ওয়ার্ডপ্রেস দিয়ে অনলাইন থেকে আয় করা সম্ভব

অনলাইন থেকে আয় করতে কে না চায়। কেউ পারে তার অধ্যাবস্যার ফলে আবার কেউ কাজ করার গাইড লাইন না পেয়ে বা অধর্য্য হয়ে ব্যর্থ হয়। অনলাইন থেকে আয় করতে হলে অবশ্যই শেখার আগ্রহ এবং সময় দেয়া প্রয়োজন। অনলাইনে বিভিন্ন ভাবে আয় করা যায়। কেউ ওয়েব ডিজাইন , গ্রাফিক্স্ ডিজাইন বা কেউ পোগ্রামার হয়ে কাজ করছে। অনলাইন থেকে আয়ের সবচেয়ে গ্রহনযোগ্যতা বেশি ওয়েব ডিজাইনের।
ওয়েব ডিজাইনের জন্য সাধারনত HTML,CSS,PHP,CMS (Content Management System) জানতে হয়। আপনি এত কিছু না জেনেও শুধুমাত্র CMS (Content Management System) যেমন: ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে ওয়েব সাইট ডিজাইন করতে পারেন। আমি ওডেস্কে কাজ করি সেখানে সবচেয়ে বেশি চাহিদা ওয়ার্ডপ্রেসের। আপনিও ওয়ার্ডপ্রেস শিখে নিয়ে কাজে লেগে যেতে পারেন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করতে আপনাকে যে গুলো জানতেই হবে:

  • এইচটিএমএল , সিএসএস এর ব্যাসিক ধারনা। এজন্য ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার ব্যবহার করা ভাল
  • ডোমেইন কেনা / ডোমেইন ডিএনএস (নেম সার্ভার) নিয়ন্ত্রন
  • হোষ্টিং কেনা / হোষ্টিং এ ডোমেইন যুক্ত করা / হোষ্টিং ম্যানেজমেন্ট যেমন: নতুন সাব ডোমেইন /এফটিপি / ডাটাবেজ খোলা
  • সার্ভারে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল / আপগ্রেড / ব্যাকাপ রাখা
  • সার্ভারে ওয়ার্ডপ্রেস এর নতুন থিমস বা নতুন প্লাগিন ইনস্টল / কনফিগার করা
  • নতুন থিমস্ বা পুরাতন থিমস্ কাস্টোমাইজ করা যেমন: কালার , হেডার,ফুটার,পাতা টেমপ্লেট,সাইডবার,ফন্ট ষ্টাইল ইত্যাদি
  • ওয়ার্ডপ্রেস এর ছোট খাটো সমস্যা টিক করা যেমন: প্লাগিন কাজ না করা/ইমেজ বা ফাইল ড্যাসবোর্ড থেকে আপলোডে সমস্যা, সাইডবার ঠিকমত না আসা,পোষ্ট পদর্শনে সমস্যা ইত্যাদি

বায়াররা বেশির ভাগ এই কাজ গুলোই চেয়ে থাকে। তারপর ধীরে ধীরে এ্যাডভান্স লেভের কাজ শিখবেন।
আমার মনে হয় এইগুলা শিখতে খুব বেশি সময় লাগে না। এসব শেখার জন্য বাংলা ব্লগ তো আছেই , সবচেয়ে ভালো হয় ইংলিশ ব্লগ থেকে শিখতে পারলে।
আজই শিখে ফেলা শুরু করুন আর সিদ্ধান্ত নিন আপনি পারবেন কিনা।
নিচে এ গুলো শেখার কিছু লিংক শেয়ার করলাম

ওয়ার্ডপ্রেস নিয়ে জানার সবচেয়ে ভালো সাইট (ইংলিশ ভাষা)- http://codex.wordpress.org

(ইংলিশ ভাষা) http://www.wpbeginner.com/

HTML((ইংলিশ ভাষা)) – http://www.w3schools.com/html/default.asp

CSS ((ইংলিশ ভাষা))- http://www.w3schools.com/css/default.asp

PHP ((ইংলিশ ভাষা)- http://www.w3schools.com/php/default.asp

PHP (বাংলা ভাষা)- http://groups.google.com/group/phpbook/web/chapter-links

((ইংলিশ ভাষা) – PHP শেখার কিছু সাইট

(বাংলা ভাষা) – http://www.webcoachbd.com

(ইংলিশ ভাষা) - http://freelancergoal.com

(বাংলা ভাষা) - http://anuvhuti.com

Level New

আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই উপরের দেওয়া কাজ গুলো সব শিখেছি ।ওয়ার্ডপ্রেস এর কাজ ভালো পারি ।কিন্তু বয়স মাত্র ১৫বছর ।তাই ফ্রিল্যন্সিং করতে পারছি না ।কারন ভোটার আইডি নেই ।কেউ যদি আমার দারা কম মূল্যে কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করুন । [email protected]

    @MD রিফাত সরকার: ফ্রিল্যন্সিং করতে বয়স লাগে না। আপনি নিশ্চিন্তে কাজ করা শুরু করে দেন। আর ফ্রিল্যন্সিং, ওডেস্ক সম্পর্কে যে কোন কিছু জানতে এখানে প্রশ্ন করতে পারেন।

    @MD রিফাত সরকার: ভাই আমার বয়স মাএ ১৬ আমি অডেস্ক কাজ করি । ভাই কাজ করতে বয়স লাগেনা বলুন সময় না আমাদের মত বয়সীদের । দোয়া করি আপনি আমাদের দেশের জন্য অনেক কিছু পারেন যেন।

    Level 0

    @MD রিফাত সরকার: @MD রিফাত সরকার ভাই , আমি ১৪ বছর বয়স থেকে ফ্রিলাণসিং করছি কোন অসুবিধা হয়নি, শুধু আমাড় মানিবুকারস টা আমার আব্বুর নামে আছে, এখন আমার বয়স ১৭ কোন অসুবিধা হয়না কাজ করতে।

ভাই জটিল হইছে। http://dhallywoodreporter.blogspot.com/

সুন্দর টিউন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

@MD রিফাত সরকার ভাই , আমি ১৪ বছর বয়স থেকে ফ্রিলাণসিং করছি কোন অসুবিধা হয়নি, শুধু আমাড় মানিবুকারস টা আমার আব্বুর নামে আছে, এখন আমার বয়স ১৭ কোন অসুবিধা হয়না কাজ করতে।

অনেক ভাল লিখেছেন।একজনের প্রশ্নে আমিও কিছু লিখেছি এই বিষয় নিয়ে এই লিঙ্কে গিয়ে চাইলে দেখে আসতে পারেন https://www.nirbik.com/23012/