সুপ্রিয় টিউনার ভাইদের আমার সালাম। সবাই কেমন আছেন? আমিতো আজকে অনেক ভাল আছি আর ভাল থাকার পেছনে টিটির ভুমিকা যে কতটুকু টা বলে বুঝানো যাবেনা। যাইহোক, কিছু সপ্তাহ আগে ওডেস্কে একাউন্ট করেছিলাম। কেমন ভয় ভয় লাগছিল কাজ করতে পারব তো? ১ সপ্তাহেই বিড করে ৩ টি কাজ পেলাম। সবগুলোই এস ই ওর উপর, শুরু করলাম কাজ। প্রথমে কিছু সমস্যাতেও পরেছিলাম যেগুলো সমাধান করতে গুগল মামার হেল্প নিয়েছিলাম। আজকে আমার ২টা কাজ শেষ হল। পেমেন্ট পেলাম সর্বমোট ৩৪ ডলারের।
১ সপ্তাহের কাজে ৩৪ ডলার মন্দ না যদিও আমি নতুন আর এখনো কাজ শিখছি। একটা কাজের ৮ ডলার এখনো বাকি আছে। আর আমি এখন এস ই ওর কাজ শিখছি সাথে ছোট ছোট কাজ গুলো করছি। যাদের কথা না বললেই নয় তারা হলেন আমাদের মাহাবুব ভাই (sword fish), তাফসির ভাই, সজিব ভাই আরও অনেকেই আছেন যাদের টিউনগুলো পরে অনেক কিছুই শিখতে পেরেছি। এখন ভর্তি হব DUEZA অনলাইন কোর্সের আগস্ট ব্যাচে। কারন এখনো আমার অনেক কিছুই শিখার বাকি আছে।
যারা নতুন তাদেরকে কোন পরামর্শ দিবনা কারন আমি নিজেই নতুন। তবু বলব যেকোনো ১টা বিষয় নির্বাচন করুন সেটা শিখুন তারপর ওডেস্কে কাজ করুন। বেহুদা বিড করে নিজের প্রফাইল তো নষ্ট করবেনই সাথে যারা ওডেস্কে কাজ করে তাদেরও ক্ষতি করবেন।
আসল কথা বলতে তো ভুলেই গেছি আমি পাইওনার মাস্টার কার্ডের জন্য এপ্লাই করেছি, ঠিক কত দিনের মধ্যে কার্ড পাবো? পেপালের একাউন্ট আমার আছে কিন্তু ওইটা দিয়ে টাকা উঠানোর ভরসা পাচ্ছি না। কি করা যায় একটু বলেন তো?
সবার শেষে টেকটিউন্সকে আমি আমার প্রান ভরা ভালবাসা দিবো জাকে ছাড়া এতকিছু কখনোই সম্ভব ছিলনা। টেকটিউন্স দীর্ঘজীবী হোক।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
আপনি মানিবুকার দিয়ে ডলারগুলো নিতে পারেন। Odesk থেকে মানিবুকারে প্রতিবারে ১ ডলার চার্য কাটে। পরে সেটি অন্যকারো কাছে বিক্রয় করে দিতে পারেন। পেপাল বাংলাদেশে নেই। আর কার্ডে চার্য কাজে বেশি। একবারে বেশি ডলার ট্রান্সফার করবেন। যাতে করে ১/২ ডলার কাটলে সমস্যা না হয়। আমি প্রতি ৪/৫ সপ্তাহ পরে ক্যাশ আউট করি।
পাইওনার মাস্টার কার্ড আসতে সময় লাগে বেশ কিছু দিন। এলাকার পিয়নের সাথে যোগাযোগ রাখুন। না হলে ক্রেডিট কার্ড ভেবে নিজের মনে করে রেখে দিবে।