শাবিপ্রবিতে অনুষ্ঠিত হল ফ্রিল্যান্স আউটসোসিং কর্মশালাঃ আয়োজনে সাস্ট ক্যারিয়ার ক্লাব ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

ফ্রিল্যান্সিং কর্মশালার প্রশিক্ষণ সহায়ক ডাউনেলোড করুন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক একমাত্র সংগঠন “সাস্ট ক্যারিয়ার ক্লাব” এর আয়োজনে ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং সিলেট আইটি একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালা। সকাল ১০.৩০ এ কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন।
ক্লাবের আহ্বায়ক দ্বোহা চৌধুরী ও কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম নোমানের পরিচালনায় কর্মশালাটি ছিল দু্টো ভাগে বিভক্ত। প্রথম সেশনে ছিল বেসিক এবং পরবর্তী সেশনে ছিল টেকনিক্যাল বিষয়সমূহ নিয়ে প্রশিক্ষণ।
বেসিক সেশনে ফ্রিল্যঅন্সি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন দেশের ফ্রিল্যান্সিয়ে অগ্রদূত ও ২০১১ সালের বেসিস শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার এবং ওয়েবক্রাফট বাংলাদেশের প্রধান নির্বাহী মোঃ জাকারিয়া চৌধুরী।

>>>বেসিক ফ্রিল্যান্সিং<<<

টেকনিক্যাল সেশনে ওয়েব ডেভেলপমেন্টের প্রশিক্ষণ প্রদান করেন, মোঃ নাজমুন হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলহোস্ট আইটি।
>>>ওয়েব ডেভেলপমেন্ট<<<
মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রশিক্ষণ প্রদান করেন, জাকারিয়া চৌধুরী।
>>>মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট<<<
সিলহোস্ট আইটির ঢাকা অফিসের সমন্বয়ক অলি উল্লাহ অমিত প্রদান করেন গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ।
>>>গ্রাফিক্স ডিজাইন<<<
সবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রশিক্ষণ প্রদান করেন সিলেট আইটি একাডেমির ইন্সিট্রাক্টর ইয়াসিন উল হায়দার।
>>>সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন<<<
বিকেলে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কোর মেম্বার এবং সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক  এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আবু আওয়াল মো: আবু শোয়েবের বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির সমাপ্তি ঘটে। কর্মশালা শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Level 0

আমি দ্বোহা চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a man.......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Missed it

Level 0

[url=http://cricinfo.com]cricket[/url]