত জনের কাহিনী আজ পর্যন্ত শুনলাম তার হিসাবে নেই… অবস্য গত বছর এটা নিয়ে সতর্ক করার জন্য একটা পোস্টও লিখেছিলাম। https://www.techtunes.io/reports/tune-id/66984 সেই সময়ই বুঝতে পেরেছিলাম যে এরকম যে কত মানুষ ধরা খাবে তার হিসাব পাওয়া যাবে না… আর ঠিক তাই হচ্ছে।
যাই হোক ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 🙂 যাই হোক সবাই সতর্ক হোক।। আর একটি কথা হাইলাইট করতে চাই। সেটা হল এমনও চিটার আছে যারা প্রথম বার ডলার লেনদেন করার সময় না ঠকিয়ে দ্বিতীয় বার লেনদেন করার সময় ঠকানোর চেষ্টা করে।অনেকেই আছেন প্রথম বার অল্প ডলার নিয়ে টেস্ট করে দেখলেন যে ঐ ব্যক্তি ডলার ঠিক মতন দিচ্ছে কিনা, তারপর যখন দেখলেন যে দিচ্ছে তখন দ্বিতীয় বার বড় ধরনের লেনদেন করতে গিয়ে বড় রকমের ধরা খেলেন। এরকম বোকামী অনেকেই করেছেন। তাই অপরিচিত লোকের সাথে লেনদেন করার ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড এর বিকল্প নেই।

good

Deshta ar ager moto nai.manushgula kamom jeno hoiya gase.dhoro,maro,borolok hou.evabe ki akta jati cholte pare?