স্বপ্ন কি সবসময়ই সোনার হরিন? লক্ষ্য যদি অটুট থাকে তখন সোনার হরিন হাতে ধরা যায়।

সালাম সকল টিউনার ভাইকে। নিজেকে খুব খুব সৌভাগ্যবান মনে হয় এইটা ভেবে যে সময়মত টেকটিউন্স এর দেখা পেয়েছিলাম। তা না হলে আজও অনেকটা অন্ধকারেই থেকে যেতাম। কম্পিউটার ব্যাবহার করি যখন ক্লাস এইটে পরি তখন থেকে। আমার বড় ভাই একটা পিসি কিনেছিল পেন্টিয়াম ২, ৬৪ মেগাবাইট র‍্যাম, ১০ জিবি হার্ডডিস্কের। তখন থেকেই কম্পিউটার প্রতি আমার অনেক আকর্ষণ ছিল। কিন্তু প্রবল ইচ্ছা থাকতেও কম্পিউটারের বিষয়ে আমি পরাশুনা করতে পারি নাই। ঢাকা পলিটেকনিক থেকে ২০০৯ সালে ডিপ্লোমা পাশ করি ২০০৯ সালে, বিষয় ছিল সিভিল। তারপর আর পরাশুনা করা হয় নাই দেশের বাহিরে চলে এলাম সিভিল ইঞ্জিয়ার পদে ১টা চাকরি পেয়ে। এখনো সেইটা করতেছি। নেট চালাই আমি যখন ক্লাস টেনে পরি তখন থেকে। শুরুতে বিডি চ্যাটে চ্যাট করতাম। মাঝে অনেকদিন নেট চালানো হয় নাই। ২য় দফায় নেট চালানো শুরু করি আজ থেকে ৩ বছর আগে থেকে। শুরুতে ফেসবুক। যখন দেখি ফেসবুক আর ভালো লাগেনা তখন থেকে নতুন কিছু খোজা শুরু করলাম আর একসময় পেলাম টিটির দেখা।

আজ সেই টিটির কল্যাণে আমি ইন্টারনেট থেকে আয় করতে পেরেছি। ক্লিক করে না, কাজ করে। নিজে কখনো পিটিছির কবলে পরি নাই। তার কারন সবসময় টেক্টিউন্সকে ফলো করতাম। অনেকটা স্বপ্নের মত ছিল ইন্টারনেট থেকে আয় করা নিয়ে। আজ সেই স্বপ্ন কিছুটা হলেও পুরন হয়েছে এখন স্বপ্ন নিজেকে প্রফেশনাল করার চ্যালেঞ্জ নিয়ে। ওডেস্কে নিজের প্রোফাইল আজকে হুট করে দেখলাম, নিজের কাছে অনেকটা তৃপ্ত। আমার প্রোফাইল এখন ৫ স্টার সম্পন্ন। ২ সপ্তাহে এতটা সাফল্য পাবো তা ভাবিনি কখনো। বায়ার কাজে খুশি হয়ে খুব ভালো কমেন্ট করেছে। ১ জন তো ১০ ডলার বোনাস দিয়েছে। আমার চ্যালেঞ্জ এখন এই ৫ তারকা ধরে রাখা। তাই এখন কোনও কাজ করার জন্য বিড করার আগে ৫ বার ভাবি আমি কাজটা করতে পারব কিনা। এস ই ও এখনো শিখছি। অনেক কিছুই শিখার বাকি আছে এখনো।

 

এখান থেকেও দেখতে পারেন আমার প্রোফাইল।

সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জিপিএ ৫ পাইসেন। মিষ্টি কই? 🙂
ভাই, ১টা টিপস দেন আমাকে। আমিও কিছু ছোট-খাটো কাজ করি ওডেস্কে। SEO টা শিখার ইচ্ছা আছে। কিন্তু, সময়ের অভাবে শিখা হচ্ছে না। এই টেকটিউনস এবং বিভিন্ন ওয়েবসাইটে বাংলাতেই SEO নিয়ে লাখ লাখ টিউন আছে। কিন্তু, আমি এতই আজাইরা কাজে ব্যস্ত থাকি যে, সবগুলা পড়ার সময় হয় না! তার মধ্যে অনেক টিউনই পুরান স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ লিংক বিল্ডিং বা অফ পেজ অপটিমাইজেশন নিয়ে যেটার ভেলু এখন অনেক কমে গেছে। তাই, গুগলের নতুন নিয়মানুযায়ী কাজ শিখার জন্য যেই একক টিউনগুলা ফলো করলে শুরু থেকে সব ভালভাবে শিখতে পারব অপেক্ষাকৃত কম সময়ে (সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকলে আমার জন্য সোনায়-সোহাগা!) সেইসব লেটেস্ট টিউন/পোস্টের লিংক দিতে পারবেন কোন?

    @dolar: আমার মনে সেক্ষেত্রে গুগুলের সাহায্য নিবার চাইতে ভালো কোনো ক্ষেত্র হতে পারেনা। এস ই ওর কোর্সেও ভর্তি হতে পারেন। আমি নিজেই আগস্ট থেকে এস ই ওর উপর ১টা কোর্স করব। কারন ভালো করে না জানলে এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা মুশকিল।

Level 0

জিপিএ ৫ পাইসেন। মিষ্টি কই? ভালো লাগলো আপনার tune পরে

Level 0

জিপিএ ৫ পাইসেন। মিষ্টি কই? ভালো লাগলো আপনার tune পড়ে

    @Md Abir: হা হা হা, মিষ্টি খাওয়াবো। ধন্যবাদ টিউনটি পরার জন্য।

Level 0

Congratulation!!!!!!
আপনার সফল হওয়ার কাহিনি পরে অনেক ভালো লাগলো। এখন আমিও প্রস্তুতি নিচ্ছি। দোয়া করবেন…

    @marahim: দোয়া তো অবশ্যই করবো তবে আপনাকেও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।

we got inspiration from yours success

Level New

সবাই পারে আমার কি হবে 🙁 আমি ও সিভিল ইনঞ্জিনিয়ারিং করছি ভাইয়া দুয়া করিয়েন 🙂 কিন্তু এত কষ্ট ভাল লাগে না 🙁

    @SUMONSOPNO: চেষ্টা করতে থাকুন, আপনিও পারবেন।

সবাই কেবল পাইরা যায় । আমরা কেন এখনো বইয়া আছি…

    @Taufiq Hasan: আমরাও একসময় আপনার মত বইয়াই ছিলাম। যাইহোক কাজের প্রতি মনোযোগ দেন বসে থাকতে হবেনা।

Level 0

hello vaijan,
ami o dhaka poly te asi and computer technologies te apnara amader guru jon doa korben jate amraw safollo orjoon korte pari.ar akta kotha apni ki kaj home a sikhesen naki onno kothaw.ami o success hote chai

vai onek onek suvecca roilo

আপনার সফলতায় আমি গর্বিত।

খুব ভালো লিখেছে .আপনি আমের একটি পোস্টে মন্তব্য করেছিলেন >>>(ভাই আপনি ভাই ফ্রিলেন্সিং ছাইড়া দেন। আপনার জন্য ওইটাই ভাল হবে। একটু আগে আপনার একটা টিউন দেখলাম যেখানে আপনি সবাইকে পরামর্শ দিলেন ওডেস্ক থেকে ফ্লেক্সিলোড করে পেমেন্ট নিতে। আজাইরা সব আজগুবি বুদ্ধি আপনি বের করতাছেন। আপনি অনলাইনে কাজ করার যোগ্য না।)>>>
পোস্ট এর লিঙ্ক :https://www.techtunes.io/freelancing/tune-id/132021
আমি ছাড়িনি .
আজ আমার ওডেস্ক এর প্রফাইল টি দেখুন :মাত্র ৩ মাসে-জুলাই থেকে সেপ্টম্বর )
ওডেস্ক :https://www.odesk.com/users/~01269f80c441853a8a

আমি আজ আপনার ওডেস্ক এর প্রফাইল টি দেখতে চাই .উত্তরে আপনার ওডেস্ক এর প্রফাইল টির লিঙ্ক দিবেন .আমি দেখতে চাই

আমি আপনার মন্তব্যের অপেক্ষায় .

apnar ans diye asci……..