অনলাইনে নিজের ভাগ্য পরিবর্তন করুন-২য় পর্ব

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক  ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন  ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে  ।বর্তমানে খুবই বাস্ততায় দিন কাটছে  ।ওডেস্ক   এ  কাজের খুবই চাপের মধ্যে আছি  ।এই পনরে দিনে ৪ টি কাজ শেষ করলাম এবং ২ টি কাজ এখনো করছি  ।

ওডেস্ক এ আমার পথ চলা শুরু হয়  Ehab Attia বায়ার এর  মাধ্যমে ।তিনিই আমাকে প্রথম ১০০ ডলার এর কাজ দেন  ।তার কাজ ছিলো ট্রাভেল আর্টিকেল লিখা ।কিওয়ার্ড গুলো খুবই সুন্দর ছিলো তাই খুব মজা করে কাজ করলাম ।দেখুন তো আর্টিকেল গুলো কেমন হয়েছে ?

ওয়েবসাইটের  ঠিকানা : About Cheep Holidays

ওডেস্ক এ প্রথম একটা কাজ পাওয়াই ঝামেলা ।নতুন বলে অনেক বায়ার কাজ দিতে চান না ।তাই আমি বলবো ওডেস্ক  কে  পেশাগত  ভাবে নিতে চাইলে প্রথমে ৫-১০ ডলার এর কাজ বিড করুন  যাতে ছোট কাজ দিতে বায়ার এর কোনো সংকয বোধ  না হয়  ।তারপর কষ্টকরে কাজটি করুন ,হয়েগেলো ১ টি ফিডব্যাক  ।আর আপনি নতুন নন -এখন আপনি যে ধরনের কাজ পাবেন ঠিক সেই ধরনের কাজই বিড করুন  ।যে কাজটি আপনি পারেন না বা কখনই করেন নি ।ভুলেও সেই ধরনের কাজ বিড করবেন না ।কারণ বায়ার হায়ার করলে তখন বিপদে পড়ে যাবেন  ।এছাড়াও মনে রাখবেন  একবার খারাপ ফিডব্যাক পেলে তখন কাজ পাওয়া খুবই ঝামেলা হবে ।তাই যে কাজটি আপনি ভালো পারেন ঠিক সেই  কাজটি বিড করুন এবং কাজটি খুবই যত্ন সহকারে শেষ করে  বায়ার কে দিয়ে দিন  ।একটা কথা মনে রাখবেন সবসময় বায়ার এর সাথে ভালো সম্পর্ক রাখবেন তাহলে বায়ার এর যখন পুনরায় কাজের দরকার হবে তখন আপনাকেই হায়ার করবে । আমি তার দৃষ্টান্ত প্রমান ।

আমি একটি বায়ার এর কাজ ১৩ ডলার এর মধ্যমে নিয়ে ছিলাম এবং এক দিনেই করে দেই। বায়ার তখন খুশি হয়ে আরো ৫ ডলার এর কাজ দেয় ,আমি সেটিও করে দেই ।গতকাল এই বায়ার আমার স্কাইপে রিকুয়েস্ট পাঠিয়েছে তাকে আড্ করার জন্য ।আমি আড্  করা মাত্র বায়ার আমার সাথে চ্যাটিং করা শুরু করলো ।সে বললো আমার নতুন কাজ আছে তুমি কি করে দিবে ?আমি বললাম আপনার কি ধরনের আর্টিকেল লাগবে ?বায়ার তার কিওয়ার্ড পাঠিয়ে দিলো ।আমি ৩০ মিনিট সময় নিয়ে একটি সেম্পল  বানিয়ে তাকে দিলাম  ।বায়ার আমার সেম্পল পছন্দ করলো তাই আবারও  ১৫ ডলার এর কাজ দিলো ।অনেকেই ভাবছে এতো ছোট ছোট কাজ নিয়ে আবার গল্প মারছে।আমার  প্রফাইল  দেখুন -এই ছোট ছোট কাজ করেই মাত্র ১৫ দিনে ২৫০ ডলার আয় করেছি ।তাই  কোনো বায়ার এর কাজ শেষ হলেই আগেই তাকে ফিডব্যাক দিয়ে বিদায় করবেন না ।একটা কথা মনে রাখবেন ,বায়ার এর কাজ শেষ হলে বায়ার নিজেই আপনাকে ফিডব্যাক দিয়ে চলে যাবে ।তারপর আপনি ফিডব্যাক দিন  ।

ওডেস্ক থেকে উপরে উঠা খুবই সহজ কারণ আপনি যদি ভালো ওয়েব ডেভোলাপার,ওয়েব ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন ,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ পরেন তাহলে তো কথাই নেই ।আপনার বড় হওয়া কে ঠেকায়?প্রথম অবস্থায় হয়তবা কাজ পেতে দেরি হবে কিন্তু ১-২ টি কাজ শেষ করলেই দেখবেন কাজ করে শেষ করতে পারবেন না ।তখন লোক নিয়ে কাজ করাতে হবে ।তাই নিজের উপর সবসময় আস্থা রাখবেন ।একটা কথা মনে রাখবেন ,সবাই পারছে আমিও পারবো ।আজ বেশি কিছু লিখলাম না ,শুধু উপদেশ দিয়ে গেলাম ।আগামী পর্বে আবার দেখা হবে ।সবাই ভালো থাকবেন ।

বি .দ্র : ডাটা এন্টির কাজ করে কখনই বড় হতে পারবেন না ,কারণ  ডাটা এন্টির  প্রতিটা  কাজে ৪০০-৮০০ টি করে বিড হয় তাই  ডাটা এন্টির  কাজ করতে চাইলে মাসে ১-২ টি কাজ পাবেন কি না  আমার সন্দেহ !তাই ভালো আইটি তে ভর্তি হয়ে ওয়েব ডেভোলাপার,ওয়েব ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন ,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  এর কাজ শিখুন  এবং নিজের লাইভ নিজেই গড়ে তুলুন ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

 

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for your advice.

Level 0

super boss super tune……………….many many thanks
brother 1 day ago i open a account and now my profile 80%. i bid 5 works about facebook like and logo and blog post but i can get any work……………..what i do now……………tell me…..

    @newitworld: অনেক ধন্যবাদ newitworld ভাই .
    আপনি এখন নিচের ৪ টি পরীক্ষা দিয়ে দিন ,দেখবেন সপ্তাহে ১ টি করে কাজ পাবেনই .
    পরীক্ষা :
    ১ . oDesk Readiness Test for Independent Contractors and Staffing Managers
    ২. oDesk Readiness Test for Agency Contractors
    ৩. U.S. English Basic Skills Test
    ৪. English Spelling Test (U.S. Version)

    প্রতিদিন ২০ -২৫ টি করে বিড করুন .
    ভালো থাকবেন

অনেক ভাল লাগল। আপনার সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ।

Level 0

i want to call you …………plez give me your mobile number…………………

    @newitworld: ভাই আমি কোনো ফোন ব্যবহার করি না .
    ভালো থাকবেন .

Level 0

Khub valo, উপদেশ holeo utsaho mulok, ami DIIT te web er course kori, Ki mone hoi parbo?????????????

    @Hasan rafi: অবশ্যই আপনি পারবেন .আপনিও এক ধাপ এগিয়ে যাবেন .

ভাই আপনার টিউনটা ভাল লাগল।অনেক উৎসাহ পেলাম।

Level 0

Sagor vai, Apnar tune ti pore valo laglo. Ami kisu din dhore article writing ar kaj korsi abong kisu kaj o ses korsi but apni onk experienced so parle kisu way or advice den jeta amr future a kaje lagbe. 100% unique korar valo kono upai ase ki? Waiting for your essential information…..?

Thank you

    @romel2001: রোমেল ভাই ,আপনার ওডেস্ক এর প্রোফাইলের লিঙ্ক টা দিবেন ?আমি দেখতাম এবং আপনার সাথে যোগাযোগ করতাম .আপনাকে উপদেশ দেবার জন্য .
    ভালো থাকবেন .

খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

@রাকিব হাসান: হাসতে হাসতে আমি শেষ হইয়া গেলাম।

    @Saon A Menz: ভাই হাসার কি হলো ?
    খুব খুশি খুশি লাগছে মনে হয়.

@রাকিব হাসান: ভাই ফ্রিল্যান্স এর পোস্টে কোনো বাজে বিজ্ঞাপন দিবেন না .

Level 0

Sagor Vai, Amr profile link ta dilam valo vabe dekhe amk janaben.
https://www.odesk.com/users/~~b0daf4ced7eac9fe
R jodi kono valo way means, valo rewrite site or software thake tahole o janaben. because sob somoy to ar nijer theke lekha possible na tai r ki bollam. Amr mail ta o diye dicchi parle amk facebook a add koren….. [email protected]

Thank you

vi aponar tune ar jonno thanks…amar site thako onnora chila oDesk a account kholer bapara help nita paren. address: http://www.tipstoearn.weebly.com

আশাযুক্ত হলাম. ধন্যবাদ ভাই

Level 0

sagor vi apnak onak donnobad bt ami apnar sate jogagoj korte chai plz
email: [email protected]

Level 0

hi bro…pls amake apnar skype_id ta diben.apnar post amar kache valo [email protected]