আহলান সাহলান মোবারক হো মাহে রমজান।
টেকটিউন পরিবারের সবাইকে শ্রদ্ধা ও ছালাম জানিয়ে প্রথম টিউন করছি। না এটি প্রযুক্তি বিষয়ক নতুন কোন টিউন না কারন, টেকটিউনের বাইরে এখনও নতুন কিছু জানিনা। আমি এখানে আমার ভাললাগা টুকু শেয়ার করবো সাথে টেকটিউন এর প্রতি কৃতজ্ঞতাও।
আমি টেকটিউনের সাথে ২ মাস এর একটু বেশি সময় ধরে সম্পৃক্ত এবং নিয়মিত প্রবেশ। এরই মধ্যে আমার মনের মধ্যে কিছু একটা করা, কিছু একটা শিখার তীব্র আকাংখা অনুভব করি। টেকটিউনের চেইন টিউন গুলো দেখে শিখতে লাগলাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা থেমে যায় কারন পূর্নাঙ্গ কোন টিউটোরিয়াল নেই। তবুও তৃষিত মন থেমে থাকেনি।নিজে নিজে খুজে বের করলাম শেখার মাধ্যমগুলো।
এরইমধ্যে গত জুন এর ২২ তারিখে ওডেস্কে নতুন একটা আইডি খুললাম এবং টেকটিউনের প্রজ্ঞাবানদের প্রকাশকরা বিভিন্ন টিউন এর সহায়তায় প্রোফাইল ১০০% পূর্ণ করলাম এবং একে একে ৮টি টেস্টে পাশ করলাম নকল না করেই।
শুরু হল বিড করা কিন্তু গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভলপ এর মত বড় কোন কাজ জানিনা তাই শুধুমাত্র ডাটা এন্ট্রি কাজে বিড করতে লাগলাম। দীর্ঘ ১মাস ৫দিন চেষ্টা ও বিড করার পর গতকাল এক ক্লায়েন্ট এর ৩ডলারের একটি কাজে বিড করলাম এবং বললাম এই কাজটি শুধুমাত্র তার ভাল ফিডব্যাক পাওয়ার জন্য বিনামূল্যে করবো। শুধু এইটুকু লেখাই ছিলো কভার লেটারে।
অনেকক্ষণ পরে দেখি ক্লায়েন্ট আমাকে ম্যাসেজ দিয়েছে আমি কাজ করার জন্য প্রস্তুত কিনা, সে এও বলল যে কাজের বিনিময়ে সে আমাকে ১ডলার দেবে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম এবং পর্যায়ক্রমে কাজ বুঝে নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিলাম (কাজ এক্সেপ্ট না করেই, কারন আমি জানতাম না এটা করতে হয়) এবং ক্লায়েন্ট আমাকে কাজটি এক্সেপ্ট করতে বলল।
এটি ছিল বিজনেস কার্ড থেকে তথ্য স্প্রেডসিটে এন্ট্রি করা (মাত্র ২৫টি এন্ট্রি)। কাজ শেষ করে ক্লায়েন্ট কে কাজ বুঝে নিতে এবং নতুন হিসেবে ভূলত্রুটি সহজভাবে নিতে বললাম। সে আমাকে বলল আমি খুব ভালভাবে কাজ করেছি। সে আমাকে পেমেন্ট করলো ১ডলার এবং ৪.৫ পরিমান একটা ফিডব্যাক দিল।
আমার এই ছোট্র সফলতার পেছনে আমার ঐকান্তিক চেষ্টা এবং টেকটিউন পরিবারের সহযোগীতা ছিল অনস্বীকার্য এজন্য আমি আপনাদের সবাইকে জানাই (সশস্ত্র!) ছালাম বিশেষ করে মাহবুব (সোর্ড ফিশ) ভাইকে বিনম্র শ্রদ্ধা।
যেহেতু আমি বিনামূল্যেই কাজটি করতাম তাই পেমেন্ট এর টাকা এবং আরও যোগ করে কোন অসহায় বৃদ্ধকে দিয়ে দিব।
আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সহায়তা করবেন। ক্ষমা চাচ্ছি আমার এই ক্ষুদ্র ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরার জন্য, মনে হয় এটি কাউকে প্রেরনা যোগাবে। ধন্যবাদ।
আমি স্বার্থপর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভাই নাছোরবান্দা।
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতেই বৃঝা যায় কত বড় মন আপনার