সালাম সকল টিউনার ভাইকে। নিজেকে খুব খুব সৌভাগ্যবান মনে হয় এইটা ভেবে যে সময়মত টেকটিউন্স এর দেখা পেয়েছিলাম। তা না হলে আজও অনেকটা অন্ধকারেই থেকে যেতাম। কম্পিউটার ব্যাবহার করি যখন ক্লাস এইটে পরি তখন থেকে। আমার বড় ভাই একটা পিসি কিনেছিল পেন্টিয়াম ২, ৬৪ মেগাবাইট র্যাম, ১০ জিবি হার্ডডিস্কের। তখন থেকেই কম্পিউটার প্রতি আমার অনেক আকর্ষণ ছিল। কিন্তু প্রবল ইচ্ছা থাকতেও কম্পিউটারের বিষয়ে আমি পরাশুনা করতে পারি নাই। ঢাকা পলিটেকনিক থেকে ২০০৯ সালে ডিপ্লোমা পাশ করি ২০০৯ সালে, বিষয় ছিল সিভিল। তারপর আর পরাশুনা করা হয় নাই দেশের বাহিরে চলে এলাম সিভিল ইঞ্জিয়ার পদে ১টা চাকরি পেয়ে। এখনো সেইটা করতেছি। নেট চালাই আমি যখন ক্লাস টেনে পরি তখন থেকে। শুরুতে বিডি চ্যাটে চ্যাট করতাম। মাঝে অনেকদিন নেট চালানো হয় নাই। ২য় দফায় নেট চালানো শুরু করি আজ থেকে ৩ বছর আগে থেকে। শুরুতে ফেসবুক। যখন দেখি ফেসবুক আর ভালো লাগেনা তখন থেকে নতুন কিছু খোজা শুরু করলাম আর একসময় পেলাম টিটির দেখা।
আজ সেই টিটির কল্যাণে আমি ইন্টারনেট থেকে আয় করতে পেরেছি। ক্লিক করে না, কাজ করে। নিজে কখনো পিটিছির কবলে পরি নাই। তার কারন সবসময় টেক্টিউন্সকে ফলো করতাম। অনেকটা স্বপ্নের মত ছিল ইন্টারনেট থেকে আয় করা নিয়ে। আজ সেই স্বপ্ন কিছুটা হলেও পুরন হয়েছে এখন স্বপ্ন নিজেকে প্রফেশনাল করার চ্যালেঞ্জ নিয়ে। ওডেস্কে নিজের প্রোফাইল আজকে হুট করে দেখলাম, নিজের কাছে অনেকটা তৃপ্ত। আমার প্রোফাইল এখন ৫ স্টার সম্পন্ন। ২ সপ্তাহে এতটা সাফল্য পাবো তা ভাবিনি কখনো। বায়ার কাজে খুশি হয়ে খুব ভালো কমেন্ট করেছে। ১ জন তো ১০ ডলার বোনাস দিয়েছে। আমার চ্যালেঞ্জ এখন এই ৫ তারকা ধরে রাখা। তাই এখন কোনও কাজ করার জন্য বিড করার আগে ৫ বার ভাবি আমি কাজটা করতে পারব কিনা। এস ই ও এখনো শিখছি। অনেক কিছুই শিখার বাকি আছে এখনো।
এখান থেকেও দেখতে পারেন আমার প্রোফাইল।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
জিপিএ ৫ পাইসেন। মিষ্টি কই? 🙂
ভাই, ১টা টিপস দেন আমাকে। আমিও কিছু ছোট-খাটো কাজ করি ওডেস্কে। SEO টা শিখার ইচ্ছা আছে। কিন্তু, সময়ের অভাবে শিখা হচ্ছে না। এই টেকটিউনস এবং বিভিন্ন ওয়েবসাইটে বাংলাতেই SEO নিয়ে লাখ লাখ টিউন আছে। কিন্তু, আমি এতই আজাইরা কাজে ব্যস্ত থাকি যে, সবগুলা পড়ার সময় হয় না! তার মধ্যে অনেক টিউনই পুরান স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ লিংক বিল্ডিং বা অফ পেজ অপটিমাইজেশন নিয়ে যেটার ভেলু এখন অনেক কমে গেছে। তাই, গুগলের নতুন নিয়মানুযায়ী কাজ শিখার জন্য যেই একক টিউনগুলা ফলো করলে শুরু থেকে সব ভালভাবে শিখতে পারব অপেক্ষাকৃত কম সময়ে (সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকলে আমার জন্য সোনায়-সোহাগা!) সেইসব লেটেস্ট টিউন/পোস্টের লিংক দিতে পারবেন কোন?