“ফ্রীল্যান্সিং ভুবনে স্বাগতম,নতুন করে শুরু করুন আপনার জীবন”

অনেক দিন পর আবার টেকটিউন্স-এ আসলাম।এখন বিভিন্ন ব্লগিং জগতে এম.এল.এম থেকে Odesk এ আসা লোকজনের বিরুদ্বে সমালোচনা করা হচ্ছে।কিন্তু আসলে কি আমাদের এটা করা উচিত??? অবশ্যই না। বরং তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়ানো উচিত। হ্যাঁ ,সমালোচনা করবেন; তবে সেটি যেন কাউকে বিদ্ব না করে। আপনাদের এতদিনের ব্লগিং পড়ে মনে হচ্ছে যেন আপনারা Freelancing VS MLM এ খেলতে নেমেছেন।একটা জিনিস মনে রাখবেন- ব্লগার রা শ্রেষ্ঠ সমালোচক,তবে সেই সমালোচনার মাধ্যমে মানুষ কে সচেতন করা যায়।কাউকে হেয় করার জন্য সমালোচনা নয়। যদি আপনি কাউকে শিখাতে পারশ্রমিক চান তবে সেটি বলতে পারেন। তবু কাউকে অযথা হেয় করবেন না। জগতে এমন কাউকে খুজে পাওয়া যাবে না যিনি শিখার জন্য অন্য কারো দ্বারস্থ হন নি। তাই আপনারা দয়া করে নিজেকে মহাপন্ডিত ভাববেন না। সত্যিকার ফ্রী-ল্যান্সার রা কখনও এমনটি করেন না।আর কখনও করবেন বলেও মনে হয় না।আপনারা যারা সমালোচনা করছেন তারা সবাই কি Odesk Master??। মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আপনার জ্ঞান।

কিভাবে শুরু করবেন ফ্রীল্যান্সিং???

কোন ভাল ইন্সটিটিউশন/ ফ্রীল্যান্সার এর কাছে কোর্স করতে পারেন এ ব্যাপারে। কতই না টাকা জলে ফেললেন ।এবার না হয় আসলে কাজে ব্যয় করুন।

ODESK এ কাজের ধরনঃ

১। আমরা সকলেই কম বেশী ব্লগিং করি। আপনারা এই বিষয়েও ODESK থেকে উপার্জন করতে পারেন। এতে আপনার তেমন কোন অভিজ্ঞতাবা কোন কিছু জানার প্রয়োজন নেই। Odesk এ Article Writing এর অনেক কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই শুরু করে দিন এক্ষুনি।

২। সার্চ ইঞ্জিন অপটামাইজেশন(SEO) : ODesk এ seo এর কাজ অনেক বেশি এবং এতে ঘন্টা ভিত্তিক কাজ এবং কন্টাক্ট ২ ভাবেই কাজ পাওয়া সম্ভব। তবে এ ব্যাপারে এক্তু ভালো জ্ঞান থাকতে হবে। সবাই ই তো চায় নিজের ওয়েবসাইট কে গুগল এর প্রথম পেজ এ আনতে। তাই এখানে মেধা কে কাজে লাগানো হয় নিজের বুদ্ধি দিয়ে। আমি মনে করি ২ সপ্তাহ চর্চা করলেই এতে কাজ পাওয়া সম্ভব

৩। এখন আসি ডিজাইনিং এ - আমাদের দেশের অনেক ডিজাইনার অনেক চোখ ধাধানো ডিজাইন করে অনেক টাকা উপার্জন করছে। তবে আপনাকে বেশী কিছু জানতে হবে না । কিছু সফটওয়্যার এর সাথে সম্পর্ক করে নিলেই হবে। যেমনঃ লোগো মেকার, ব্যানার মেকার প্রো ইতাদি।

৪। প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপিং- এক্ষেত্রে অনেক কাজের সুযোগ থাকে। তবে আপনাকে প্রোগ্রামিং এ একটু দক্ষ হতে হবে। আমি নিজেও একজন প্রোগ্রামার ।তাই বলছি প্রোগ্রামিং কোন কঠিন বিষয় নয়। একে ভালবাসলেই হবে। কোন ভালো প্রোগ্রামিং সেন্টার থেকে প্রশিক্ষন নিতে পারেন

৫। ওয়েব ডেভেলপিং- ODESK এ আর একটি জনপ্রিয় কাজের সেক্টর হল ওয়েব ডেভেলপিং। এতে অনেক কাজ এর অফার থাকে ODSK এ । তাই নিজেকে ভালো ওয়েব ডেভেলপার বানাতে কোন ভালো ওয়েব ডেভেলপার এর সাথে যোগাযোগ করুন। তবে সিএসএস ওয়েবসাইট করতে তেমন কোন জ্ঞান না থাকলেও হবে। এটি অনেকেই বিশ্বাস করতে চান না ।কিন্তু আমি প্রমান দিয়েছি তাদের যে ওয়েব ল্যাঙ্গুয়েজ না জেনেও ওয়েব সাইট এর কাজ করা যায়। একটি ওয়েবসাইট বানিয়ে ৩০০ ডলার পর্যন্ত উপার্জন করা সম্ভব।

৬। ইমেইল মার্কেটিং - এটি অত্যন্ত সহজ একটি কাজ । এটির জন্য কোন অভিজ্ঞতা লাগে না।শুধু ইমেইল কালেকশন থাক্লেই যথেষ্ট।

বিড করবেন কিভাবে?? কোন কাজে বিড করার আগে আপনার প্রোফাইল ১০০% সম্পন্ন করে নিন।এখেত্রে আপনাকে একটি ওডেস্ক রিডিং টেস্ট +একটি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে ইমেইল করতে পারেন।   ODESK নিয়ে নতুন ফ্রীল্যান্সার দের কোন প্রশ্ন থাকলে আমাকে মেইল করতে পারেন।

আমাকে মেইল করার ঠিকানাঃ [email protected]

কোন টিউটরিয়াল এবং ই-বুক পেতে ভিজিট করুন http://www.global-itbd.com/download.html এ ধন্যবাদ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লেখাগুলো যারা ভুক্তভোগী তাদের নিশ্চয়ই সাহায্য করবে,তবে পয়েন্টগুলো যদি ১ লাইনে ১ টি করে দেন তাহলে টিউনটি আমার মতে আরও দৃষ্টিনন্দন হবে।তবে এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার আশা করি কিছু মনে করবেন না।

😀

Level 0

সত্যি জটিল পোস্ট তুলনাই হয়না ভাই অনেক ধন্নবাদ। ভাল থাকবেন।

ভাইজান! আমি HTML এবং CSS পারি কিন্তু আমি ওয়েব ডেভলপিং শিখতে চাই এমন একজনের কাছে যিনি শুধুমাত্র ওয়েব ডেভলপিংয়ে ওডেস্কে ৮০০/১০০০ ঘন্টা কাজ করেছেন । আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো- দয়া করে জানাবেন কি আপনার কাছে এমন কেউ আছে কি? এবং একজন দক্ষ প্রোগ্রামার হতে কত টাকা লাগতে পারে!? ধন্যবাদ! কষ্ট করে টিউনটি লেখার জন্য।

শুভেচ্ছান্তে
এম আর ইসলাম

    @এম আর ইসলাম:
    আপনি যদি ঢাকায় থাকেন এবং ওয়েব +সফটওয়্যার ডেভেলপিং এ দক্ষ হতে হলে যোগাযোগ করতে পারেন http://www.global-itbd.com
    ইমেইলঃ [email protected]
    একজন দক্ষ প্রোগ্রামার হতে ভাই শ্রম,টাকা ২ টাই লাগে। আর এতে খরচ পড়বে ২০০০০ টাকা ।এরপর আপনি মাল্টিন্যাশনাল কোম্পানী তে জব করতে পারবেন বলে আশা করি।যদি আপনার মেধা কে সেভাবে কাজ এ লাগান। ধন্যবাদ

আপনার লেখার হাত ভাল চালিয়ে যান। ধন্যবাদ

ভাই আপানার লেখা টা পরে আবার odesk এ কাজ করতে ইচ্ছা করছে। আমি ৬ মসা আগে odesk এ অ্যাকাউন্ট খুলি। কিন্তু কোন কাজ bid করে পাই নাই। আমি seo অল্প পারি। শিখতে চাই। seo, html. css. php,
কোথায় থেকে শিখতে পারব? যদি একটু সাহায্য করতেন।
আর এগুলা শিখার জন্য কোন pdf বই থকালে kindly আমাকে দিবেন?
আমার মেইল আইডি [email protected]

Level 0

bhai…uttara te kothay valo babe Freelance, ba Seo,Graphic design, shika jabe…plz help’me…

good job

Level 0

“এবার হ্যাক করুন ওয়াইম্যাক্স মডেম আর উপভোগ করুন দুর্দান্ত স্পীড” এই টিউন টির কমেন্ট অপশণ বন্ধ ক্যানও? এই টিউনার মানুসের পিসি ধঙস করার জন্য ওই টিউন টি করেছে। আমি আমার লেপ টপ এ এখন নেট ই ইওজ করতে পারছি না। প্লিজ ওই টিওন টি কেও follow করবেন না দয়া করে।

Level 0

আমি বাংলাবাঘ ৫১২ কেবি ব্যাবহার করি। “এবার হ্যাক করুন ওয়াইম্যাক্স মডেম আর উপভোগ করুন দুর্দান্ত স্পীড” এই টিউন দেখে খুশিতে একটা লাফ দিতে ইচ্ছা করলো। কিন্তু নির্দেশনা অনুযায়ী টিউন ফলো করার পর আমার জীবন ঝালমুড়ি হয়ে গেল। আমার প্রিয় অনেক সাইট ওপেন হয় না। এমন কি টেক টিউন ও অ্যাক্সেস করতে পারি না। কোন সমাধান বের করতে না পেরে একবার ভাবলাম এক্সপি নতুন করে সেট আপ দেই। সকালে ঠাণ্ডা মাথায় কম্পিউটার খুলে একবার মনে হল বাংলাবাঘ আনইন্সটল করে আবার নতুন করে ইন্সটল করে দেখি কাজ হয় কিনা। আল্লাহ্‌র অসীম দয়া। সমস্যা সমাধান হয়ে গেল। টিউনার ভাইরে খাস দিলে গালাগালি করে আবার টেক টিউন ব্রাউজ করা শুরু করলাম। ভাবলাম সবাইকে সতর্ক করা আমার নৈতিক দায়িত্ব। কিন্তু কমেন্ট করতে গিয়া দেখি টিউনার সাহেবের টিউন এ কমেন্ট করা যাচ্ছে না। আর একবার টিউনার ভাইরে খাস দিলে গালাগালি করে অবশেষে এখানে সুযোগ পেলাম। প্রিয় টেক টিউন মডারেটর এর কাছে আবেদন এই ধরনের ক্ষতিকর ও প্রতারণামূলক টিউন অবিলম্বে মুছে ফেলা হোক আর ঐ হা……দা টিউনারকে চিরতরে টেক টিউন থেকে বহিষ্কার করা হোক।

    Level 0

    @boni474: হাহা… ভাই আপনার সাথে আমি এগ্রি … জদিও আমি এই টিউনার আর করা ওই পোস্ট পরসিলাম তারপর করার জন্যও রেডি হইসিলাম তারপর commnet দ্যাখার পর আর করি নাই কিন্তু আপনার শেষ ২ লাইন আর সাথে আমি এগ্রি

কমলা কান্তের কণিষ্ঠ কন্যা কাকাকে কহিলেন, “কাকা, কাক কেন ‘কা’ ‘কা’ করে?” কাকা কহিলেন, “কাকের কাজই ‘কা’ ‘কা’ করা।”

আমার কথা যাদের কাছে নতুন তাদেরকে বলছি, কাকের কাজই ‘কা’ ‘কা’ করা। কিন্তু আমরাতো আর কাক নই তাই Freelancing Vs. MLM (a.k.a. PTC) খেলা আমাদের কাজ নয়। আসুন আমরা নিজেদের সঠিক রাস্তায় পরিচালনার সাথে সাথে অন্যকেও সঠিক পথটি দেখাই।

বাঙালির চিরাচরিত স্বভাবই হলো বাইপাস অবলম্বন করা। আমরা বাঙালি তাই আমাদের মাঝে এই স্বভাবখানা কাঁঠালের আঠার ন্যায় লেগে আছে। আজাইরা পোস্টির (ওয়াইম্যাক্স সংক্রান্ত) কথা আমার ভায়েরা ভালই বললেন। কিন্ত একবারও কি ভেবে দেখেছেন আমরা কোন অবাস্তব জিনিসও যদি শোনে থাকি সেটির দ্বারাও যে কত সহজেই আমরা প্রভাবিত হয়ে যাই? সহজ পথকে নয় সাফল্যের পথকে খুজন আর সেই পথকে বেছেনিন। (উপদেশ ভাবলে শরম পামু)