অনেক দিন পর টিউন করতেছি। একেবারে নতুনদের জন্য টিউন। বর্তমানে সবাই ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার জন্য ঝুকে পড়তেছে। আমিও একটু একটু চেষ্টা করছি। এ ব্যাপারে টেকটিউনস এবং বিভিন্ন বাঙলা ব্লগগুলার সাহায্য নিচ্ছি। কারন আমি বান্দরবানএ থাকি। এখানে এ ব্যাপারে বেশিরভাগ মানুষই অজ্ঞ। এখানে কোন প্রতিষ্ঠান নেই কাজ শিখার। আর চট্টগ্রাম গিয়ে শিখার মত সময় নেই। তার চেয়ে বড় বেপার হল অনেক টাকা পয়সার ব্যাপার। কাজের কথায় আসি।
আজকে একটা oDesk এ একাউন্ট খুললাম এবং English Spelling Test (U.S. Version) টেস্ট দিলাম এবং ৫.০০ পাইলাম। পাওয়াটা খুব সহজ হয়ে গেল। সবাই শুনলে অবাক হবেন। শুধু কপি করেছি আর পেস্ট করেছি। আর কিছু না। কিভাবে করবেন নিচে দেখুন----
১)প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন তারপর টেস্ট শুরু করুন।
২)যখন প্রশ্ন আসবে তখন সব সিলেক্ট(ctrl+a) করুন এবং কপি(ctrl+c)করুন।
৩)তারপর মাইক্রোসফট ওয়ার্ড এ খালি স্থানে ক্লিক করুন এবং পেস্ট(ctrl+v)করুন।
৪)এরপর সমাধান আপনি নিজেই দেখতে পাবেন।
৫)তারপর উত্তর জানার পর সাঠিক উত্তরের পার্শ্বে টিক দিয়ে next করুন। আমার
৬) এভাবে কপি করুন তারপর পেস্ট করুন তারপর টিক দিন তারপর নেক্সট করুন
৭)সম্পূর্ণ টেস্ট শেষ করুন মাত্র ১০ মিনিটে
মূলত এখানে দুই ধরনের প্রশ্ন হয় দেখুন----->
আমার ৩৯ নং প্রশ্ন:---
oDesk-------
প্রশ্ন কপি করুন
ওয়ার্ডে পেস্ট করুন তারপর এখানে যে উত্তরের নিচে লাল দাগ দেখবেন মনে রাখবেন এটাই উত্তর এবং oDesk এটাই টিক দিবেন
oDesk-------
প্রশ্ন কপি করুন
ওয়ার্ডে পেস্ট করুন তারপর এখানে যে উত্তরের নিচে লাল দাগ দেখা যাবে না মনে রাখবেন এটাই উত্তর এবং oDesk এটাই টিক দিবেন
পরিশেষে কিছু কথা বলতে চাই। টেকটিউনস থেকে ফ্রিল্যানসিং বা ওডেক্স এর ব্যাপারে আমরা যত যাই শিখি না কেন, তারপরেও মনে হয় অনেক কঠিন। কারন সব খানে অনেকে দেখি কোন কজের বিড পর্যন্ত দেখায়।কিন্ত তারপরে আর কিছু নেই। কিন্তু যদি কয়েকটা কাজ নিয়ে বিস্তারিত লিখত তাহলে নতুনদের জন্য খুবই উপকার হত।
আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুড, আরও বেশি করে নকল করুন। দেখি নকল করে ফ্রিলেন্সার হিসাবে কতটা সফল হতে পারেন।