ওডেস্ক এ নতুন কাজ পেলাম ।খুবই খুশি লাগছে !সম্পূর্ণ অবদান আপনাদের !

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন?আমি অনেক  ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন  ও মন্তব্য করেন এতে আমার ভালো লাগে ।টেকটিউনস যে কি জিনিস তা আমি আজ বুঝতে পারলাম।আমি ওডেস্ক এ  এক বায়ার এর কাজ করে টাকা পেয়েছিলাম  না ।তাই  আমি  ২৩.০৬.২০১২ তারিখে টেকটিউনসে বিচার দাবি করি ।আজ তার  সঠিক বিচার পেলাম ।আমি যে বিচার দাবি করি তা  এখানে  দেখে নিন ।

আমি ভাবতাম  Active Candidacy এর মধ্যে কাজ আসলেই মনে হয় বায়ার আমাকে কাজ দিয়ে দিয়েছে ।আর মায় জব এর অর্থ হলো আমি যদি কোনো কাজ ওডেস্ক এ করতে দেই তাহলে সেই কাজটি মায় জব এ থাকবে ।

এই সামান্য একটু ভুলের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায় ।বায়ার আমাকে হায়ার না করেই কাজ করিয়ে  নেয়।তারপর যখন আপনাদের  মন্তব্যে জানতে পারলাম মায় জব এ কাজ থাকলে বুঝতে হবে বায়ার আমাকে কাজ দিয়েছে এবং হায়ার করেছে ।ঠিক তখন মাথায় হাত !মানে বায়ার আমাকে হায়ার না করেই কাজ করে নিয়েছে !

আজ ওডেস্ক এ লগিন করে দেখি একটি অফার !মানে বায়ার উক্ত বায়ার (Ehab Attia) আমাকে হায়ার  করেছে !আমি তো মহা খুশি !তাই ভাবলাম তারাতারি করে এই সুখবর আমার পরিবার (টেকটিউনস এর টিউনার  এবং পাঠক )কে দেই ।আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি বায়ার কে উক্ত টিউন এর লিঙ্ক দিয়েছিলাম না কিন্তু বায়ারই আমাকে উক্ত টিউন এর লিঙ্ক দিলো দেখতে ।আমি হবাক !ভাবলাম বায়ার টেকটিউনসে এসে আমার টিউন টি দেখেছে !ভাবলাম এতো মানুষ টেকটিউনসে আমদের টিউনস পরে !আমাদের মাতৃ  ভাষার উপরে খুব গর্ব হচ্ছে ।


আমার কাজ হলো আর্টিকেল লিখা ।৬০ টি আর্টিকেল লিখলে আমাকে ৯০ ডলার দিবে। প্রতি ৫ টি  আর্টিকেল লিখার পর পর প্রেমেন্ট !খুবঘন ঘন প্রেমেন্ট পাবো ।মানে প্রতিদিন প্রেমেন্ট তাইনা?আমার এই  কাজ পাওয়ার পিছনে সম্পূর্ণ অবদান আপনাদের এবং টেকটিউনসের ।আপনারা যে এতো মন্তব্য করবেন তা আমি কখনো ভাবিনি !

আমার পরিবারের (টেকটিউনস এর টিউনার  এবং পাঠক )সবাই মন্তব্যে বলেছিলো ।ধর্য্য ধরুন এবং নতুন করে এগিয়ে যান ।আপনারা আমাকে যে উত্সাহ দিয়েছেন তা আমি কোনভাবেই ভুলতে  পারবনা ।সবাই ভালো থাকবেন এবং এখন আমি কিভাবে এগিয়ে যাবো তার সুপরামর্শ দিবেন ।

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি ধর্যে মেওয়া ফলে

Congrat…bro.Take care..

কি ভাই , শেষ টিউন তো বলেই দিয়েছিলেন।আবার কি????? হা হা……just joking.
যাক, এত দাবাই এর পর যে আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটাই বড় কথা।
Welcome to টেকটিউনস again.
আশা রইল, ধৈয্যের সাথে আরও সামনের দিকে এগিয়ে যাবেন আর ভাল-খারাপ সব কিছু নিজ পরিবারের(টেকটিউনস) সাথে শেয়ার করবেন।

Level 0

thank you>>> i want work in odesk any one help me ?

    @newitworld: @newitworld: @newitworld: Yes! আমি যদি মানিবোকার্স এ প্রেমেন্ট নেই তাহলে মানিবোকার্স থেকে আমি কিভাবে টাকা উঠাবো ?
    আমার কোনো মাস্টারকার্ড নেই ?
    আমি কি ডাচ বাংলা বাংক থেকে টাকা উঠাতে পারবো ?

কাজ তো পেলেন, তাও আবার Fixed price এর প্রথম কাজ। একটু বায়ারের Account varefacation করা আছে কিনা। আর সে আগে কোন কাজ এবং কত ডলারের কাজ করায়ছে কি না তা দেখে নিন। যদি সে আগে কাজ এবং পেমেন্ট করে থাকে কাজটা চালিয়ে জান। তা না হলে মাথা হাত,আর নাচা নাচি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অভিনন্দন আপনাকে 🙂

আপনাকে যে বায়ার কাজ দিয়েছে সে আপনার সাথে ও আরও ৫ জনকেও একই কাজ দিয়েছে। তার মানে যে কাজটি আগে এবং ভালভাবে দিতে পারবে সে পেমেন্ট পাবে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কি সে বায়ার Egypt (UTC+02) এর
Payment Method Verified (0.00) 0 feedback নাই।

——————————————————————————–
Total Spent:$38
Hours Billed:0

Jobs Posted:4
Paid Contracts:1

Open Jobs:1
Current Team Size:1

    @মোঃ আল মামুন: ভাই এটা আমিও মনে করছি ,কি করব বুঝতে পারছি না .একটু সাহায্য করবেন এবং পরামর্শ দিবেন .

Level New

vai apni ki bisoye article lekhen?segulo koi pan?ami apnar moto kaj korte chai.amk ki korte hobe?janale khusi hobo.

    @sobujmd: ভাই আপনাকে কি করতে হবে তার সেম্পল বায়ার আপনাকে দেখাবে .তারপর আপনি সেম্পল অনুযায়ী কাজ করবেন .

Level 0

tahole to r bolben na j “Odesk r PTC site ak e sob vuya” vai tune ta parle delet koren, coz oneke agrer tune pore.

    @turjo: ভাই আমি ওই পোস্ট ইডিট করে দিয়েছি .আপনি দেখতে পারেন .ডিলিট করার ক্ষমতা আমার নেই এটি শুধু টেকটিউনস এর .

ভাই আপনি ভাই ফ্রিলেন্সিং ছাইড়া দেন। আপনার জন্য ওইটাই ভাল হবে। একটু আগে আপনার একটা টিউন দেখলাম যেখানে আপনি সবাইকে পরামর্শ দিলেন ওডেস্ক থেকে ফ্লেক্সিলোড করে পেমেন্ট নিতে। আজাইরা সব আজগুবি বুদ্ধি আপনি বের করতাছেন। আপনি অনলাইনে কাজ করার যোগ্য না।

    @Saon A Menz: ভাই একটু মুখে লাগাম দিয়ে মন্তব্য করবেন .আপনাদের মতো মন্তব্য কারিদের জন্য আজ কাল পোস্ট লিখতে আর ভালো লাগেনা >

vai ame onak din aga odesk a kajar khota vabtam ta sata puron korar jonno kosto kora jasse amnadar moto man der utsho dakta pala anndo laga odek kaj korar valo valo tune daban odesk a kaj kora somporka jata amra notun ra kaj pata pari

অবশ্যই ভাইয়া

Level 0

Agerta chilo shaper kamor, apni ekhon shadh korey ojogorer chapay porechen. My humble suggestion for you would be to leave this particular job and start applying for others, as you want to stick to oDesk. Now the situation is that, even if you complain to oDesk, the buyer has enough ground to prove that you provided with duplicate articles initially…

Free advice, take it or leave it – never bad-mouth about clients, you might suffer consequences when they give you feedback/rate you.

This tune and the previous one were good tunes nevertheless. One never knows when and how he will get to know so many things. I hope my thank you is in order…

Wishing you every success, have a nice day…

Level New

all the best i wish ur good luck……….

Level 0

best of luck brother!
আচ্ছা আপনি সেখানে কি ধরনের আরটিকেল লেখেন? জানালে খুব উপক্রিত হতাম। হয়তো আমিও Odesk এ জয়েন করতে পারতাম

    @tech_no: ভাই সবসময় একই রকম আর্টিকেল আসে না .একাক সময় একাক ধরনের আর্টিকেল লিখতে হয় .আপনি ওডেস্ক এ যোগ দিন. দেখবেন আপনিও অনেক সুন্দর সুন্দর কাজ পাবেন .

Level 0

আপনি সেখানে কি ধরনের আরটিকেল লেখেন যানতে চাই , এবং আপানাকে অনেক ধন্যবাদ, ভাইজান, আমি ইংলিশ এ ভালো আর্টিকেল লিখতে পারি, যদি সময় করে আমাকে একটু মেইল এ জানাতেন, আমি খুব উপক্রিত হতাম, [email protected],

    @nasiru42: ভাই বসে না থেকে ওডেস্ক এ একাউন্ট করে নিন .ওডেস্ক এ প্রচুর পরিমান আর্টিকেল /ব্লগ লিখার কাজ রয়েছে .

Level 0

আমি ওয়েবসাইট ডিজাইন এর কাজ জানি, কিন্তু অদেস্কে এখনো হাত দিইনি, আমার ডিজাইন করা কিছু কাজ নিম্নে
http://www.mahananadapm.com
http://www.fulkurischool.com
http://www.englishlanguageclub.webs.com
http://ocomhelp.com

আপনার সমস্যাটা কি বুঝতে পারছিনা| এখনো আপনি ‘প্রেমেন্ট’ টাইপের শব্দ লিখছেন, পেমেন্ট কে প্রেমেন্ট বলছেন আপনার কিভাবে কাজ হবে সেইটা ভেবে দেখেছেন ? PAYMEN শব্দটাকে বাংলায় পেমেন্ট লিখে এটা এখনো বুঝছেন না কেন?

    @দিহান: ভাই আগে লিখতাম প্রিমেন্ট ,কে যেনো মন্তব্যে বললো বানান হবে প্রেমেন্ট তাই আমি এখন প্রেমেন্ট লিখেছি .আপনি এবার বলছেন বানান হবে পেমেন্ট .ভাই আমি বুঝতে পারছিনা কোনটা সঠিক বানান !

      @সাগর CJ: আরে ভাইয়া এইটা তো বুঝারই কথা তাই না? payment মানে যে টাকা দিতে হবে তা/টাকা দেয়া/বেতন, সেই থেকে পে-মেন্ট।
      এইটা না বুঝলে আপনি ডিকশনারির সাহায্য নিন না?

    @দিহান: আমি নিজেই ভুলে Payment এর T বাদ দিয়ে দিয়েছিলাম। স্লিপ অফ কিবোর্ড, সরি। Payment হবে।

শুভেচ্ছা রইলো আপনি আরও এগিয়ে যান, আর আমিও কাল একটা প্রোজেক্ট পাইছি তাই আমিও খুশি।

    @রাব্বি: রাব্বি ভাই অনেক ধন্যবাদ আপনাকে .মন দিয়ে কাজ করবেন .

বায়ার এবং অডেস্কের সাথে সৎ হোন। বায়ারকে ম্যাসেজ দিয়ে মিটমাট করে কাজ করুন। হয়ত আমরা আগের টিউনে তাকে হায়ার না করে কাজ করানোর কথা তোলায় সে হায়ার করেছে এবং সে আসলে কাজ আশা করছেনা। তবে মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নিন। আর বায়ার কিভাবে এখানে আসল জানেন? কারন সে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে আপনার ঐ টিউনটার লিংক দেখতে পেয়েছিল(ওয়ার্ডপ্রেস গুগল ব্লগ সার্চ থেকে সংস্লিষ্ট সাইটের লিঙ্ক খুজে বের করে দেখায়)।

    @আদনান: খুব ভালো লাগলো আপনার কথা .আমি আপনার কথা অনুসরন করব .ভালো থাকবেন .