আজ থেকে ওডেস্ক বাংলাদেশে চালু করলো সরাসরি ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন সুবিধা

অনেক প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সেই ক্ষণটি চালু করলো ওডেস্ক। তৃতীয় পক্ষের কোনো পেমেন্ট প্রসেসর ব্যবহার না করে অর্জিত আয় এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা নেয়া সম্ভব হবে। ওয়্যার ট্রান্সফার দিয়ে আগেও বাংলাদেশীরা টাকা আনতে পারতো। তবে সেক্ষেত্রে খরচ হতো ত্রিশ ডলার। বর্তমানে খরচ হবে ৪.৯৯ ডলার মাত্র।

অনলাইনে কাজের পারিশ্রমিক গ্রহণ করতে বুধবার থেকে বাংলাদেশী  ফ্রিল্যান্সারদের জন্য সরাসরি ব্যাংক ট্রান্সফার সুবিধা চালু করেছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক।

ফলে এখন থেকে সাইটটিতে কাজ করা ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ এখন সরাসরি বাংলাদেশী টাকায় নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই আনতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশী ওডেস্ক ব্যবহারকারীরা লগ-ইন করলে এ সংক্রান্ত বার্তাটি দেখতে পান।
উল্লেখ্য,  গত মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত ওডেস্কের ‘ওডেস্ক কনট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ অনুষ্ঠানটিতে সরাসরি ব্যাংকে অর্থ উত্তোলন সুবিধা দেয়ার কথা ঘোষণা করেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ম্যাট কুপার। তবে কবে নাগাদ এ সুবিধাটি চালু করা হবে এ কথা জানাননি তিনি।

অন্যান্য দেশের ফ্রিল্যান্সাররা মাত্র ৯৯ সেন্ট থেকে দুই ডলারের মধ্যেই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন সুবিধা পান।আমাদের ক্ষেত্রে এ চার্জটি পাঁচ ডলার নেয়াটা অনৈতিক।

দেখে আসুন আমাদের নিউজ সাইটঃ Nnnews24.com

Level 0

আমি Mosrur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল খবর কিন্তুূ চার্জটা খুব বেশি। এই আমাদের অনেক বর পাওয়া।

ভাই ,আমার একটা প্রশ্ন ছিলো .আমি এপর্যন্ত মনিবকার্স বাংক ব্যবহার করে টাকা উঠাতাম .মনিবকার্স বাংক থেকে ডাচ বাংলা বাংক এ টাকা পাঠালে ৭ দিন পড়ে উঠাতাম .

এখন যদি ওডেস্ক থেকে সরাসরি ডাচ বাংলা বাংক এ ওয়ার টান্সফার করি তাহলে কতক্ষণ বা কয় দিন পড়ে টাকা উঠাতে পারবো বা টাকা আসতে কত সময় লাগে .আমাকে দয়াকরে জানান .

Level 0

amr akta problem hoice..
please ai image link ta dekhun..

http://i.imgur.com/kYDBH.png
kew ki ar solution bolte parben?
ami thik bujte parteci na..

মানিবুকারর্সএ ১০০ ডলারের ওপর উঠাইলে যে অতিরিক্ত টাকা কাটে ওয়্যার ট্রান্সফার এ ধরনের কোন সমস্যা আছে কী?

ami ei option ta onek agei dekhechi. kintu amar mone hoy paypal tai onek valo. ekhon onek group e ache facebook a jara paypal buy-sell er kaj korchen and verify o kore dichche.