যেভাবে খুব সহজে Payza একাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন: একটি বিশ্বস্ত অনলাইন ব্যাংক



কিভাবে Payza একাউন্ট করবেন :

  •  ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে Next Step এ ক্লিক করুন আপনার National ID কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে
  • সেকন্ড স্টেপ এ আপনি আপনার Email address , Password , Transaction Pin (যা ডলার সেন্ড করতে দরকার হবে)এবং Security Question সিলেক্ট করে আনসার লিখে Final Step এ ক্লিক করতে হবে.
  • তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স এ গিয়ে আপনারPayza Account Validation করতে হবে.
  • আপনার কাজ শেষ

কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:

Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :

  1. আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
  2. আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )

আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট :

  • আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ  ক্লিক করুন
  • এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
  • Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
  • সবকিছু ঠিক থাকলে Next চাপুন । আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
  • সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :

  • আবার Verification এ গিয়ে  Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
  • Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
  • আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
  • সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
  • ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
  • তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।

একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :

  1. আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
  2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
  3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।

আমার ব্লগ

Level New

আমি 12। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ গুরুত্বপুর্ন তথ্য দেওয়ার জন্য। প্লিজ কেউ আমাকে হেল্প করেন আমার লিবার্টি রিজার্ভ একাউন্ট আছে লিবার্টি রিজার্ভ সম্পর্কে তেমন কিছু জানি না। পেজার মত কি এটি ভ্যারিফিকেশন এর দরকার আছে? ডলার কিভাবে ভাঙ্গাবো শুনেছি এক্সেনজ্ঞার এর মাধ্যমে ভাঙ্গাতে হয়? কিন্তু বিশ্বস্ত এক্সেনজ্ঞার কোনটি বিস্তারিত যদি কোন টিউন বা টিউটোরিয়াল থাকে তাহলে প্লিজ জানাবেন

Level 0

ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে কি ব্যাঙ্কের পাশ বই ।আর আমার স্ক্যান করার মেসিন নেই ।সেক্ষেত্রে কি আমি কোনও সাইবার ক্যাফ থেকে করতে পারি নাকি পররর্তিতে কোনও অসুবিধা হব pl help .