সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৭] :: কি- ওয়ার্ড রিসার্চ-০১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র

আসসালামালাইকুম। সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাদের দোয়াই আমি ও ভালো আছি। আর কয়দিন পর আমার পরিক্ষা শুরু, তাই টিউন লিখতে আজ বসে পড়লাম। আমার জন্য দোয়া করেন যেন পরীক্ষা ভাল দিতে পারি। যাই হোক আমি আপনাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমার টিউন আপনাদের অনেক ভাল লাগছে শুনে খুব ভাল লাগলো। ফেসবুক এ আমাকে অনেকে ম্যাসেজ করেছেন। সবাইকে আমার পক্ষ হতে ধন্যবাদ।

কথা না বাড়িয়ে আজ কাজ শুরু করে দিই। আজ আমি কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে আলোচনা করব। কি- ওয়ার্ড রিসার্চ টা কি জিনিস পূর্বে একটা টিউনে আমি বলে দিছি। এখন আসলে আমাদের জানার দরকার কি- ওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার করতে হই। কি- ওয়ার্ড এর গুরুত্ব কত ? এই সব বিষয় গুলা আগে জানতে হবে।

কি- ওয়ার্ড গুরুত্বঃ

কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানার আগে আপনি আমাকে বলেন কেন আপনি এস ই ও করবেন ? কেন আপনি এস ই এম করবেন ? এক কথাই কেন আপনি আপনার সাইট এর জন্য অ্যাডভারটাইজিং করবেন ? উত্তর দিবেন ভিজিটরের জন্য তাই ত। আসলে উত্তর সঠিক। এত কষ্ট করা সুধু সাইট প্রচুর পরিমানে ভিজিটরের আনার জন্য। আর প্রচুর পরিমানে ভিজিটর আসলে আপনার ইনকাম ও বাড়তে থাকবে। সবচেয়ে প্রচুর পরিমাণে ভিজিটর দেই সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিন এ মানুষ তাদের নিজস্ব একটা কি- ওয়ার্ড দিয়ে সার্চ দেন। এখন কিছুটা মনে হই বুঝতে পারছেন কি- ওয়ার্ড এর গুরুত্ব কততুকু। আরও একটু বলি তাহলে কি- ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব টা বুঝতে পারবেন।

ধরুন আপনার একটা ওয়েব সাইট আছে, সাইট টা অনলাইন ইনকাম সম্পর্কে। এখন মানুষ আপনার সাইট এ আসার জন্য সার্চ ইঞ্জিন এ কি Entertainment World লিখে সার্চ দিবে । কখন দিবে না, সে হইত সার্চ দিতে পারে, Earn For Online, Make Money Online, Online earn Tips ইত্যাদি। সুতরাং তারা একটা রিলেটিভ কি- ওয়ার্ড দিয়ে সার্চ দিবে। এখন আপনার কাজ হচ্ছে আসলে আমার সাইট টা ত অনলাইন ইনকাম সম্পর্কে । আপনি চিন্তা করেন মানুষ অনলাইন ইনকাম সম্পর্কে জানতে সার্চ ইঞ্জিন এ কি লিখে সার্চ দিতে পারে। আর আপনার চিন্তা সঠিক কি না সেইটা সম্পর্কে রিসার্চ করা কে কি- ওয়ার্ড রিসার্চ বলে। আর এই কি- ওয়ার্ড রিসার্চ করার জন্য কত গুলা সাইট আছে যারা আপনার কি- ওয়ার্ড আর খুঁটিনাটি সব কিছু জানাতে হেল্প করে। এতে করে সুবিধা হবে আপনার। আপনি একটা সঠিক কি- ওয়ার্ড বাছাই করতে পারবেন। আর সেই কি- ওয়ার্ড কে সঠিক ভাবে ইউটিলাইজ করতে পারলে আপনার সাইট পাওয়ার ফুল। আপনার সাইট পাওয়ার ফুল ত আপনি ও পাওয়ার ফুল। এখন হইত ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কি- ওয়ার্ড রিসার্চ সম্পর্কে।

কি-ওয়ার্ড রিসার্চ আসলেই কতটা জরুরী ও গুরুত্তপূর্ণ একটি বিষয় তা হইত আপনাদের বুঝাতে পারব না। আপনার কি- ওয়ার্ড রিসার্চ যদি সঠিক না হই তাহলে আপনার সাইট ফ্লপ খাবে। দেখবেন সার্চ ইঞ্জিন এ প্রথমে আপনার সাইট কিন্তু ভিজিটর নেই। এই জন্য সর্ব প্রথম কি- ওয়ার্ড রিসার্চ আর উপর গুরুত্ব দিতে হবে।

কি- ওয়ার্ড রিসার্চ এর জনপ্রিয় ২ টি সাইট আর নাম দিলাম। আজ কাজ দেখাব না পরবর্তী টিউনে আল্লাহ্‌ বাচাই রাখলে কাজ দেখাব।

১। Google Adwords  Keyword Tool –  https://adwords.google.com/select/KeywordToolExternal

২। Wordtrackerkeyword suggestion tool -- https://freekeywords.wordtracker.com/

কি- ওয়ার্ড এর ব্যবহারঃ কি- ওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার করতে হয় নিচে দিয়ে দিলাম। জিনিস গুলা মনে রাখেন। সাড়া জীবন কাজে লাগবে। এস ই ও নিয়ে যতক্ষণ আছেন কি- ওয়ার্ড ততক্ষন আছে আপনার সাথে। এই জন্য কি- ওয়ার্ড কে গুরুত্ব দিতে হবে।

১) ডোমেইন এর নামঃ আপনার সাইট এর নাম কি হবে এইটার উপর নির্ভর করে অনেক কিছু। সাইট এর নাম যদি একজন ভিজিটর এসে না মনে রাখতে পারে তাহলে সেই সাইট বানানোর কোন যুক্তি আসে না। এর এমন নাম দিতে হবে যেন আপনার সাইট এর টপিকস রিলেটেড হই। সার্চ ইঞ্জিন প্রথম সার্চ করার সময় ডোমেইন ইউ আর এল (Domain URL) সার্চ করে। এই জন্য ডোমেইন নাম এর প্রতি গুরুত্ব দিতে হবে। ডোমেইন নাম জন্য কি-ওয়ার্ড রিসার্চ বড় একটা ফ্যাক্টর।

২) ওয়েব সাইট এর টাইটেলঃ সাইট এর টাইটেল এর জন্য কি-ওয়ার্ড রিসার্চ সেইরকম গুরুত্ব। আপনার সাইট এর টাইটেল যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কপালে অনেক বড় দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য সাইট এর টাইটেলটার প্রতি গুরুত্ব দিতে হবে কঠিন আকারে। টাইটেলে ২ টি সুবিধা একটি সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে বের করতে পারে আর একটি ভিজিটর আসে যাতে আপনার সাইট আর গুড ফিডব্যাক দিতে পারে। আর এই জাইগাই ভিজিটর আর গুড ফিডব্যাক হচ্ছে আপনার জন্য পজিটিভ। যখন ভিজিটর গুড ফিডব্যাক দিচ্ছে সার্চ ইঞ্জিন আপনারে আরও উপরে উঠতে সাহায্য করবে। এই জন্য টাইটেল টার প্রতি নজর রাখতে হবে। টাইটেল নির্বাচন এর ক্ষেত্রে একটা অঙ্ক আছে, যেইটা বলব না। বললে ত সব জেনে যাবেন। হা হা হা হা। যাই হোক পরবর্তী টিউনে লিখব অঙ্ক টা।

৩) আর্টিকেল লেখার ক্ষেত্রেঃ আর্টিকেল লেখার ক্ষেত্রে কিওয়ার্ড বড় একটা ভুমিকা পালন করে। প্রতি ১০০ ওয়ার্ড এ মিনিমাম+মাক্সিমাম ৩ বার কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে। এতে করে আপনার পোস্ট+সাইট এর জন্য উপকার হই। আমি যে টিউনটা টা লিখলাম আজ,(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সমগ্র [পর্ব-০৭] :: কি- ওয়ার্ড রিসার্চ-০১ ) এই পোস্ট টা তে দেখেন আমি কতবার কি-ওয়ার্ড শব্দটা ব্যবহার করেছি। ১-২ দিন পর বাংলাই গুগলে কি-ওয়ার্ড লিখে সার্চ দিবেন দেখবেন আমার পোস্ট টা গুগল এর প্রথম পাতাই ১-৩ এর মধ্যে আছে। একটাই কারন দেখেন আমি এই আর্টিকেল আমি অনেকবার কি-ওয়ার্ড শব্দটা ব্যবহার করেছি।আমি হাইলাইট করে দিছি কি-ওয়ার্ড গুলা। এই জন্য আর্টিকেল লেখার সময় পোস্ট টা যে বিষয় নিয়ে লেখা সে বিষয়ের উপর এবং সাইট এর মূল যে কি-ওয়ার্ড আছে সেইটার উপর কিছু কি-ওয়ার্ড দিতে হবে। তবে অবশ্যই ১০০ ওয়ার্ড এ ৩ টা কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে।

৪) মেটা ট্যাগের ক্ষেত্রেঃ মেটা ট্যাগ নিয়ে পরবর্তীতে একটা টিউন হবে। যারা জানেন না মেটা ট্যাগ কিভাবে দিতে হই। শিখাই দিব। সুধু এইটুকু জেনে রাখুন কি-ওয়ার্ড ব্যবহার করতে হই মেটা ট্যাগে।কোথায়, কি ভাবে করতে হই হই জানাই দেব।

এই কই ক্ষেত্রে কি-ওয়ার্ড ব্যবহার হই। আরও কিছু ক্ষেত্রে কি-ওয়ার্ড ব্যবহার হই। যেইটা আসলে আপনাদের এখন বুঝানো কষ্টকর। যাই হোক এই ৪ টি ক্ষেত্রে কি-ওয়ার্ড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই ৪ টি জাইগাতে কি-ওয়ার্ড গুলা ভাল ভাবে ইউটিলাইজ করতে পারলে সাইট সুপার হিট। আজ আর লিখতে মন চাচ্ছে না। আবার পরবর্তী টিউনে দেখা হবে।

আজ টিউন শেষ করার আগে টেকটিউনস এর বড় ভাইদের কাছে আমার একটা প্রশ্ন করতে চাই। আমাকে প্লিজ উত্তর টা দিবেন।প্রশ্ন টা হচ্ছেঃ

সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাল এস ই ও করা সাইট কোনটা ?

যাই হোক আজকে কি-ওয়ার্ড সম্পর্কে আলোচনা কেমন লাগল জানাতে কিন্তু ভুলেন না। যদি কোন প্রকার সমস্যাই পড়েন তাহলে আমদের ফেসবুক গ্রুপে এসে বলবেন।গ্রুপে আসার পূর্বে অবশ্যই গ্রুপের নীতিমালাটা পড়ে নিবেন। কারন আমাদের গ্রুপে খুব কড়াকড়ি ভাবে নিয়ম মেনে চলা হই। নীতিমালা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী ব্যান করা হয়।

গ্রুপ এর ঠিকানাঃআউটসোর্সিং অফ বাংলাদেশ

***আউটসোর্সিং এর সব মারাত্মক খবর জানতে এই পেজটা লাইক মারেন।***

  আউটসোর্সিং নিউজ অ্যান্ড সল্যুশন

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি তাফসির

Level New

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেগেছে আমি কি ফ্রি ডোমেইন এ কাজ করতে পারি

    @নিলয় খান: অবশ্যই পারবেন। এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ফ্রী ব্লগে এই টা ইউটিলাইজ করতে পারেন। কোন প্রবলেম নেই। ভাল লাগার জন্য ধন্যবাদ।

.co.cc ডোনেইম গুগল এখন ইনডেক্স করে না।
আপনি ব্লগ শুরু করতে চাইলে blogger.com এ ব্লগ খুলতে পারেন। ভাল হয় যদি ডোমেইন কিনে নেন।
আপনার যদি সত্যিই ব্লগিং বা একটা নিজের ওয়েবসাইট করার ইচ্ছা থাকে তবে ৮৫০ টকা হলে আপনি cheapratedomain.com এ সাইটি থেকে একটা ডোমেন নেম কিনে নিতে পারেন।

Level 0

বাহ্ !
এইতো মাথায় SEO ঢুকছে ……..

    @nuruzaman: মাথায় যে ঢুকছে আপনার এই টা শুনে ভাল লাগলো। এর আমার ও ভাল লাগছে আপনার কমেন্ট পড়ে, মনে হচ্ছে নাহ আমার টিউন কাজে লাগছে।

Level 0

ধন্যবাদ ভাল লাগলো ।

Level 0

ধন্যবাদ ভাল লাগলো
Google কি site map কয়েক দিন পর পর কি আপডেট করতে হয় ।

খুব ভালো লাগল লেখাটা পড়ে। তবে অসম্পূর্ণ অংশ গুলো সম্পূর্ণ করা হলে আরো বেশি ভালো লাগত। চালিয়ে যান।

    @Rakib Hasan: কোনটা অসম্পূর্ণ না বললে বুঝব কি ভাবে। যদি বলেন তাহলে ভুল শুধরাই নিতে আমার সুবিধা হবে। ভাল লাগার জন্য আনাকে ধন্যবাদ।

Level 0

একবারে ওচাম তাফসির ভাই।

Level 0

good share.

Level 0

সাথে একটু এড করি- Seo নিয়ে অনেকেই লিখছেন, ভাল হচ্ছে, বাহাবা দিচ্ছি। সরল কথায় বাচ্চাদের বুঝানোর মত কথা তেমন দেখা যায় না। কেউ হয়ত বলবেন বাচ্চাদের মত মানে? বড়দেরও নতুন কিছু বুঝতে ও বুঝাতে বাচ্চাদের মত সরল করে বুঝাতে হয়। একবার বুঝে গেলে তখন সাংকেতিক কথা বলে সামনে এগোনো যায়। আমি একটা কথা সরলভাবেই বলতে চাই- এই ব্লগে সাধারণত এস্কপারট ভাই গন শিখতে আসেন না, সাধারন থেকে অতি সাধারন নেট ভাইয়েরা অজানাকে বাংলায় জানতে আসেন। তাই তাদের জন্য আমাদের এক্সপার্ট ভাইয়েরা যখন বক্তব্য বা টিপস দিবেন মনে করবেন আমার সামনে প্রাইমারির কোন সুবোধ ছেলে/ মেয়ে বসে লেকচার শুনছে। সাধ্যে যতটা কুলায় সহজ বাংলায় বুঝানোর চেষ্টা করবেন। এই টুকু কষ্ট আপনারা করলে একটা জাতি গঠনের মর্যাদা লাভ করবেন।
তাফসির ভাই আপনার লিখা পড়ে আবারো কিছু বলার লোভ সামলাতে পারলাম না তাই কিছু কথা বললাম। আপনি এতোটাই যত্ন করে লিখার চেষ্টা করেছেন দেখে খুব ভাল লাগছে, আশার আলো দেখছি।
আপনাকেও একটা অনুরোধ করব-“আজ আর লিখতে মন চাচ্ছে না” এই জাতীয় কথা টিউনে না লিখলে ভাল হয়।

    @kazi38: হা হা হা হা ভাই। আমি যত টুকু সাধ্যে কুলায় আমি ক্লিয়ার ভাবে কনসেপ্টা বুঝানোর চেষ্টা করি। এত সুন্দর একটা কমেন্ট করেছেন। কিন্তু টার উত্তর দিতে আমার অনেক দেরি হয়ে গেল। খুব ভাল লাগছে আমার কমেন্ট টা পড়ে। মনে হচ্ছে নাহ আমি বুঝাতে পারছি। ধন্যবাদ আপনার এই অসাধারন কমেন্টের জন্য।

Level 0

আসসালামু আলাইকুম
এ ২ টি সম্পর্কে বলবেন ভাই
———————————————————————————————————————
ওয়েব সাইট এর টাইটেলঃটাইটেল নির্বাচন এর ক্ষেত্রে একটা অঙ্ক আছে, যেইটা বলব না। বললে ত সব জেনে যাবেন। হা হা হা হা। যাই হোক পরবর্তী টিউনে লিখব অঙ্ক টা।

মেটা ট্যাগের ক্ষেত্রেঃ মেটা ট্যাগ নিয়ে পরবর্তীতে একটা টিউন হবে। যারা জানেন না মেটা ট্যাগ কিভাবে দিতে হই। শিখাই দিব। সুধু এইটুকু জেনে রাখুন কি-ওয়ার্ড ব্যবহার করতে হই মেটা ট্যাগে।কোথায়, কি ভাবে করতে হই হই জানাই দেব।
——————————————————————————————————————-

ধন্যবাদ ৷

    @Parnel: আমি জানি বিষয়টা যারা এস ইও এক্সপার্ট ভাইরা আছেন তাদের ও ওই অঙ্কটা নিয়ে একটু কিউরিসিটি জন্ম নিবে। আমি যেহেতু শুরু করছি। সেহেতু শেষ না করে জাব না। সুতরাং চিন্তার কিছু নেই। যদি ও একটু দেরি হচ্ছে তারপর ও আমি সব জানিয়ে দিব। আপনাদের। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

Level 0

তাফসির আহমেদ এর প্রশ্নের উত্তর
আপনি একটু বেশি বোঝেন তাই এই সবচেয়ে সহজ ব্যাপারটা নিয়ে ফালা ফালা করেও উত্তর চাচ্ছেন অভিজ্ঞদের কাছে। না, আমি মোটেই অভিজ্ঞ নই। কিন্তু উত্তরটা জানি
এই লিঙ্কে ক্লিক করুন। বিচার বুদ্ধি থাকলে বুঝে নিন। আর যদি একান্ত না বোঝেন, ফেসবুকে যোগাযোগ করুন facebook.com/so.i.cat

ধন্যবাদ…..সুন্দর টিউনটির জন্য

আমি এস ই ও শিখছি আশা করছি শেষ পর্যন্ত পৌছাবেন আমাদের..আবারো ধন্যবাদ

vai ami onekdin dhore SEO somporke portesi bt key word tar use kothay korbo ai type kotha kothao pai ni…apnar post tar maddhome jante parlam……ami amar
ai sitea kaj suru korbo inshaallah…

sundor likhsen vai. asholei onek helpful for those persons who don’t have the knowledge of seo. r seo banglay ato sundor kore kew shikhay na

again thanks for your posts. we need more n more posts from you. r seo er onek update astese din din. so so i hope you should give us the details of the seo updates. best wishes for you.

Level 0

তাফসির ভাই- সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখছেন, খুব ভালভাবে বুঝতে পারছি তাই শিখতে আনন্দবোধ করছি। আপনার প্রচেস্টা অবারিত থাকুক-কামনা করছি।

onekdin por seo niye eto valo post chokhe porlo