Odesk Test: MS Outlook 2010 (এক্সক্লুসিভ)

আবার ও আপনাদের জন্য হাজির হলাম অদেস্ক নিয়ে। অদেস্ক নিয়ে আপনাদের যে আগ্রহ আমি দেখেছি তা  আমাকে অনুপ্রেরনা জোগাচ্ছে। তাই আজ ও আপনাদের জন্যই নিয়ে এলাম Microsoft Outlook 2010 এর প্রশ্ন নিয়ে। আমি নিজে Outlook ভাল বুঝি না। তাই উত্তরগুলো বের করে দিয়ে পারলাম না। তবে যাদের আগ্রহ আছে তারা গুগলে সার্চ দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর বের করে তারপর পরিক্ষা দিবেন। পুরোপুরি বের করে তারপর পরিক্ষা দিবেন। সবগুলো প্রশ্ন ১ জুলাই ২০১২ ইং তারিখে সরাসরি অদেস্ক থেকে সংগ্রহ করা। তাই কাল ক্ষেপণ না করে যারা দিতে চান তারা উত্তর গুলো বের করে পরিক্ষা দিয়ে নিন। আর উত্তর গুলো বের করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু!!

এখান  থেকে ফাইলটি ডাউনলোডকরে নিন। আপনাদের কারো যদি আমার এই প্রচেস্টা ভাল লাগে বা কেউ যদি সামান্য উপকৃত হন তবে কমেন্ট করে জানাবেন, তবে আমার এই প্রচেস্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন এই শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

পূর্বে আমার নিজের ব্লগে প্রকাশিত।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। পাশ করলে জানাবো।

Level 0

অসংখ্য ধন্যবাদ, আমার পাশ লাগবে না, সাহায্য করছেন এতেই আলহামদুলিল্লাহ…

Level 0

অনেক ধন্যবাদ ভাই। পারলে MS Powerpoint 2010 এর টাও Latest দিয়েন.. Answer সহ। তাইলে একটু উপকৃত হইতাম। 🙂

অন্যের উপকার করার মানসিকতা একদিন আপনাকে মহৎ করে তুলবে। ধন্যবাদ।
যদি উত্তর গুলো দিয়ে দিতেন……………………………………………………

    @স্বার্থপর: আমি নিজে MS Outlook ভাল বুঝি না। তাছাড়া প্রশ্নগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনার জন্য ও উপকার হবে। উত্তরটা নিজে চেস্টা করে বের করুন পরীক্ষা দিয়ে ভাল করলে দেখবেন আর ও ভাল লাগবে। সামনে পরিক্ষা তাই উত্তর গুলো বের করে দিতে পারছি না। পরিক্ষা শেষে ইনশাল্লাহ উত্তর সহ টিউন করব।

আমাকে দয়া করে কেউ ইলাস্ট্রেটরের লেটেস্ট টেস্টের উত্তরগুলো দিবেন?

আমারও Adobe Illustrator CS3 এর odesk পরিক্ষার উত্তর গুলো দরকার।

Level 0

yasin vai apner file ta to rar file eita download korar pore to open korte partesi na ektu help korben ?

    @hadictg: Winrar ফাইলটি ইন্সটল করুন, তারপর ফাইলের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করুন। তারপর Extract করুন। ব্যাস কাজ শেষ।

Vai amar khub valo laglo je apni amader notun notun tune gift den. Vai ami ki apnar phonr Nb ta pete pari. Amar ta -10779-466132