সবাই কেমন আছেন। oDesk গত 1 August, 2012 থেকে (BDT Wire Transfer) বাংলাদেশে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করার ব্যবস্থা চালু করেছে। অনেক বাংলাদেশি ভাই odesk এ কাজ করছে তাদের কথা মাথায় রেখে আজকের এ tune টি করছি। আমি Step by step দেখাব কিভাবে oDesk এ BDT Wire Transfer activate করবেন।
প্রথমে Wallet ট্যাব থেকে Withdrawal Methods এ ক্লিক করুন।
এবার উপরের চিত্রের মত একটা Highlighted এরিয়া দেখতে পাবেন। এখান থেকে Set up now বাটন এ ক্লিক করুন (চিত্রে লাল বক্স দ্বারা চিহ্নিত)।
এবার Add withdrawal method: Wire Transfer নামে একটি নতুন window দেখতে পারবেন। এখনে আপনার ব্যাংক এর SWIFT code দিতে হবে। আপনার ব্যাংক এর SWFT code পাবার জন্য এখানে ক্লিক করুন।
পরবর্তী page এ আপনার detail দিতে হবে। চিত্রে যেভাবে Information গুলা দেয়া আছে, ঠিক সেইভাবে Bank Account Information এ Account Number এর ঘরে আপার Account Number দেন।
Additional Information এ Branch Name এবং Branch Address দেন।
Bank Account Holder Information এ আপনার Name, Address, City, Country, Phone এবং I attest that I am the owner..... এ ঘরে টিক দিয়ে Review Detail... বাটন এ ক্লিক করুন।
Bank Account Holder Information এ ঘর টা খুবই important!
এখানে অবশ্যই আপনার oDesk Account এর নামে আর Bank এর Account Holder এর নামে Same হতে হবে। এমনকি যদি Spelling এ অমিল থাকে তাহলে নিচের চিত্রের মতন একটা popup massage দেখাবে
Finally যদি আপনার Bank Account holder info যদি oDesk এর info এর সাথে মিলে যায়, তাহলে নিচের মত একটা popup massage দেখতে পাবেন।
এবার Save বাটন এ ক্লিক করুন।
সবকিছু ঠিক থাকলে নিচের মত Success Massage দেখতে পাবেন।
আশা করি যারা এখনও BDT Wire Transfer Activate করেন নাই, তাদের উপকারে আসবে।
সবাইকে ধন্যবাদ...
আমি AppSolutionsBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.odesk.com/users/~~6a0d8d62be901131
Thanks for this post.It is very useful.Best wishes.