আর্টিকেল Writing এর সব গোপন কথা ফাঁস, আর্টিকেল লিখে ইনকাম করুন সহজেই ।

অনলাইনএ ইনকাম করার সব থেকে সহজ উপায় আর্টিকেল রাইটিং । আর্টিকেল লিখার একটি সহজ সিস্টেম-

  • ১. Google অথবা যে কোন Article Directory থেকে আপনার যে subject এর উপর article লিখতে হবে সেই রকম একটা সুন্দর Article কপি করে নিন ।
  • ২. Microsoft Office থেকে MS Word Open করুন, সরাসরি Paste করবেন না, Paste এ যান আর Paste Special Select করুন, Paste Special থেকে Unformatted Text Select করুন, Ok button Press করুন ।
  • ৩. আর্টিকেল এ Sentence এর word নীচে লাল দাগ বা অন্য কোন দাগ থাকলে বুজবেন Sentence এ কোন ভুল আছে ।
  • ৪. Word এর নীচে যদি লাল দাগ থাকে তবে বুজবেন Word টি ভুল, এবার Word এর উপর Mouse এর Cursor নিয়ে Right Button Press করুন আর Word টি correct করুন ।

  • ৫. Sentence এর নীচে যদি এরকম কোন সবুজ দাগ থাকে তবে বুজবেন Sentence টি সম্পূর্ণ না । নিজে থেকে Sentence টি correct করুন অথবা ৪ নম্বর নিয়ম Follow করুন ।
  • ৬. Keyword গুলোর মাঝে কোন Space রাখবেন না, যেমন (Search engine optimization টাকে আমরা Searchengineoptimization করব)
  • ৭. এবার Grammatical ভুল গুলো ঠিক করবো, একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন এখান থেকে, আপনি ২ দিনের trial ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন । সফটওয়্যার টির দাম ৯0$ ।
  • ৮. সফটওয়্যার টি install করে MS Word Open করুন আর গ্রামার ঠিক করুন ।
  • ৯. গ্রামার ঠিক করা হলে এই আর্টিকেল টি কে এই খানে কপি করে পেস্ট করবো আর নীচের অপশন থেকে Best Spin Every Other Word সিলেক্ট করে দেব ।
  • ১০. এবার স্পিন করা আর্টিকেল টির আবার Grammatical ভুল ঠিক করবো ।
  • ১১. হয়ে গেল আপনার আর্টিকেল লেখা। তবে সফটওয়্যার দিয়ে আর্টিকেল লিখলে আর্টিকেল এর মানে ঠিক থাকে না । আর্টিকেল স্পিন করার পর আপনাকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে । আর এই ভাবে আপনি ১০০% UNIQUE আর্টিকেল লিখতে পারবেন বলে আশা করি ।
  • ১২. তবে আপনি যদি Killer Article লিখতে চান তবে আপনাকে আর এক্তু বেশী কষ্ট করতে হবে ।

লেখাটি এই জায়গা থেকে নেওয়া

আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে। তবে বিশদ: বিবরণ সহ পূর্ণাঙ্গ টিউন চাই কিন্তু।
টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

দূর ভাই লিঙ্ক কই? তারাতারি দেন।

Thanks Everybody !

Ektu wait koren vai Edit kore ni @Kabir1100

Level 0

জটিল!!! সফটওয়্যারটির ফুল ভারশন কোথায় পাব?

    @tech_no: Vai Onek Khuje O Free Ful Version Pelam Na, Jodi Pai Tobe Share Korbo, R Apni Kinte paren tobe 90$ Khoroch korte hobe.

@onirban: Article 100% copyscape pass hobe. Tobe vai ami sudu apnake system ta bole dilam apnake ei system apply kore nije buddi kore kaj korte hobe.

আসলে এভাবে ফলস নিয়মে কাজ করলে oDesk মার্কটে টিকে থাকা অসম্ভব। যেমন কিছু দিন আগে আমাকে একজন বায়ার Top countries where nurses are in demand এই বিষয়টি দিয়েছিল। পারলে এই বিষয়টি নিয়ে একটু গুগলিং করুন এবং দেখুন কোন কিছু মেলে নাকি। আসলে নিজের ভিতরে যদি না থাকে হাওলাদ করে আর কত পরা যায়।

ভাই আমি তো কোন ms word এ Paste Special খুজে পাচ্ছিনা, একটু help করবেন।

    @parvezhossan: MS WORD 2007 এ পেস্ট এর নীচে arrow তে click korun r apni jodi MS Word 2007 er nicher version use koren tobe paste er niche same ekta arrow ase, oi arrow te click korun dekhben “Paste Special” Namer ekta Option paben.

Level 0

windows loader latest ta use korun.sob thik hobe bujhlam na vai aita .ভালো করে বুঝিয়ে বলুন । সব থেকে ভালো হয় যদি উইন্ডোজ ৭ ইটার্নিটি জেনুইন করার পদ্ধতি টা কেও বলে দিতেন ?ধন্যবাদ……………………………………….

Level 0

nice tune. thank you.

@spider man: Thanks Spider Man

Level New

spiderman,একটা ভালো tune দিয়া আকাশে উড়াল দিবেন না কিন্তু !

    @Fakhrul Islam: আর্টিকেল এর আর ও কিছু Special টিপস পাবেন যা কেউ শেয়ার করবে না । সময় পেলে ই লিখবো ।

tnx bro

Gautam vi onek Thanks apner onno post gulo khub valo hoyese ami doa amni erokom valo aro
post korun Niomito.

    @sagoronline: I try my best level because my loyal visitors will give me page views and they will also click on my Google ad sense ads. So they are very important to me.

    I don’t try to cheat my readers. They are always favorite to me too.

vi ekta problem hoyse amar 1ta live mail ase kintu otate sign in korte parsina. password change
kora jacchena. Ek ta solution din please.

    @sagoronline: Did you not restore the security questions and phone number and also the alternative mail ?

    If you don’t then it is not possible to re-trive the password.

    Then you need to create a new one.

ভাই Gramartical ভুলl correct করার Soft টার কোন ক্র্যাক আছে?

Level 2

Have you ever tried this method for any writing project in freelancing? Premium copy escape software is very clever.

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

আর্টিকেল Writing এর সব গোপন কথা ফাঁস, আর্টিকেল লিখে ইনকাম করুন সহজেই ।

এধরনের টাইটেল নাই দিয়ে সরাসরি শিখালেই হয় কিভাবে Spin করতে হয়। বায়ার আপনার মত এত চালাক নয় যে কোনটা Spin আর কোনটা Manual
কিছু দিন আগে এক ইন্ডিয়ানকে কাজ দিয়ে ছিলাম পরে এমন কাজ করছি পারলে য বলি তাই ডাকে। পুরা প্রোফাইলই বেন। মানুষকে পারলে ভাল কিছু শিখান তার সাথে ভাল করে কথা গুলো গুছিয়ে লিখুন।