আজকে যে সাইট সম্পর্কে আপনাদের বলব সেটা কোনো পিটিসি সাইন নয় এ সাইট থেকে যে আহামরি কোনো ইনকাম পাবেন তাও নয় ।খুব সামান্যই পাবেন তবে কাজ বেশী করলে বেশী পাবেন সেটা আপনার উপর নির্ভরশীল । তবে যে ইন্টারনেট বিল চালানোর মত টাকা দিবে এটা মোটামুটি সিওর তাও আপনার উপর নির্ভরশী ।
কাজের ধরন :
১৪৮০ পয়েন্ট হলে আপনি ১ ডলার পাবেন । সবচেয়ে আকর্শনীয় হল পেমেন্ট পদ্ধতি বিকাশ/লোড সহ পেজা(এলার্টপে) ও পেপাল এ অর্থউত্তলন করা যায় ।
সতর্কতাঃ প্রতি আইপি থেকে একটি করে একাউন্ট খোলা যায় । বাংলাদেশের যে আইপির অবস্থা তাতে হয়তবা আপনাকেই একাউন্ট খুলতে হাইড আইপি ব্যবহার করতে হতে পারে
লিংকঃ Shareyt - Your Social Sharing Hub!
রেজিস্টেশন সাধারন নিয়মেই হয় । ইমেইল ভেরিফিকেশন করতে হবে কিছু স্কীন সর্ট দিলাম।
আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............
কাজের কি লিমিট আছে জানালে ভালো হত ?