মানিবুকার্স একাউন্ট ভেরিফিকেশন এর কৌশল

মানিবুকার্স  এর অবস্থান পেপাল এর পরেই আর এর কারন মানিবুকার্স আমেরিকায় গ্রহনযোগ্য নয় । আমাদের দেশে পেপাল এলাউড নয় কিন্তু মানিবুকার্স  ব্যবহার করা যায় । কিন্তু মানিবুকার্স ভালভাবে ব্যবহার করতে গেলে আপনার এড্রেস অথবা  ব্যাংক একাউন্ট ভেরিফাইড হতে হবে।
আজ আমি দেখবো কিভাবে এড্রেস ও ব্যাংক একাউন্ট ভেরিফাইড করতে হবে। বাংলাদেশে এড্রেস ভেরিফাইড এর জন্য যে চিঠি আসে তা আসতে ১ থেকে ২ মাস লাগে আবার অনেক সময় আসেই না।  আবার  আমাদের দেশে  ব্যাংক থেকে মানিবুকার্স এ ডলার আপলোড ও করা যায় না।
এহ্মেত্রে আপনাকে যা করতে হবেঃ
মানিবুকার্স এর এই ইমেইল  এ মেইল করতে হবে [email protected]
Email subject must be: Manual Bank Account Verification
কিন্তু এর পূর্বে আপনাকে যা করতে হবে,
  • মানিবুকার্স এ আপনার ব্যাংক একাউন্ট এ্যাড করুন । অবশ্যই SWIFT code টিকভাবে লিখতে হবে।
  • মানিবুকার্সে এ প্রথমে আপনি 15$  এর নিচে এমাউন্ট আপানার ব্যাংক এ পাঠাতে পারবেন। যেমনঃ 14.99$
  • এটা আপানার ব্যাংক একাউন্ট এ আসতে ৪/৫ দিন লাগতে পারে।
  • আসার পর ব্যাংক থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে স্ক্যানিং করে নিন।
  • সাথে আপনার ন্যাশ্নাল আইডি টি ও স্ক্যানিং করে নিন।

তারপর [email protected]  ঠিকানায় নিচের মত করে মেইল করুন।

 এহ্মেত্রে আপনি তাদের নিচের লেখাটি আপনার মত করে লিখে পাঠাতে পারেন।

"I have an active Skrill (Moneybookers) account. My address have successfully verified (আর না হলে এটা লেখার প্রয়োজন নেই) . My bank account is Registered but not verified.I have successfully withdraw money via bank transfer last week Now I want to increase my outgoing transaction limit.

I live in Bangladesh. Bangladeshi bank does not allow to upload funds to Skrill (Moneybookers) account according to the Government rules. I have collected SWIFT Transaction report from my bank."

সাথে নিচের জিনিস গুলো যুক্ত করুনঃ

Information:
1. MoneyBookers login email: [email protected]
2. Customer ID: xxxxxxxx
3. My Date of Birth: xx April, xxxx
4. Email subject must be: Manual Bank Account Verification.

Attachment:
1. Scan copy of SWIFT Transaction report.
2. Scan copy of Bank Transaction Report.
3. Scan copy of International Passport. (If any)
4. Scan copy of Notional ID Card.

এরপর ৫/৭ দিন অপেহ্মা করুন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।
পোস্টি আপনার কাজে আসলে কমেন্টস করতে ও যেকোন প্রশ্ন করতে দেরী করবেন না।
ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো জানতে ভিজিট করুন এখানে 

Level 0

আমি আরাফাত আহমেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশের একজন সাধারণ নাগরিক এবং অসাধারণ হবার জন্য আপ্রান পরিশ্রম করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার একাউন্টটা শুধু ঠিকানা ভেরিফাই করা হয়েছে। এখনও কোন লেনদেন শুরু করি নাই। তবে ঈদের পর থেকে ডলার নিয়ে এসে ব্যাংক এ উত্তোলন করার ইচ্ছা আছে। শুধু ঠিকানা ভেরিফাই করা থাকলে কি কোন সমস্যা হবে না আরো কিছু করতে হবে।

    ধন্যবাদ আপনাকে। আপনি এড্রেস ভেরিফাইড করা থাকলে দুবার ব্যাংকে টাকা আনতে পারবেন সহজেই। কিন্তু লিমিট বৃদ্ধি ও ভাল্ভাবে লেনদেন করার জন্য ব্যাংক ভেরিফাইড করা জরুরী ।

অনেক কাজের পোষ্ট।মানিবুকার্স ডলার কোন ব্যাংকে আনলে ভালো হবে??কোন ব্যাংকে চার্জ কম কাটে??কিছু কিছু ব্যাংকে নাকি অনেক টাকা চার্জ কাটে,তাই জানতে চাইলাম

    ভাইয়া আমি তো ডাচ বাংলাতেই আনি। তবে হ্যা , 131$ + আনলে ১৫ ডলার কাটে। তাই প্রতিবারে এর কম আনাই ভাল। তারপর ও বাংলাদেশে অপ্রত্যাশিত জিনিস ঘটাতে পারে ।

So much informative post. Is there any update information about paypal?

Level 0

আমি ঠিক এভাবে প্রথমে আমার Address এবং পরে টাকা উত্তলন করে সেই টাকা উত্তলনের Scan কপি মানিবুর্কাসের কাছে পাঠানোর পর তারা আমার ব্যংক একাউন্ট ভেরিফাই করে দিয়েছে। Standard Chartread Bank এ ভালো রেট পাওয়া যায়। আমি কিছু দিন আগে তুললাম ৮১.৩০ টাকা ডলার রেট পেয়েছি। এরকম ভালো একটি পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, ঈদ মোবারক, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ ভাইয়া। ঈদ মোবারাক !!!!!

Level 0

SWIFT code আমি কিভাবে দিব ডলার না থাকলে কি ব্যংক একাউন্ট ভেরিফাই হবে না …।

Level 0

SWIFT code আমি দিয়েছি ডলার কিভাবে পাবো যদি হেল্প করেন ভাইয়া ।

ভাইয়া আপনি SWIFT code এর সাথে সাথে আপনার ব্যাংক একাউন্ট এর ব্যাপারে যা যা চায় তা পুরন করুন। তারপর প্রথম বার হলে সর্বোচ্চ $14.99 ডলার আপনার একাউন্ট এ withdraw দিন । (যাদের এড্রেস ফেরিফাইড তাদের জন্য নয় )

Level 0

amar dollar 20 lagbe bhaiya ctg ..01611727121

Level 0

@আরাফাত ভাই , ভেরিফিকেসন ছাড়া কি withdraw করা যাবে?

Level 0

vai, moneybookers a amar kisu dollar ase. ami IBBL add koresi. prothome 14$ par koresi. takao eshese. kintu money bookers ekhon 6 digiter varification code chasse. Bank statement niyesi, kintu 6 digit varification code paini. ei 6 digiter varification code kivabe pabo doya kore janaben.

Level 0

I have not understand the two documents. I have already verified the address but bank is unverified. So now I want to verify my Bank address. I have sent money from skrill to my DBBL account. I have not understand the two documents which is needed to verify my bank account. Can i do it only using Bank statement from DBBL? How can i collect the below 2 documents?
Scan copy of SWIFT Transaction report.
Scan copy of Bank Transaction Report.