oDesk Test: AutoCad 2007 Answer (যাদের লাগবে তারা নিবেন, অন্য কেউ দেখলে পরিক্ষা বাধ্যতামূলক)

অনেক গুলো মেইল পেলাম যারা অনুরোধ করেছেন AutoCad এর প্রশ্ন ও উত্তরগুলো চেয়েছেন। আজ তাদের জন্য ও যারা অদেস্ক এর গ্রাফিক্স ডিজাইনের আওতাভূক্ত এ বিষয়ে পরিক্ষা দিতে চান তারা দিতে পারেন। আপনাদের জন্যই ধারাবাহিকভাবে Odesk উপর টিউন করে যাচ্ছি। যারা আমার পোস্ট গুলোতে উপকৃত হচ্ছেন বা পরিক্ষা দিচ্ছেন তারা কমেন্ট করে আপনাদের মতামত ও স্কোর জানাবেন। আপনাদের উৎসাহ আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ৪০ টি প্রশ্নের স্কীন সর্ট দিয়ে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম । তবে আমার পরামর্শ হল, যে উত্তর গুলো দিয়ে দিলাম সেখানে ২/১ টি ভুল ও হতে পারে। তাই নিজে ভাল করে জেনে বুঝে পরিক্ষা দিবেন, প্রশ্ন তো দেওয়াই আছে। AutoCad 2007 এ গড় স্কোর হল ২.৮৪ তাই বুঝতেই পারছেন খুব সতর্কতার সাথে পরিক্ষা দিতে হবে।

এখান থেকে ডাউনলোড করে নিন

কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না।সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

পূর্বে আমার নিজের ব্লগে প্রকাশিত।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। ভাই আপনার জন্য আমার ওডেস্কে কোটা ৫টা বেড়েছে। আপনাকে সালাম…।

আপনার Answer Post গুলো নিয়ে কিছু বলতে চাই। আশাকরি ভালোভাবে নেবেন।
আপনি যে উত্তর গুলো দিচ্ছেন তা দিয়ে আমি মনে করি না কোন উপকার হচ্ছে। তবে এক এক জনের মতামত একেক রকম হতে পারে। যারা নতুন আসবে তারা আপনার উত্তর গুলো দিয়ে পরীক্ষা দিয়ে কিছু নাম্বার পেয়ে হয়ত কিছু কাজ পাবে। ♦♦♦এতে কি হল, কাজ সম্পন্ন করতে না পারায় দেশের রেপুটেশনটা খারাপ হল। ফ্রিল্যান্সিংয়ে দেশের মান সম্মান কিন্তু একদিনে আসেনি। যারা কাজ পারে তারা পরীক্ষাও দিতে পারে।♦♦♦
আর আপনি সাহায্য করার মানসিকতা নিয়ে উত্তর গুলো দিচ্চেন না। আপনি adf.ly লিংক দিয়ে কামাই করার উদ্দেশ্যে আছেন। এক্ষেত্রে আপনি চালাকি করে txt ফাইলে adf.ly লিংক সরবরাহ করছেন।
♦♦মডারেটরদের কাছে আমার প্রশ্ন হল এটা কি নীতিমালা লংঘন নয়? বা এটা কোন ধরনের মানসিকতার কাজ।♦♦

    @মাসুম রাহমান তোহা: ” আপনি সাহায্য করার মানসিকতা নিয়ে উত্তর গুলো দিচ্চেন না। আপনি adf.ly লিংক দিয়ে কামাই করার উদ্দেশ্যে আছেন” !!! আপনি কি আমার সবগুলো টিউন দেখেছেন?? যদি দেখতেন তবে এই কথা বলতে পারতেন না। আপনার কথায় মনে হল আপনি খুব বড় মাপের একজন ফ্রীলাঞ্চার। বাস্তবে কতটুকু তা আপনি সবচেয়ে ভাল জানেন। অনলাইনে অনেক কে দেখেছি যারা ফ্রীলাঞ্চিং নিয়ে লেখা লেখি করেন। সবার কথা বলব না, তাদের বড় একটা অংশ মনে মনে চান তাদের প্রতিযোগী কম হোক। তাই যতটা সম্ভব সাফল্যের মুল কথা গুলো যতটা সম্ভব চেপে জান। জানি অনেকে হত আমার সাথে একমত না ও হতে পারনে, তবে কথা কিন্তু মিথ্যা বলিনি। আর নীতিমালা লংঘন করলে তো মডারেটর আছেন, দেখুন তিনি কি সিদ্ধান্ত নেন।

    কার ও মানসিকতা নিয়ে প্রশ্ন করার আগে, নিজের মানসিকতা ঠিক করুন। আশা করি আমার কথা গুলো ভাল ভাবে নেবেন।

      @গাজী মোঃ ইয়াছিন: তবে আপনি কি বলছেন, এখানে adf.ly লিংক দেন নাই?
      আমার মানসিকতাতে বেধেছে বলেই আপনার মানসিকতা নিয়ে বলেছি।
      answer গুলো দিয়ে কি খুব উপকার হচ্ছে? নাকি সাময়িক ব্যাক্তিগত উপকারের পরিবর্তে সামগ্রিক অপকার হচ্ছে?
      আপনার বিবেক কি বলে?

        @মাসুম রাহমান তোহা:আরে ভাই, আপনি যদি আমার সবগুলো টিউন দেখতেন তবে adf নিয়ে এত হইচই করার তো কিছু ছিল না। শোনেন আমার Target ওদেক্স এর সবগুলো পরিক্ষার প্রশ্ন বের করে দিব। আপনাকে কি বলব, আপনি তো যা বলার মডারেটরকে বলেছেন, নালিশ করেছেন। মডারেটর যদি বলে, আইগুলো টিটিতে টিউন করা যাবে না, সমস্যা নেই। টিটিতে আর টিউনই করব না। সামগ্রীক অপকারের ছাপ আমি শুধু আপনার মধ্যেই দেখলাম। নয়ত আপনার এত জ্বলছে কেন????

    Level 2

    @মাসুম রাহমান তোহা: আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিলইনা > adf.ly

Level 0

abe gandu bhul bhal jinis dichis kno?

    @selim99: বস আপনি যদি ভুল গুলো ধরিয়ে দেন, তবে সবার উপকার হবে। আর একটা অনুরোধ, শুদ্ধ ভাষার চর্চা করুন।

ইয়াসিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি AutoCAD এ 12 বছর ধরে কাজ করছি এবং এটার সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। কিন্তু oDesk এ পরীক্ষা দিতে গিয়ে আমি পেয়েছি মাত্র 2 এর কিছু বেশী। এখন আমার কথা হচ্ছে আমরা যে কেউ হইনা কেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোন সফটওয়্যারের 100% জানি।তাই আমি মনে করি আপনার এ ধরনের পোষ্টকে কেউ খারাপভাবে নিলেও আমি একে সাধুবাদ জানাই। আর আপনার কছে আর একটি অনুরোধ যদি Illustrator CS3 এর কোন odesk পরিক্ষার উত্তর খাকলে সেয়ার করবেন।

আমারও Illustrator CS3 এর কোন odesk পরিক্ষার উত্তর গুলো দরকার। ইয়াসিন ভাই, যদি পারেন তাহলে কষ্ট করে আরেকটা টিউন কইরেন। ধন্যবাদ ভাই।

আমারও Illustrator CS3 এর কোন odesk পরিক্ষার উত্তর গুলো দরকার। ইয়াসিন ভাই, যদি পারেন তাহলে কষ্ট করে আরেকটা টিউন কইরেন। ধন্যবাদ ভাই।

Level 0

i need freelancer.com exam result . any one can help me plz.

Level 0

vy Easin,
I have tried to your link (http://adf.ly/ALiSr) but i didn’t get anything. Plz guide me to get AutoCad 2007 Answer.

ইয়াছিন ভাই কি বলে যে ধন্যবাদ দিব………।এই মাত্র আপনের দেওয়া Ms Excel 2007 দিলাম…৪.৪০ পাইছিঃ)

ইয়াছিন ভাই। ফাইল গায়েব !!! হেল্প করেন না ভাইজান। আপ্লান না । আপনার পিলিজ লাগে।