আজকে আমি একটি বিস্বস্ত সাইটের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো যেটি অনলাইনে আয়ের পথটা একটু সহজ করেই দিয়েছে। সাইটটি আপনাদের চিরচেনা http://www.clixsense.com যা সেই ২০০৭ এর ফেব্রুয়ারি থেকে আজ অবধি অনলাইনে বিভিন্ন কাজের সুযোগ করে দিচ্ছে এবং সহজভাবে পেমেন্টও করছে।
সাইটটি এখন আর শুধু ওয়েবসাইট ভিজিটের বিনিময়ে পেমেন্ট এর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দিচ্ছে বহুমাত্রিক কাজের সমন্বয়ে দ্রুত আয়ের বিকল্প পথ। আমি এর সামান্য বর্ণনা দিচ্ছিঃ
Tasks
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন, প্রতিটি কাজের বিনিময়ে ১ সেন্ট হতে ২১ সেন্ট পর্যন্ত আয় করতে পারেন। একটি কাজ করতে ৩ মিনিট থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। যতক্ষন আপনার Accuracy ৭০% এর বেশি থাকবে ততক্ষন আপনি কাজ করতে পারবেন। নির্দিষ্ট কাজের জন্য গাইডলাইন দেয়া থাকবে যা আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। প্রতি ৫০ ডলারের কাজ শেষ হলে আপনি পাবেন ৫ ডলার বোনাস!
তাছাড়া প্রতি সপ্তাহে কন্টেস্টে সর্বোচ্চ টাস্ক কমপ্লিটকারী পাবেন ৫০ ডলার এবং পর্যায়ক্রমে ১০টি স্তরে সর্বনিম্ন ২ ডলার পর্যন্ত পুরস্কার।
Offers
এখানে আপনি টেকিং সার্ভে, জয়েনিং ফ্রি সাইটস, ক্যাশব্যাক শপিং, ফ্রি ডাউনলোডস সহ বিভিন্ন অফার পাবেন প্রতিটি অফার এর মধ্যে ০.২ সেন্ট হতে ১৬ ডলার বা তার চেয়ে বেশি আয় করতে পারেন। অফার কমপ্লিট করা খুবই সহজ তাই এর বর্ণনা করার প্রয়োজন অনুভব করছিনা।
Participating in surveys
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় সার্ভে করতে বলে এবং বিনিময়ে পেমেন্ট করে। আমি কোন সার্ভে কমপ্লিট করার অফার পাইনি তাই এ সম্পর্কে বিস্তারিত বলতে পারছিনা।
Viewing advertisements
এর মাহাত্ম আমরা সবাই জানি। সহজ বাংলায় পিটিসি!! প্রতিটি সাইট ভিজিটের বিনিময়ে আপনি পেতে পারেন ০.০০১ সেন্ট হতে ০.২ সেন্ট পর্য়ন্ত আর সময় লাগবে ৩ সেকেন্ড থেকে ক্ষেত্র বিশেষে ৬০ সেকেন্ড পর্যন্ত।
winning in ClixGrid
এ পর্যায়ে একটি ছবি থাকবে যে ছবিতে গ্রিড লাইনে ৬০০টি লিংক থাকবে। আপনি ২৫টি অথবা বিশেষ ক্ষেত্রে ৫০টি লিংক ক্লিক করার সুযোগ থাকবে এবং প্রতিটি লিংকের স্থায়ীত্ব হবে ১০ সেকেন্ড বা বিশেষ ক্ষেত্রে ৫ সেকেন্ড এভাবে আপনার আয়ের সম্ভাবনা থাকবে ০.১০ সেন্ট হতে ৫ ডলার পর্যন্ত। এটি অনেকটা লটারির মত।
Daily Checklist Bonus
প্রতিদিন কমপক্ষে ২টি সাইট ভিজিট, ১০টি ক্লিক্সগ্রিড গেইম, ১০টি টাস্ক অথবা ২টি অফার কমপ্লিট এবং ১বার ফোরাম ভিজিট করলেই আপনি ১০% বোনাসের যোগ্য হবেন। এগুলোর মাধ্যমে যত আয় করবেন দিন শেষে তার ১০% বোনাস আপনার একাউন্টে যোগ হবে।
Refer Others And Multiply Your Earnings!
প্রতি রেফারেলে আপনি ৫০ সেন্ট পাবেন, এছাড়া রেফারেল একাউন্ট থেকে প্রতি সাইট ভিজিট করলে ০.০০০২ সেন্ট হতে ০.০০৮০ সেন্ট, টাস্ক ও অফার কমপ্লিট করলে ৫% অথবা বিশেষ ক্ষেত্রে ১০% কমিশন পাবেন।
Payment Method
প্রতি সোমবার কমপক্ষে ৮ ডলার অথবা বিশেষ ক্ষেত্রে ৬ ডলার Payza, Paypal এবং Libertyreserve এর মাধ্যমে আপনি ক্যাশআউট করতে পারেন। আমি Payza তে ক্যাশআউট করেছি। কারও পেয়জাতে একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন এখানে।
তাছাড়া কমপক্ষে ১০০ ডলার তুলতে আপনি চেক এর আবেদন করতে পারেন, চেকে ক্যাশআউট করতে খরচ সবচাইতে কম।
রেজিষ্ট্রেশন
আর দশটা সাধারন সাইটের মতই অতি সহজেই আপনি রেজিষ্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে সতর্কতা হল একটি কম্পিউটার/আইপি এড্রেস থেকে একটির বেশি একাউন্ট করা যাবেনা। নাম ও ঠিকানা সহ অন্যান্য তথ্যাদি সঠিক দিবেন, পরবর্তিতে যাচাই হতে পারে।
এখানে দুই ধরনের সদস্যপদ আছে, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম। ১ম টা ফ্রি পরেরটাতে ১৭ ডলার লাগে। মাত্র তিনটি পার্থক্য আছে যেমন, প্রতিদিন নিশ্চিত ০.১ সেন্ট এর ৪টি এ্যাড পাবেন, ক্লিক্সগ্রিড গেইমে ২৫টির পরিবর্তে ৫০টি সুযোগ পাবেন ও প্রতিটি ক্লিকের স্থায়ীত্ব ১০ সেকেন্ড এর পরিবর্তে ৫ সেকেন্ড, রেফারেল কমিশন দ্বিগুন ও ৮ স্তর পর্যন্ত রেফারেলের কমিশন পাবেন।
যদি রেফারেল না করে নিজে নিজেই কাজ করতে চান তবে ১৭ ডলার খরচ করে প্রিমিয়াম মেম্বারশীপ না নেয়ার সুপারিশ থাকবে অবশ্য এ ব্যাপারে পরেও সিদ্ধান্ত নিতে পারবেন।
আপনি রেজিষ্ট্রেশন করতে চাইলে এখানে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। আমি এই পোষ্টের মাধ্যমে কাউকে প্ররোচিত করার চেষ্টা করিনি।
২। প্রতিটি লিংকে আমার রেফারেল লিংক দেয়া আছে।
৩। দয়া করে কটুক্তি করবেন না, আমি ভূলের উর্ধ্বে নই তাছাড়া ভূল শুধরানোরও সুযোগও রয়েছে।
বাংলাদেশের দর্শনীয় স্থানের ছবিসহ তালিকা এবং বিবরন দেখতে আমার সাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো।
আমি স্বার্থপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভাই নাছোরবান্দা।
TT is not a place of so called ODD JOBS. So be away .
It is place of sharing creativity not referral.