ওডেস্কে প্রথম সপ্তাহ, আমার আয় আর টেকটিউন্স এর জন্য অনেক ভালবাসা।

সুপ্রিয় টিউনার ভাইদের আমার সালাম। সবাই কেমন আছেন? আমিতো আজকে অনেক ভাল আছি আর ভাল থাকার পেছনে টিটির ভুমিকা যে কতটুকু টা বলে বুঝানো যাবেনা। যাইহোক, কিছু সপ্তাহ আগে ওডেস্কে একাউন্ট করেছিলাম। কেমন ভয় ভয় লাগছিল কাজ করতে পারব তো? ১ সপ্তাহেই বিড করে ৩ টি কাজ পেলাম। সবগুলোই এস ই ওর উপর, শুরু করলাম কাজ। প্রথমে কিছু সমস্যাতেও পরেছিলাম যেগুলো সমাধান করতে গুগল মামার হেল্প নিয়েছিলাম। আজকে আমার ২টা কাজ শেষ হল। পেমেন্ট পেলাম সর্বমোট ৩৪ ডলারের।

১ সপ্তাহের কাজে ৩৪ ডলার মন্দ না যদিও আমি নতুন আর এখনো কাজ শিখছি। একটা কাজের ৮ ডলার এখনো বাকি আছে।  আর আমি এখন এস ই ওর কাজ শিখছি সাথে ছোট ছোট কাজ গুলো করছি। যাদের কথা না বললেই নয় তারা হলেন আমাদের মাহাবুব ভাই (sword fish), তাফসির ভাই, সজিব ভাই আরও অনেকেই আছেন যাদের টিউনগুলো পরে অনেক কিছুই শিখতে পেরেছি। এখন ভর্তি হব DUEZA অনলাইন কোর্সের আগস্ট ব্যাচে। কারন এখনো আমার অনেক কিছুই শিখার বাকি আছে।

যারা নতুন তাদেরকে কোন পরামর্শ দিবনা কারন আমি নিজেই নতুন। তবু বলব যেকোনো ১টা বিষয় নির্বাচন করুন সেটা শিখুন তারপর ওডেস্কে কাজ করুন। বেহুদা বিড করে নিজের প্রফাইল তো নষ্ট করবেনই সাথে যারা ওডেস্কে কাজ করে তাদেরও ক্ষতি করবেন।

আসল কথা বলতে তো ভুলেই গেছি আমি পাইওনার মাস্টার কার্ডের জন্য এপ্লাই করেছি, ঠিক কত দিনের মধ্যে কার্ড পাবো? পেপালের একাউন্ট আমার আছে কিন্তু ওইটা দিয়ে টাকা উঠানোর ভরসা পাচ্ছি না। কি করা যায় একটু বলেন তো?

সবার শেষে টেকটিউন্সকে আমি আমার প্রান ভরা ভালবাসা দিবো জাকে ছাড়া এতকিছু কখনোই সম্ভব ছিলনা। টেকটিউন্স দীর্ঘজীবী হোক।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি মানিবুকার দিয়ে ডলারগুলো নিতে পারেন। Odesk থেকে মানিবুকারে প্রতিবারে ১ ডলার চার্য কাটে। পরে সেটি অন্যকারো কাছে বিক্রয় করে দিতে পারেন। পেপাল বাংলাদেশে নেই। আর কার্ডে চার্য কাজে বেশি। একবারে বেশি ডলার ট্রান্সফার করবেন। যাতে করে ১/২ ডলার কাটলে সমস্যা না হয়। আমি প্রতি ৪/৫ সপ্তাহ পরে ক্যাশ আউট করি।
পাইওনার মাস্টার কার্ড আসতে সময় লাগে বেশ কিছু দিন। এলাকার পিয়নের সাথে যোগাযোগ রাখুন। না হলে ক্রেডিট কার্ড ভেবে নিজের মনে করে রেখে দিবে।

    @swordfish: ধন্যবাদ মাহাবুব ভাই। আপনি খুবি হেল্পফুল। আমার জন্য দোয়া করবেন।

Level 0

apnar tune ar jonno dhonnobad..
swordfish vai ar kotha theke akta jinis clear hoite parlam na..
money bookers ar dollar kivabe kar kace bikri korbo??

    Level 0

    @towhid: অনেকেই রয়েছেন ফেসবুকে ক্রয় বিক্রয় করে থাকে। আপনার ডলার জমা হলে যে কোন উপায়ে তা নিয়ে আসা যাবে।

Vai jodi kichu mone na koren apnar cell number ta diben?? ektu kotha bolbo,, plssssss

VAI CHALEA JAN AMI O ASCHE

আমি পাইনিয়ারে আবেদন করেছিলাম ২২ জুন, কার্ড হাতে পেয়েছি ২৩ জুলাই। দুঃশ্চিন্তার কিছু নাই। আর, চার্জ বেশি হলেও কার্ডটা খুব সুন্দর। অভিনন্দন আপনাকে।

Bhaia, I am new here. Amar odesk a kaz korte khub issa hoy. But, ki vabe suru korbo kuje pai na
are you help me?

[email protected]

    @digitallover_1991: ে ওডেস্কে কাজ করে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে আমি আপনাকে বলব আগে নিজেকে জানুন, আপনি কন কাজটা ভাল পারেন সেইটা আগে বুঝুন। আর যদি কোন কাজই ভাল না জানেন তা হলে আগে শিখুন তারপর কাজ করতে যান। কাজ না জেনে ভুলেও কাজ করতে যাবেন না তাতে আপনার লাভের চাইতে ক্ষতিটাই বেশি হবে। টিটির সাথে থাকুন, যেকোনো ১টা বিষয় নির্বাচন করুন যেটা সম্পর্কে আপনি আগে থেকেই আগ্রহি ছিলেন বা শিখতে চাচ্ছিলেন। মনে রাখবেন সেটা ওয়েব ডিজাইন হোক অথবা সাধারন ডাটাএন্ট্রির কাজই হোক না কেনো আপনার স্কিল আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমি খুব বেশি অভিজ্ঞ নই তবুও আমার মনে হয় এটাই ওডেস্কে কাজ করতে আপনাকে অনেকটা সাহায্য করবে। ধন্যবাদ।

ভাই বিষয়টা একটু পরিষ্কার
করবেন কী ?

“The Keywords Meta Tag”

A long time ago in a galaxy
far, far away, the “keywords”
meta tag was a critical
element for early search
engines. Much like the
dinosaurs, this tag is a fossil
from ancient search engine
times.
The only search engine that
looks at the keywords
anymore is Microsoft’s Bing
– and they use it to help
detect spam. To avoid
hurting your site, your best
option is to never add this
tag.
Or, if that’s too radical for
you to stomach, at least
make sure you haven’t
stuffed 300 keywords in the
hopes of higher search
rankings. It won’t work.
Sorry.
If you already have keyword
meta tags on your website,
but they aren’t spammy,
there’s no reason to spend
the next week hurriedly
taking them out. It’s OK to
leave them for now – just
take them out as you’re able,
to reduce page weight and
load times.

Source: http://­
searchenginewatch.com/
article/2067564/How-To-Use-
HTML-Meta-Tags

Level 0

ভাই,
চমৎকার।পে ওনার ডেবিট কার্ড আসতে মোটামুটি একমাস সময় লাগে ।এই কার্ডের সুবিধা হচ্ছে ,আপনি যেদিন কার্ড লোড করবেন সে দিনই টাকা পাওয়ার পাওয়ার সম্ভবনা আছে।তবে কিছু এক্মট্রা চার্জ কাটবে ($2.5)।কিন্তু ভাই পকেটে টাকা থাকলে এসব কিছু না।

মিষ্টি খাওয়াইয়েন ।
শুভ কামনা রইল

    @spaceled: হ্যাঁ মিষ্টি তো অবশ্যই খাওয়াব। আপনাদের না খাওয়ালে আর কাদের খাওয়াবো বলেন?

Level 0

আহ!!! আপনার পোস্ট টি পরে অনেক তৃপ্তি পাইলাম। আমি বর্তমানে ওয়েব ডেভলপিং এর কাজ শিখছি। ধন্যবাদ…………

Level 0

আপনার টিউন পরে অনেক ভাল লাগল। আমার কালকে এক মাস হবে। একাউন্ট এ জমা হয়েছে ৭৫ ডলার। তাছাড়া কাজও হাতে আছে।
নতুন হিসেবে খারাপ কি? আসতে আসতে আরও ইম্প্রুভ করব ইনশাল্লাহ!

    ক@tech_no: নতুন হিসাবে আপনার অঙ্কটা তো খারাপ নাইই বরঞ্চ অনেক ভালো।

আমি মানিবুকার থেকে $ কিনব……………। কত করে বিক্রি করবেন? ০১৯১৩১৮৯৩৭৮…………

খুব ভালো লিখেছেন .আপনি আমার একটি পোস্টে মন্তব্য করেছিলেন >>>(ভাই আপনি ভাই ফ্রিলেন্সিং ছাইড়া দেন। আপনার জন্য ওইটাই ভাল হবে। একটু আগে আপনার একটা টিউন দেখলাম যেখানে আপনি সবাইকে পরামর্শ দিলেন ওডেস্ক থেকে ফ্লেক্সিলোড করে পেমেন্ট নিতে। আজাইরা সব আজগুবি বুদ্ধি আপনি বের করতাছেন। আপনি অনলাইনে কাজ করার যোগ্য না।)>>>
পোস্ট এর লিঙ্ক :https://www.techtunes.io/freelancing/tune-id/132021
আমি ছাড়িনি .
আজ আমার ওডেস্ক এর প্রফাইল টি দেখুন :মাত্র ৩ মাসে-জুলাই থেকে সেপ্টম্বর )
ওডেস্ক :https://www.odesk.com/users/~01269f80c441853a8a

আমি আজ আপনার ওডেস্ক এর প্রফাইল টি দেখতে চাই .উত্তরে আপনার ওডেস্ক এর প্রফাইল টির লিঙ্ক দিবেন .আমি দেখতে চাই

আমি আপনার মন্তব্যের অপেক্ষায় .

আমি এখনো বলি আপনার ফ্রিলেন্সিং এর কোন যোগ্যতা নাই। আপনি কি করেন ওডেস্কে? আর্টিকেল রাইটিং করেন? আমার তো মনে হয় না আপনি ইংরেজিতে কোনও আর্টিকেল লিখতে পারেন। যে ব্যাক্তি payment প্রেমেন্ট বলে লিখে সে প্রফেশনাল রাইটার হয় কি করে আমার খুব ই সন্দেহ হয়। হয় আপনি বাঙ্গালী না, কোনও ইউরোপ কান্ট্রি থেকে আসছেন তাই বলে বাংলা লিখতে পারেন না, যেমনটা আমাদের বাঙ্গালীদের হয়। আমরা ইংরেজি লিখতে ভুল করি, কিন্তু জেনে শুনে বাংলা লিখতে ভুল করিনা। আপনার ইংরেজি লিখার আরও কিছু উধাহরন দেই, আপনি আপনার https://www.techtunes.io/freelancing/tune-id/128064 এই টিউনে লিখছেনঃ

সর্বদা একটা কথা মনে রাখবেন

“সদা সত্য কথা বলিব এবং পিছিটি সাইট থেকে দুরে থাকিব”

কারণ এই কোম্পানি গুলোর উতপত্তি হয়েছে মানুষের মেধা ও শ্রম

আমাকে কি আপনি বলবেন পিছিটি সাইট কোনগুলাকে বলে?

আপনি একি টিউনে লিখছেনঃ সবাই ভালো থাকবেন ও কমান্ড করতে ভুলবেন না ।

আপনি কি বলবেন আপনি এইখানে কি বলেছেন command or comment??

এই রকম আরও কত ভুল করেছেন আপনি জানেন? আর আমার ওডেস্ক আই ডি চান? আপনি ইচ্ছে করলেই দেখতে পারবেন। মাথায় এতো বুদ্ধি আর এই বুদ্ধিটা নাই?