টেকটিউনস পরিবারের সবার প্রতি আমার সালাম রইল।অনেক দিন পর টিউন করতে বসলাম ।জানি না সবার কাছে কেমন লাগবে।যদি ভাল না লেগে থাকে তাহলে দয়া করে গালি দিবেন না।কারন মাঝে মাঝে দেখি টিউন ভাল না লাগলে এমন কমেন্ট করে যা বলার যোগ্য না।যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই।কাজের কথায় আসি।
আউটসোর্সিংয়ের সবচাইতে জনপ্রিয় দুটি সাইট হল Odesk কিংবা Freelancer. শখের বশে কিংবা একান্ত ইচ্ছাগত ভাবেই আমরা কেউ কেউ এসব সাইটে একাউন্ট খুলে বসে থাকি আর কিছু না জেনে না শুনেই বিট করতে শুরু করি।আপনাকে আগে ভাবতে হবে আপনি কি ধরনের কাজ ভাল পারেন।যে কাজটা আপনি ভাল করে করতে পারবেন ঠিক সেই কাজের জন্য-ই বিট করেন।যদিও প্রথম দিকে কাজ পাইতে অনেক কষ্ট হবে কিন্তু আশা ছাড়বেন না।কাজ অবশ্যই পেয়ে যাবেন।
অনেকেই অছে যারা কোনো কাজ জানে না কিন্তো এসব সাইট থেকে আয় করতে চায়।মআমার মতে তারা Facebook কিংবা Twitter নিয়ে কাজ করতে পারেন।তবে আমি আপনাদের এসব নিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবতে বলব না। Freelancing ক্যারিয়ার নিয়ে ভাবতে হলে আমি আপনাদের ওয়েব ডিজাইন ও ডেবলাপিং,গ্রাফিক্স ডিজাইন এসব নিয়ে কাজ করতে বলব।তবে কাজ শেখার আগে Facebook ও Twitter নিয়ে কাজ করতে পারেন।
ফেসবুক পেইজ লাইক,কমেন্ট,ফটো লাইক,এপ্লিকেশন ভোট এসব নিয়ে ওডেস্ক,ফ্রিল্যান্সারে প্রতিদিন-ই কাজ পাওয়া যায়।আর পেইজ লাইক নিয়ে কাজ করাটা সহয।ভিবিন্ন সাইট আছে যেখান থেকে আপনি অন্যদের পেইজ লাইক করে নিজের পেইজে লাইক বাড়িয়ে নিতে পারবেন।আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটা সাইটের ঠিকানা দিচ্ছি যেখান থেকে আপনারা পেইজ লাইক বাড়িয়ে নিতে পারেন।
১: Youlikehits(বর্তমানে ফেসবুক লাইক সুবিধা বাদ দেওয়া হয়েছে,তবে অন্যান্য সোসিয়াল সাইট নিয়ে কাজ করতে পারবেন)
২: Addmefast
৪: exhange.tims
এসব সাইট থেকে প্রতিদিন আপনি ২০০০-৩০০০ লাইক নিতে পারবেন।কাজ বেশি করলে তার চাইতে বেশিও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি স্বপ্ননীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই পয়েন্ট গুলো দিয়ে কি করা যায়???????????