oDesk এ English Spelling Test (U.S. Version) এ ৫.০০ পাইলাম। মনে হয় একেবারে সহজ। যদি আপনি এই ট্রিকসটি জানেন।

অনেক দিন পর টিউন করতেছি। একেবারে নতুনদের জন্য টিউন। বর্তমানে সবাই ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার জন্য ঝুকে পড়তেছে। আমিও একটু একটু চেষ্টা করছি। এ ব্যাপারে টেকটিউনস এবং বিভিন্ন বাঙলা ব্লগগুলার সাহায্য নিচ্ছি। কারন আমি বান্দরবানএ থাকি। এখানে এ ব্যাপারে বেশিরভাগ মানুষই অজ্ঞ। এখানে কোন প্রতিষ্ঠান নেই কাজ শিখার। আর চট্টগ্রাম গিয়ে শিখার মত সময় নেই। তার চেয়ে বড় বেপার হল অনেক টাকা পয়সার ব্যাপার। কাজের কথায় আসি।

আজকে একটা oDesk এ একাউন্ট খুললাম এবং English Spelling Test (U.S. Version) টেস্ট দিলাম এবং ৫.০০ পাইলাম। পাওয়াটা খুব সহজ হয়ে গেল। সবাই শুনলে অবাক হবেন। শুধু কপি করেছি আর পেস্ট করেছি। আর কিছু না। কিভাবে করবেন নিচে দেখুন----

১)প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন তারপর টেস্ট শুরু করুন।

২)যখন প্রশ্ন আসবে তখন সব সিলেক্ট(ctrl+a) করুন এবং কপি(ctrl+c)করুন।

৩)তারপর মাইক্রোসফট ওয়ার্ড এ খালি স্থানে ক্লিক করুন এবং পেস্ট(ctrl+v)করুন।

৪)এরপর সমাধান আপনি নিজেই দেখতে পাবেন।

৫)তারপর উত্তর জানার পর সাঠিক উত্তরের পার্শ্বে টিক দিয়ে next করুন। আমার

৬) এভাবে কপি করুন তারপর পেস্ট করুন তারপর টিক দিন তারপর নেক্সট করুন

৭)সম্পূর্ণ টেস্ট শেষ করুন মাত্র ১০ মিনিটে

মূলত এখানে দুই ধরনের প্রশ্ন হয় দেখুন----->

আমার ৩৯ নং প্রশ্ন:---

oDesk-------

প্রশ্ন কপি করুন

মাইক্রোসফট ওয়ার্ড

ওয়ার্ডে পেস্ট করুন তারপর এখানে  যে উত্তরের নিচে লাল দাগ দেখবেন মনে রাখবেন এটাই উত্তর এবং oDesk এটাই টিক দিবেন

আমার ৪০ নং প্রশ্ন:---

oDesk-------

প্রশ্ন কপি করুন

মাইক্রোসফট ওয়ার্ড-

ওয়ার্ডে পেস্ট করুন তারপর এখানে  যে উত্তরের নিচে লাল দাগ দেখা যাবে না মনে রাখবেন এটাই উত্তর এবং oDesk এটাই টিক দিবেন

আমার Test Result দেখুন----->

পরিশেষে কিছু কথা বলতে চাই। টেকটিউনস থেকে ফ্রিল্যানসিং বা ওডেক্স এর ব্যাপারে আমরা যত যাই শিখি না কেন, তারপরেও মনে হয় অনেক কঠিন। কারন সব খানে অনেকে দেখি কোন কজের বিড পর্যন্ত দেখায়।কিন্ত তারপরে আর কিছু নেই। কিন্তু যদি কয়েকটা কাজ নিয়ে বিস্তারিত লিখত তাহলে নতুনদের জন্য খুবই উপকার হত।

 

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুড, আরও বেশি করে নকল করুন। দেখি নকল করে ফ্রিলেন্সার হিসাবে কতটা সফল হতে পারেন।

    আপনি যেভাবে বললেন তা আমার পছন্দ হয়নি। কারন এটা আমার নিজের জন্য একটা সহজ পরিক্ষা ছিল। অন্তত্ পক্ষে আর কিছু না জানি English Spelling করতে পারব না এটা হতে পারে না। আর যারা ফ্রিলেন্সার হিসাবে সফল হতে চান তাদের জন্য ইংরেজী জানাটা একটু জরুরী ব্যাপার। আর একটু চেষ্টা করলেই English Spelling কোন ব্যাপার না। আর অনেকেই কাজ জানেন কিন্তু প্রোফাইল কিভাবে ভারি করতে হয় তা জানেন না। পারলে আমার উপরের দুটি প্রশ্নের উত্তর দিন এবং সবাইকে কাজ শিখান। ধন্যবাদ।

Level 2

নকল বাজ। ভেরী গুড।

Apni nokol korte je medha ebong somoy nosto kore chen se somyer sodbebohar korle test ta emnitei pass korte parten.

দেখি টেকটিউনস এই পোস্ট কি করে। ফ্রিল্যান্সার টিউনারদের উৎসাহ দিতে পোস্ট মোছা নিশ্চয়ই উচিত হবেনা। 😀

    ঘুম ভাংলেই কাম খালাস 🙂

      টেস্ট পাশ করার জন্য টেকটিউনস এ অনেক পোস্ট হয়েছে এবং উত্তর পত্র তারা দিয়ে দিয়েছেন। ওই টিউন গুলা মুছলে আমারটা কোন সমস্যা নাই। আমার দুটি প্রশ্নের উত্তর দরকার।ধন্যবাদ

Level 0

নাহ ঠিকাছে। চুরি করতেও মেধা লাগে।

অদেস্ক এর প্রশ্ন কপি করে কিভাবে অয়ার্ডে আনলেন ভাই!! কিভাবে এটা সম্ভব!!! প্রশ্নতো ইমেজ আকারে থাকে। একটা প্রশ্ন কপি করে স্কীন শর্ট দিয়ে দেখান, শেখা দরকার!!!!!!

    সব সিলেক্ট(ctrl+a) করুন এবং কপি(ctrl+c)করুন এবং মাইক্রোসফট ওয়ার্ড এ খালি স্থানে ক্লিক করুন এবং পেস্ট(ctrl+v)করুন

হে হে হে আপনার মাথার বুদ্ধি আমাদের সবার থেকে বেশি 😀

    আমরা বাঙালি, তাই মনে হয় সবার মাথাই কিছু না কিছু আছেই।ধন্যবাদ

আমরা তো বাঙালী তাই না, তাই ইংরেজ এবং ইংরেজীর উপর একটু দুর্বলতা থাকতেই পারে। আমার মনে হয় প্রশ্নের উত্তরে কিছু আসে যায় না, কেননা….. একটা প্রশ্ন বুঝে তার উত্তর দিতে অন্তত ২- ৩ মিনিট সময় যায় (যারা ইংরেজীতে দক্ষ তাদের কথা আলাদা) সেই সময়টা কিন্তু আমার নষ্ট হলো। আমার কথা বলি, আমি ভালো বুঝি কিন্তু একটু সময় লাগে…… তাই বলে কি এর জন্যও এটা কার্যকর……. এতটুকু তো…….ক্ষমা…..করাই যায়……. কি বলেন……

তবে এটাও স্বীকার করি, অনেক PTC থেকে আসা কিছু মানুষ রয়েছে যারা এই সুবিধা নিয়ে নিচ্ছে এবং পরবর্তীতে কভার লেটার, হায়ার কিংবা “বায়ার” কি চাচ্ছে, কি করতে হবে তখন ধরা খাচ্ছে।

আমি নিজেও গতকাল এই টেস্টটা দিয়েছিলাম কিন্তু ইচ্ছা করে একটি ভুল করার কারনে 4.90 পেয়েছি আবার অনেক আগে একই টেস্টে পেয়েছিলাম 5.00(first place) । টিউন করার জন্য ধন্যবাদ ।

সুন্দর বুদ্ধির জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু, আমার প্রশ্ন হলোঃ আপনি Ctrl+C চেঁপে কপি করলেন কিভাবে? ওখান থেকে তো এভাবে বা অন্যকোন ভাবেই কপি করা যায় না প্রশ্নগুলো? তাহলে আপনি সম্ভব করলেন কিভাবে?

ei tune gulo ageo techtune e hoise
dakhen
https://www.techtunes.io/freelancing/tune-id/128990
https://www.techtunes.io/freelancing/tune-id/128200
https://www.techtunes.io/freelancing/tune-id/128443
আরো অনেক আছে…………।
অনুগ্রহ করে টিউন করার আগে একবার সার্চ করুন তারপর টিউন করুন ।
ধন্যবাদ।

টিউনটি ডিলিট করার অনুরোধ জানাচ্ছি। চুরি পদ্ধতি দিয়ে যেসব ফ্রিল্যান্সার তৈরি হবে এরা বাংলাদেশের অসম্মমান ছাড়া আর কিছুই এনে দিতে পারবে না।

Level 0

আপনার দেয়া নিয়ম অনুসরণ করলাম .কপি হইতাসে না কেন ভাই অনেক try করলাম. Please help me .

আমি এই পরিক্ষায় ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছি। কিন্তু আপনার মত করে না।
https://www.odesk.com/users/~~3f231803de02062b

Level 2

নানা মুনি নানান রকম মত তো দিলেন। টিউনার না হয় একটা চুরি বিদ্যা শিখালো কিন্তু তার প্রশ্ন দুটির জবাব তো কেউ দিলেন না।

“সাহায্য>>>>>

১)যদি কোন টেস্ট আমি ফেল করি তাহলে পরে আবার দিতে পারব কিনা?

২)যদি কোন টেস্ট আমি ফেল করি এর বিরুপ প্রতিক্রিয়া কি হতে পারে?”

প্রথম প্রশ্নের উত্তরে যতদুর জানি ঐ টেষ্টটি একমাস বা 30 দিন পর দিতে পারবেন। ( নাও হতে পারে )

Level 0

super and nice tune…………
many many thank you 4 share it with us,,,

Churi Sobai Korey, Nokol Sobai Korey….. But Dhora je khai tar dosh hoi…… Anyway Vai thanks 4 this post. Chaliye jaaan.

Tunementerদের ভাবগতি কিছু বুঝি না! techtunes-এ এমন অনেক পোস্ট আছে যেখানে odesk টেস্ট এর Answer দেয়া হয়েছে। সেখানে পাঠকদের উত্তরপত্র share করবার জন্য ধন্যবাদ এর বন্যা বইয়ে দিতে দেখেছি। অথচ এই Tuner যখন একই কাজটি করলেন তখন পেলেন গঞ্জনা!!!
Critic hardcore freelancer ভাইদের বলছি, English Spelling Test আপনার কেন দিতে হয়, বা কেন লাগবে? কারন client জানতে যায় আপনি তার জন্য একটি article লিখে দিলে বা তার সাইটটি বানিয়ে দিলে তা আপনি নির্ভুল বানান সহ করতে পারবেন কিনা। client তো আর বলে নাই যে না কোন সফটওয়্যার, বই বা অন্যকিছু দেখে বানানটা correct করে নেয়া যাবে না, বলে কি এমন? বলে না। সফটওয়্যার দিয়ে পরিক্ষা দিয়ে আপনি যদি পাস করতে পারেন, তাহলে সে সফটওয়্যার দিয়ে আপনি client এর কাজ ও করে দিতে পারবেন। কাজ কমপ্লিট করাটাই তো মোদ্দা কথা। তাহলে এই Tuner ভাইকে এত অপমানিত না করলেই কি হত না?

আমি অবশ্যই নকল এর পক্ষে নই, কিন্তু যে client আপনার ৫০০ ডলার মূল্যমানের কাজের জন্য আপনাকে ১০০ ডলার বা পারলে আরও কম দিয়ে তার কাজটি উদ্ধার করতে চায়, তার কাজের জন্য জান জীবন দিয়ে দেয়ারও পক্ষপাতি আমি নই।

তবে যে কাজটি আজ অসাধু উপায়ে করলেন সেটা যত দ্রুত সম্ভব শিখে নেয়াই ভাল, এছাড়া নিজের ক্ষতিটাই বেশি হবে।

আসলে আমি কারো মনে কষ্ট দিতে চাইনি, ভুলটা ধরিয়ে দিতে চেয়েছি। এরপরও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।

আর, জোবায়ের রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ টিউনটি করার জন্য।

nice.
but, try to avoid this process…do job using ur head in good way.

however, he asked 2 Q.
it was also running my head…so, ans it anyone…tnx.

Level 0

Thanks!! জোবায়ের রাসেল ভাই sharing this with us. কমেন্টস গুলি পরে আমারি খারাপ লাগল, আপনার খারাপ লাগা খুব সাভাবিক, আমি পুরোপুরি dynamite71 ভাই এর সাথে একমত, আমরা অনেকেই Odesk এ freelance করি, যারা করছি তারা জানি এই answers গুলি কতটা জরুরি for newbies. I can tell you, you are not only good in a particular test but an expert, sit on a test, you will never get over 2.5 score at odesk, but you are expert on that subject!! Funny right!! this is real..but when you become a old player in Odesk, you can make high scores on the subject you are experts.

জোবায়ের রাসেল ভাই, আমাদের সবারি কিছু সমস্যা আসে, আমাদের লোকজন কম শোনেন কিন্তু বেশি বলা পছন্দ করেন, খারাপ ভাবে কমেন্টস শুরু হইলতো সবাই সেইটাই ফলো করতে থাকলো। আমরা কবে বুঝব যে, কাউকে এইভাবে attack করা জায় না, জাতে তিনি অপমানিত হন তাও একটা পাবলিক প্লেস এ। এইখানে কোন প্রব্লেম হলে admin is there to look into this .. interesting thing is অন্নদের পোস্ট এ কিন্তু সবাই well done করেছে কিন্তু আপনার ক্ষেত্রে কেন, আমার মনে হয় আপনি বান্দারবান থেকে এইভাবে লিখা ঠিক হয়নি, আপনার বলা উছিত ছিল, আপনি silicon valley থেকে এই টেস্টের result দিছ্যেন। বান্দারবান থেকে আপনি এই পোস্ট দিলেন, মিয়া আপনি কি জানেন, আপনার চাইতে আমরা অনেক……বেশি বেশি জানি!!!

Answer of you 1st question is after 30 days you can retake the test and if it also get low score you will be able to sit for the test again after same duration. Second answer is, yes low score influence a bit getting your job and if the test is directly related with your job in that job in that case it you need to consider it reasonably, the good advice is, you can hide the low scores test in your profile so in first looks, these scores will not appeared, there is option you can found on your profile.

Thanks and take care!!

Level 0

টিউনার ভাইকে আমি প্রথমে ধন্যবাদ দিব । মানুষজন যে যাই বলুক প্রশ্নের উত্তর দেওয়া প্রসঙ্গে যারা খারাপ মন্ত্যব্য করেছে তারা ছাগলের ঘরে ছাগল ছারা আর কিছুই না । তারা সুন্তর সুন্তর মানুষজনদের হত্যা করতে বা গতি তামিয়ে দিতে তারাই যথেষ্ট যেমনটা হয়েছিল সক্রেটিস এর মত -তিনি বলেছিলেন মানুষ সব সমান না -এমটা নাকি ভুল তিনি আর ও বলেছেন মানুষ যদি সব সমান হত তাহলে একটা মেষপাল থাকতো কোন মেষপালক থাকতো না । তারপরে তাকে হেমলক মানি বিষ খেতে দেওয়া হয়েছে আর তিনি এই বিষ খুশি মনেই খেয়েছিলেন আর সবার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন -আমি কি জানি ,আমি কি জানি না। তারা কি জানে ,তারা কি জানে না। What i know,What i dont know,they are dont know ,they are dont know. । ছাগলের ঘরে ছাগলদের বলছি এটা একটা টিকস আর এই টিকসকে নকল বলা যায় না তাহলে তো ভারতের থ্রিডিওর সেই যে ,আমির খানের ছবিটা মিথ্যে হয়ে যাবে মানি বাস্তবে একেবারে অমিল হয়ে যাবে তাই নয় কি? টিউনার ভাইকে অনেক ধন্যবাদ মন খারাপ করার কিছুই নেই ।

@জোবায়ের রাসেল – আপনার ৪০ নম্বর প্রশ্নে তিনটির নিচে লাল দাগ দেখা যাচ্ছে তাহলে তিনটি উত্তর কিভাবে হবে?

    @writerbuddha: দুঃখিত ওয়ার্ডে পেস্ট করুন তারপর এখানে যে উত্তরের নিচে লাল দাগ থাকবেনা মনে রাখবেন এটাই উত্তর এবং oDesk এটাই টিক দিবেন।