টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।টেকটিউনস যে কি জিনিস তা আমি আজ বুঝতে পারলাম।আমি ওডেস্ক এ এক বায়ার এর কাজ করে টাকা পেয়েছিলাম না ।তাই আমি ২৩.০৬.২০১২ তারিখে টেকটিউনসে বিচার দাবি করি ।আজ তার সঠিক বিচার পেলাম ।আমি যে বিচার দাবি করি তা এখানে দেখে নিন ।
আমি ভাবতাম Active Candidacy এর মধ্যে কাজ আসলেই মনে হয় বায়ার আমাকে কাজ দিয়ে দিয়েছে ।আর মায় জব এর অর্থ হলো আমি যদি কোনো কাজ ওডেস্ক এ করতে দেই তাহলে সেই কাজটি মায় জব এ থাকবে ।
এই সামান্য একটু ভুলের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় ।বায়ার আমাকে হায়ার না করেই কাজ করিয়ে নেয়।তারপর যখন আপনাদের মন্তব্যে জানতে পারলাম মায় জব এ কাজ থাকলে বুঝতে হবে বায়ার আমাকে কাজ দিয়েছে এবং হায়ার করেছে ।ঠিক তখন মাথায় হাত !মানে বায়ার আমাকে হায়ার না করেই কাজ করে নিয়েছে !
আজ ওডেস্ক এ লগিন করে দেখি একটি অফার !মানে বায়ার উক্ত বায়ার (Ehab Attia) আমাকে হায়ার করেছে !আমি তো মহা খুশি !তাই ভাবলাম তারাতারি করে এই সুখবর আমার পরিবার (টেকটিউনস এর টিউনার এবং পাঠক )কে দেই ।আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি বায়ার কে উক্ত টিউন এর লিঙ্ক দিয়েছিলাম না কিন্তু বায়ারই আমাকে উক্ত টিউন এর লিঙ্ক দিলো দেখতে ।আমি হবাক !ভাবলাম বায়ার টেকটিউনসে এসে আমার টিউন টি দেখেছে !ভাবলাম এতো মানুষ টেকটিউনসে আমদের টিউনস পরে !আমাদের মাতৃ ভাষার উপরে খুব গর্ব হচ্ছে ।
আমার কাজ হলো আর্টিকেল লিখা ।৬০ টি আর্টিকেল লিখলে আমাকে ৯০ ডলার দিবে। প্রতি ৫ টি আর্টিকেল লিখার পর পর প্রেমেন্ট !খুবঘন ঘন প্রেমেন্ট পাবো ।মানে প্রতিদিন প্রেমেন্ট তাইনা?আমার এই কাজ পাওয়ার পিছনে সম্পূর্ণ অবদান আপনাদের এবং টেকটিউনসের ।আপনারা যে এতো মন্তব্য করবেন তা আমি কখনো ভাবিনি !
আমার পরিবারের (টেকটিউনস এর টিউনার এবং পাঠক )সবাই মন্তব্যে বলেছিলো ।ধর্য্য ধরুন এবং নতুন করে এগিয়ে যান ।আপনারা আমাকে যে উত্সাহ দিয়েছেন তা আমি কোনভাবেই ভুলতে পারবনা ।সবাই ভালো থাকবেন এবং এখন আমি কিভাবে এগিয়ে যাবো তার সুপরামর্শ দিবেন ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
সত্যি ধর্যে মেওয়া ফলে