Odesk এ আমার প্রথম কাজ ও কিছু কথা।

বেশ কয়েকদিন ধরেই ভাবছি লিখবো, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজ লিখেই ফেললাম। আজকের বিষয়বস্তু Odesk ।
আমি বেশ কিছুদিন আগে ( ৩-৪ মাস) একটা Help টিউন করি টিটিতে। বিষয়, freelancing করতে চাই। কোথায় কাজ শিখবো, সেই ব্যাপারে সাজেশন।
যাইহোক,
আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হই।
সেখানে আমি Web Design এর উপর একটা বেসিক কোর্স করি। HTML, CSS, WordPress, Joomla.
পাশাপাশি Odesk এ চেষ্টা করতে থাকি। আমার কোর্স শেষ হয়, কিন্তু Odesk এ তো কাজ পাই না। এভাবে চলতে থাকে।
এর পর গত ২২-০৬-১২ তারিখে আমি Odesk এর প্রথম কাজ পাই। আমি তো অবাক!! আমাকে Interview এর জন্য ডাকা হয়। পরবর্তীতে কাজটা দিয়ে দেয়া হয়। 😀
এখন আমি এই কয়দিনে প্রায় ৪ টা কাজ পাইসি, এবং করতেসি... (সবার দোয়া চাই।)

আমার কাজের পিছনে টেকটিউনের অনেক বড় অবদান আছে। তাই টেকটিউনারদের জন্য আমার এই টিউন টি। বিশেষ করে যারা Odesk চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না তাদের কিছুটা গাইড করার জন্য এই টিউন টা করছি।

যারা কাজ শুরু করবেন বলে ভাবছেনঃ
Odesk এ কাজ করাকে পেশা হিশেবে নেয়া এখন আর অদ্ভুত কিছু না। Odesk থেকে মাসে ১-৫ হাজার ডলার আয় অসম্ভব না। অনেকেই করছেন। এর নজির বাংলাদেশে কম না। তাই, Odesk এ কাজ করতে চাওয়ার সিদ্ধান্ত অবশ্যই ভাল একটি সিদ্ধান্ত । কিন্তু যারা PTC এর Concept মাথায় নিয়ে Odesk এ কাজ করতে চান, তাদেরকে বলব- এত সহজ না ভাই। ইন্টারনেটে টাকা উড়ে, কিন্তু সেই টাকা ধরতে জানতে হয়। আপনি যদি কোন কাজই না জানেন তাহলে কেও আপনাকে কেন টাকা দিবে। এড দেখার জন্য বা ক্লিক করার জন্য টাকা আপনাকে টাকা দেয়া কেন উচিৎ? আপনি যদি কারও কোন কাজ করে দেন তার বিনিময়ে সে আপনাকে টাকা দেবে। শুধু শুধু দেবে না। Odesk সেই কাজটাই করে। কেও কাজ দিতে চায় কিনা তা আপনাকে জানানো হয়। আপনার যোগ্যতা থাকলে আপনাকে কাজ তারা দেবে (হয়ত)। কাজ না জানলে তো দেয়ার প্রশ্নই ওঠে না।

তাই, বলব এটা নিশ্চিত করেন যে আপনি জানেন কিছু একটা, তারপর চেষ্টা করেন।

যারা Bid করেই যাচ্ছেন কাজ পাচ্ছেন নাঃ
আমি ৪ মাস Bid করার পর কাজ পেয়েছি। কিন্তু কেউ যদি আমায় জিজ্ঞেস করে, ভাই কত দিন চেষ্টা করে কাজ পেলেন? আমি বলব ৫ দিন মাত্র।
সত্যি বলছি। আমি ৫ দিন চেষ্টা করে কাজ পেয়েছি। আপনি হয়ত আরও কম সময়ে পাবেন। এটাই সত্য।
তাহলে বাকি প্রায় ৪ মাস আমি কি করলাম?
কিছুই করিনি। একটা প্রোফাইল করেছিলাম। আর মাঝে মাঝে বিড করতাম।
আর বলতাম বিড করেই যাচ্ছি, পাচ্ছি না। যেমন, আমাদের হাসান যোবায়ের (আল-ফাতাহ্) কে আমি কিছুদিন আগে ফোন করে বললাম, ভাই এত বিড করি কাজ তো পাই না। সে উত্তর দিল, তাহলে তুমি ঠিক করে করতেস না। তোমার পরে কাজ শেখা শুরু করে এখন কত মানুষেই তো Odesk এ ইনকাম শুরু করে দিসে।
কথাটা গায়ে লাগলো। নিজেকেই প্রশ্ন করলাম। আসলেই কি?
আমার উত্তর “হ্যাঁ” ছিল। এটাই হয়ত আমার কাজ পাওয়ার প্রধান কারন। তাই আমার কাজ পাওয়ার পেছনে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) এর ভূমিকা ছিল অনেক। (ধন্যবাদ বন্ধু, তোমাকে সামনাসামনি বলি নাই, সবার সামনে বললাম) এর পরের ৫ দিনে আমি যা যা করলামঃ
১। প্রোফাইল পিকচার পরিবর্তন। (আগে একটা দেয়া ছিল যেটা ফেসবুকে পার্ট মারার জন্য ব্যাবহার করতাম, এখন পরিবরতন করেছি)
২। Title পরিবর্তন। (আমি মুলত যা করি তাই ছোট করে লিখলাম)
৩। পোর্টফলিও অন্তর্ভুক্তি। (আমার ছোট বড় সকল কাজের ছবি আর URL যোগ করলাম)
৪। Cover Letter এর গঠন গত পরিবর্তন।(আগে একটা গন Cover letter ছিল সবাইকে দিতাম, এখন প্রত্যেক টা কাজের জন্য আলাদা করে লিখি। Buyer যা চায়, ঠিক তাই।)
৫। আর বিড এর সংখ্যা পরিবর্তন। (আগে আমি মাসে ১০-১৫ তা বিড করতাম, এখন করি দৈনিক ১০-১৫ টা। ১২ ঘণ্টার মধ্যে কোন সারা না পেলে বা তার আগে ২-৩ জন কে interview এর জন্য ডাকা হয়ে গেলে উইথড্র করেফেলি। এতে ১২ ঘন্টা পর আবার কোঁটা ফ্রী হয়ে যায়।)
৬। প্রায় ৬ তা Exam দিয়েছি।

আমার মনে হয় যারা অনেকদিন ধরেও কাজ পাচ্ছেন না, তারা আমার এই কাজ গুলোর সাথে নিজেকে মিলিয়ে দেখতে পারেন। হয়ত উপকার পাবেন।

মোট কথা লেগে থাকেন, তাহলেই পাবেন। যদি কখনও মনে হয়, আমাকে দিয়ে হবে না, তাহলে আসলেই হবে না ভাই। নিজের উপর বিশ্বাস তা গুরুত্বপূর্ণ।

আমি মাত্র কয়দিন হল কাজ পেয়েছি, অনেক কিছুই জানি না। টেকটিউনস এ অনেক অভিজ্ঞরা আছেন, ভুল কিছু বললে শুধরে দেবেন, এটুকু আশা তো করতেই পারি, পারি না?

Level 0

আমি MD. Mustafijur Rahman Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Great Job!
আপনাকে অবশ্যই অনেকেই ফলো করবে আশা করি। টেকটিউনে অনেক অভিজ্ঞ ও মাস্টার টিউনার আছেন, যারা আগে কাজ করেছেন, এখনো করছেন এবং ভবিষ্যতে করবেন। তাদেরও oDesk এর প্রাপ্তি-অপ্রাপ্তি সম্পর্কে আমরা আগ্রহী।

টিউনটি সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

prothom comment ta ki ami e kortesi naki ? valo. jaihok…. khub valo laglo kotha gulo. ami nijeo shob shomoy boli, eto bid kori but kaj paina. ashole ami bid e kori na bola jai…..ashongkho donnobad………. 😀

esh, amar comment ta 2nd hoe gelo…ha h aha ha ha

Level New

অনুপ্রেরণা পেলাম আপনার টিউনটা পড়ে । কোথায়ে কোর্স করেছেন ??

প্রকৃতপক্ষে নিবিড়ভাবে চেষ্টা করলে সাফল্য অর্জন সহজ হয়. আমি মাত্র ১ দিনের ঐকান্তিক চেষ্টায় প্রোফাইল শতভাগ সম্পন্ন করেছি। ৮টি টেস্টে পাশ করেছি। বর্তমানে আমার জব কোটা ২৫। ইতিমধ্যে ১টি কাজ পেয়েছি তবে ওডেস্ক বায়ারকে শোকজ করায় কাজটি হোল্ড আছে।
আমি বলতে চাচ্ছি, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।

ধন্যবাদ MD. Mustafijur Rahman Rana ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাই আমার সমস্যা হল আমি কোন বিষয়ে এক্সপার্ট বলতে পারি না। ফটোশপ, ইলাস্ট্রেটর পারি। ওয়েব ডিজাইন ও এস ই ও অল্প অল্প পারি। নিজের একটি ওয়েব সাইট তৈরী করে ছিলাম তাও হ্যাক হয়ে গেছে। ওডেক্সে পোফাইল 100% করে রেখেছি কিন্তু কোন কাজের বিডের সাহস পাচ্ছি না। এখন কি করতে পারি?

দৈনিক এত বিড করেন কিভাবে? আমার এপ্লিকেশন কোটা ২৫ গত ২-৩ মাসের মধ্যে এটা ২০ এর নিচে নেমেছে বলে মনে হয়না। আমি কাজ আর বাজেট দেখে বিড করি।

    @আদনান: Bhai ami to new chilam. Je kaj ta pari shetay 5$ dileo bid korsilam. Ami Takar cheye feed back ar rating er jonno bid korsi bhai. ejonnoi hoyto eto bid korte parsi.

Level 0

bhai…uttara alakay khothay Web Design shika jabe and balo babe…aktu help koren…plz

ভাল লিখেছেন

আবারো অভিনন্দন! আশা করি কিছুদিন পর টাকার বিছানায় গড়াগড়ি খাবা 😛
যাই হোক আমার কথা বলার জন্য ধন্যবাদ। আমার কথাতেও তাহলে কাজ হয় 😆
মাঝে মাঝে এমন অভিজ্ঞতা শেয়ার কইরো। এতে অনেকে উৎসাহ পাবে। 🙂
Best of luck

Best of luck

Level 0

অনুপ্রেরণা পেলাম আপনার টিউনটা পড়ে.টিউনটি সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

Hello Mr. Web Designer. Apnar profile dekhlam.
[https://www.odesk.com/users/Specialized-Websites-designing-Development_~~8eedef76d029116c]
Valo.
Sobaike bolte chai je Bangladeshe kono protisthane vorti hoen na, eta taka nosto.
Sikhte hole Lynda theke course nite paren.

And Mr. Mustafijur Rahman, apni apnar portfoliote je site gulo disen tar kono site e apnar bindu matro kaj nai. Sob site gulo http://technolineit.com/ er toiri. Amar mone hoi apni jodi sottie html/css janen tobe apnar kono free hosting e nijer toiri site deoa uchit.

    @apu21: ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি কষ্ট করে আমার প্রোফাইল টা দেখেছেন এজন্যও ধন্যবাদ। আপনার চোখে পড়লো একটা সাইট ও আমার না, একবার এটা মনে হইল না তাহলে সবগুলা সাইট ই Technoline IT এর কেন? দুনিয়াতে কি শুধু এরাই সাইট বানায়?? নাকি এদের সাইট আহামরি সুন্দর??? কি মনে হয় আপনার?? আমার প্রোফাইল দেখলেন, পোর্টফলিও দেখলেন, এটা দেখেন নাই যে আমি TechnoLine IT এর একজন Web-Developer?? আমার সাইট এর নিচে TechnoLine IT এর branding থাকাটা কি খুব অস্বাভাবিক????? আশা করি উত্তর দিবেন।

      Level 0

      @MD. Mustafijur Rahman Rana: Sorry boro vai aktu late hoe gesi. apnar https://www.techtunes.io/biography/tune-id/132987#comment-308386 ta porlam. Ami mohiuddin noi. Odesk e amar id: https://www.odesk.com/users/~~f31b4532260d6f7b

      Vai Technoline IT er site e kono developer er namer ullekh nai. Ami ki kore bujhbo je apni unader akjon developer?

      ওয়ালিউর রহমান bollo bole bujhlam. Apnar profile e ar to kono proman silo na.
      Next kotha, apni odesk er user agreement violation koresen ta ki janen? Nicher comment gulo kheyal koren. Mr. হাসান যোবায়ের (আল-ফাতাহ্) onek besi bole felsilo tai unake reply diesi.
      Amar sathe apnar sotruta nai, thakle ami apnake na bole odesk e ai kotha boltam.
      Ami just apnake bolesi je apnar portfolior site gulai apnar je kaj ase tar proman nai. Tai apnar freehosting[ex: 000webhost] e site khule nijer joggota dekhano uchit.

        @apu21: ভাই অপু, প্রথমত, আইনাল ভাই আপনাকে মহিউদ্দিন বলেছেন, আর সেদিন বিকেলে আমার কাছে “মহিউদ্দিন” নামে একজন লোগো ডিজাইন এর জন্য সরাসরি ইন্টারভিউ তে ডেকেছেন। এখন আমি করি ওয়েব ডিজাইন, আর এপ্লাই করা ছাড়াই সে আমাকে ইন্টারভিউ এর জন্য ডেকেছে লোগো ডিজাইন করার জন্য। আপনি ই বলেন, এই অবস্থায় আমি যা বলেছি কি ভুল বলেছি??
        দ্বিতীয়ত, আমার প্রোফাইল আপনি দেখেছেন, পোর্টফলিও দেখেছেন, পোর্টফলিওতে দেয়া সাইট গুলোও দেখেছেন, কিন্তু আমার Employment History আপনি দেখেন নাই?? সেখানে তো স্পষ্ট করে লেখা আছে যে আমি TechnoLine IT এর একজন web developer.
        তৃতীয়ত, web desinging সম্পর্কে আপনি কতটুকু জানেন জানিনা, আমার ক্ষুদ্র জ্ঞান এ যতটুকু জানি তা হল, Copyright সব সময় হয় client এর। একজন web developer কখনো কোন সাইট করেছেন বলে তার কপিরাইট পান না। সর্বচ্চো তার নামের Branding করতে পারেন। তাও client এর অনুমতি নিয়ে। সাইট এর মালিক আমি হলেই কেবল আমি এর কপিরাইট পাব। ফ্রী হোস্টিং এ আমরা কয়টাই আর সাইট করতে পারি?? Odesk এর পোর্টফলিও তে দেয়ার জন্য কি এখন আমাকে ফ্রী হোস্টিং এ Sample সাইট বানাইতে হবে?? Odesk এ যারা কাজ করেন তাদের সবাই কি ফ্রী হোস্টিং এ Sample সাইট বানিয়ে তারপর Odesk এ আসে কাজ করতে?? আপনার দেয়া user policy link এ আমি এই বিষয়ে কোন উত্তর পাইনি। আপনি দয়া করে user policy টা পরে আমাকে জানালে আমি উপকৃত হবো।

      @MD. Mustafijur Rahman Rana: রিপ্লাইটা দারুন দিয়েছেন। মজা লাগলো। 🙂
      আপনার টিউনটি সুন্দর ও ওডেস্কে কাজের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক। ধন্যবাদ নিজের অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য। আর হ্যা, আপনার ওডেস্কের প্রোফাইল পিক টা সুন্দর। 🙂

    @apu21:
    মিঃ অপু, আপনার প্রথম কথাটা ভালই লাগল। একদম সত্যিই বলেছেন। কিন্তু ভাই… আপনার ২য় কথাটিতে আমি একটু ব্যথিত। 🙁
    ভাই, না জেনে আসলেই মন্তব্যটা খুব বেশি করা উচিৎ না। আমি স্বয়ং টেকনোলাইন আইট’র ব্যবস্থাপনা পরিচালক। মুস্তাফিজ রানা আমার এখানে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। কিন্তু এখন আমার কোম্পানীর ডেভেলপমেন্ট টিম এর একটা বিশেষ অংশ জুড়েই আছেন। তার পেশাদারীত্বের তারিফ সে আমার কোম্পানী ছেড়ে গেলেও করব। হ্যা… এটা ঠিক যে ওডেস্কে সবে মাত্র তার শুরু। তার মানে এই না যে, ওডেস্কের ওজনে তার পেশাদারীত্বকে পরিমাপ করবেন। আশা করি বুঝতে পেরেছেন।

    @apu21: ভাই আপনার সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। ওডেস্ক নিয়ে টিউন করলেই কি আপনার মাথা ব্যাথার কারণ হয়ে যায়? নাকি ডুল্যান্সার টাইপ কিছু করে মাথা নষ্ট হয়ে দিশেহারা হয়ে আছেন?
    এই টিউন ছাড়াও আপনি আরেকটি টিউনে এমন উলটা পালটা মন্তব্য করেছে। সেখানেও আরেক জনের প্রোফাইল নিয়ে বাজে মন্তব্য করেছেন। পরে দোষ শিকার করে ক্ষমা চেয়ে এখানে আবার সেই একই অকাজটা করলেন!
    আসলে আপনার সমস্যাকি?

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): @apu21: ভাই আপনার সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। ওডেস্ক নিয়ে টিউন করলেই কি আপনার মাথা ব্যাথার কারণ হয়ে যায়? নাকি ডুল্যান্সার টাইপ কিছু করে মাথা নষ্ট হয়ে দিশেহারা হয়ে আছেন?
      এই টিউন ছাড়াও আপনি আরেকটি টিউনে এমন উলটা পালটা মন্তব্য করেছে। সেখানেও আরেক জনের প্রোফাইল নিয়ে বাজে মন্তব্য করেছেন। পরে দোষ শিকার করে ক্ষমা চেয়ে এখানে আবার সেই একই অকাজটা করলেন!
      আসলে আপনার সমস্যাকি?

      আপনার আগের কমেন্ট এখানে https://www.techtunes.io/biography/tune-id/132987#comment-307906

        Level 0

        @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): Vai amar kono problem nai.
        Ami [ainal vaier kase maf CHAINI]. Uni onar post e diesilen je odesk theke $12000 dollar uthiesen. But onar profile e ta nai. Pore uni comments e bolesen je uni odesk er baire payment niesen. Tokhon ami bolesi [I understood]. Etake maf chaoa bole na.

        Ekhane ami [MD. Mustafijur Rahman Rana] vaike bolesi je unar portfoliote sob technolineit.com er site kano dise. Karon https://kb.odesk.com/questions/1386/oDesk+User+Agreement onujae apnar nijer copyrighted jinish sara portfolio te rakha jabe na. Aktu kosto kore pore nien…Aibar bolen amar vul koi…?

          @apu21: অন্যের প্রোফাইলে ভুল ধরার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ভুল না ধরে সবাইকে ভাল কাজে উৎসাহ দিন।

          Level 0

          @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): Jak valo, ami je onner vul dhoresi ta to sikar koresen nicher reply te. Tai erpor theke karo comment er reply deoar age aktu nijer buddhi khatie vabte vulen na. Karon apnar ager duita comment apnar buddhir porichoi dei.

Level New

vai ami kaj sikta cai kintu pari na……taka nai google use korce kaj hoi na………odesk book download kore porlam sob e celo but ses a lika age kaj sikte hobe….akn ki kori ami 🙁

    @SUMONSOPNO: আপনি যদি বলেন Google use করে কাজ হয় না, তাহলে বলব, “আগে google use করা শেখেন ভাই, google এ নাই এমন কিছু নাই” । Techtune এই তো আছে এত এত Tutorial. ভাই, ইচ্ছাটা বড়। ইচ্ছা থাকলে সবই সম্ভব!! আর Odesk কাজ করার জায়গা, শেখার জায়গা না।

ভাই ৫ নং এর জন্য আমি এতো দিন হলো পিছিয়ে আছি .আমি তো প্রতিমাসের প্রথমে ২০ তা জব বিড করে সারা মাস অপেক্ষা করে বসে থাকি-কখন কাজ পাবো .জটিল একটা জিনিস জানলাম .এখন থেকে প্রতিদিন সকালে কমপক্ষে ১০ টা বিড করব এবং রাতের মধ্যে কোনো সারা না পেলে ওগুলো কেটে দিয়ে আমার নতুন করে ১০ টা বিড করে ঘুমাবো .
ভালো থাকবেন ভাইয়া .আমাকে এখন থেকে কিভাবে এগুতে হবে তা আমি আপনার পোস্ট পরে বুঝতে পারলাম .

    @সাগর CJ: আসা করি, এবার অনেক অনেক কাজ পাবেন। আর extra কাজ গুলার ১০% আমার কাছে পাঠায় দিয়েন। ;D

same thin happens to me.jodio ami 1 year age account korsilam,but ondher moto,kichu na buje.jokhoni buje suru korlam kaj,interview sobi pachi 10 dinei.So lage raho munna vai..

sorry thing hobe

আপনার জয়গাঁথা দীর্ঘস্থায়ী হোক।

Level 0

আপনার লেখাটি পড়ে সত্যি আনুপ্রাণিত হলাম।

Level 0

MD. Mustafijur Rahman Rana vai amake kisu forex ar boi down ar link diben.
amr email:[email protected]

    @deamon:ভাই আমি তো ফরেক্স এর কিছুই বুঝি না। লিঙ্ক কই পাব??

🙂 অভিনন্দন

Level 0

kew ki amake forex ar boi down ar link diben.
amr
email:[email protected]

good

আপনাকে অভিনন্দন এবং সেই সাথে ধন্যবাদ আমাদেরকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। Keep up the good job. Good luck! 🙂

RANA BHI,
>> FIRST HOPE YOU ARE WELL. I AM SO MUCH PLEASED TO YOUR EXTRA-ORDINARY POST.
>> HASAN JUBAYER BHI KEW ONNEK ONNEK DONNOBAD.
>> RANA BHI WE ALL ARE HOPE THAT IN FUTURE GET ATTRACTIVE POST.

THANKS & REGARDS
MD. SHAHIDUL IALAM