আবারো পুরানা প্যচাল, আয় করুন স্বাবলম্বি হন, দেশটাকে সামান্য হলেও বেকার সমস্যার হাত থেকে বাচান
আর আমরা আপনাকে দেখাব অনলাইনে আয় আর শত পথ বেছে নেবার দায়িত্ব আপনার, স্বাবলম্বি হবার দায়িত্ব আপনার, কারন এটা আমরা কখনই আশা করি না যে আপনি আয় করবেন আর সেখান থেকে আমদের কিছু অংশ আমাদেরকে দিবেন, বরং সামান্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমদের এ এই ক্ষুদ্র প্রচেষ্টা।
যাই হোক এবার প্যচাল বাদ দিয়ে আমি আজকে আপনাদের দেখাব Youtube.com কিভাবে আয় সম্ভব, কত আয়, কিভাবে, কাজ কোথায় পাবেন
এটা আমার থেকে আপনি খুব ভাল করেই জানেন কারন কমপিউটারে সব চেয়ে সহজ কাজ মুভি, সিনেমা দেখা, এবং সবার কাছেই প্রিয় আর ঠিক এই সুযোগটাই youtube কাজে লাগানো হয় বিভিন্ন হাসি, রম্য, একশন, আনিমেশন, টিউটোরিয়াল, মুভি অংশ বিশেষ প্রচার করে তাদের নিজ নিজ ব্যবসায়িক প্লাটফরম গুলোর যেমন ওয়েবসাইট, মার্কেটপ্লেস, শপিং সাইট গুলোর প্রচারনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করে
এটা কে ভিডিও মার্কেটিং বলে, অনেকেই লেখা পড়তে বিরক্তি বোধ করেন তাই ভিডিও বেশি পছন্দ করেন বা বাস্তব প্রমান দেখতে অনেকেই চান, আর ভিডিও এর মাধ্যমে খুব সহজেই যেকোন জিনিস উপস্থাপন করা যায় সেটা হোক কোন মুভি বা টিঊটোরিয়াল, রিভিঊ
হাঃ আপনি হয়তো মুভি দেখেই শেষ করতে পারেন না সারা বেলা ভিডিও দেখে, কিন্তু অনেকেই আরো ভিন্ন ভাবে ব্যবহার করছেন নিজ নিজ প্রয়োজনে
টিউটোরিয়াল বিক্রি করেঃ
অনলাইন বিষয়ক যেকোন বিষয় আপনার জানা আছে নিশ্চয়ই সেটা হোক একাউন্ট তৈরী করা বা প্রফেশনাল সফটোয়ার ব্যবহার বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল, এর অংশ বিশেষ প্রচার করেতে পারেন Youtube.com এবং পুর্নাংগ অংশ শুধুমাত্র বিক্রি করার জন্যে সকলে জানাতে পারেন
কোন প্রডাক্ট এর রিভিঊ প্রকাশ করেঃ
আপনার নিজের যদি কোন অনলাইন শপিং সাইটে থাকে বা জনপ্রিয় শপিং সাইটে আপনি যদি কিছু বিক্রির করে থাকেন তাহলে সেই কাজেও আপনি আপনার প্রডাক্ট এর রিভিউ প্রকাশ করে ক্রেতাদের নজর বা দৃষ্টি আকর্ষন করতে পারেন
যেমন প্রডাক্ট টির গুনাগুন, ব্যবহার বিধি, দরদাম, কাস্টমার আলোচনা ইত্যাদি
গুগল এডসেন্স ব্যবহার করেঃ
আপনার ভিডিও যদি ইউনিক হয়ে থাকে এবং বেশ ভাল সংখ্যক ভিউ পেয়ে থাকেন তাহলে সে ভিডিও গুলোর জন্যে এডসেন্স এর জন্যে আবেদন করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন।
এছাড়া...
ভিডিওতে কমেন্ট করেঃ
ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক কাজ পাওয়া যায়, যেখানে ভিডিও সম্পর্কিত কমেন্ট করতে হয়,
লাইক করেঃ
ভিডিও গুলো ভিসিটর দের কাছে পছন্দনীয় প্রচার করতে লাইক করা হয়, তাই যে ভিডিওতে যত বেশি লাইক থাকে সাধারন ব্যবহার কারী সেটি কে ভাল বলে ধারনা করে,
চ্যানেলে সাবস্ক্রাইব করেঃ
চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে যেকোন ভিডিও আপডেট করলে সাথে সাথে সাবস্ক্রাইব কারীদের কাছে পৌছে যায়, এবং ভিডিওর প্রদর্শন বেড়ে যায়, এই কাজে বায়ার এর দেওয়া চ্যানেল গুলোতে সাবস্ক্রাইব করতে হয়
ভিডিও গুলো প্রিয়তে যোগ করেঃ
এই কাজে ভিডিও গুলো আপনার প্রিয় হিসেবে রাখতে হয়।
আর এই কাজ গুলো প্রতি হাজারে হিসেব হয়, এবং প্রতি হাজার লাইক, কমেন্ট, প্রদর্শন এর জন্যে ১০০০-৩০০০ টাকা বা তার বেশিও পাওয়া যায়, এছাড়া লং টার্ম কাজ করতে হলে বায়ার এর সাথে আলোচনা সাপেক্ষে হয়
সাধারণত প্রতি কমেন্ট এ ১০ থেকে ২০ টি শব্দ এর মধ্যে করতে হয়, এবং প্রতি লাইক করতে ২০ সেকেন্ড এর কম সময় লাগে
ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায় শুধুমাত্র কমেন্ট, লাইক, প্রিয়, এবং প্রদর্শন এর জন্যে, এক কথায় ফ্রীল্যান্স মার্কেটে প্লেস গুলতে চলে যান. আর একটূ কষ্ট করে খুজতে থাকুন,
oDesk.com, freelancer.com, elance.com
আমাদের আগের পোষ্ট গুলতে চোখ বুলাতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.techtunes.io/tuner/odataentry.com
সৌজন্যে:
oDataEntry Team
ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/oDataEntry
আমি odataentry.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের দেশ এর জন্যে সামান্য কাজের সুযোগ তৈরী করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সকলেই মিলে SMM, SEO, Forum Posting, Article Writing, Classified Ads Posting, Dataentry কাজ গুলো করতে পারি এবং পার্ট টাইম কাজ করে নিজের সামান্য আয় এর সুযোগ করতে পারি। আপনার যেকোন মতামত, পরামর্শ , অনুরোধ, ধারনা দিয়ে...
sobi thik ase.. ..20s time otoba tar chaite com time hoito lage..kintu bd-ar net-ar obosta ja kharap tate akta page open hoite time lage 4/5 minutes…via-ra amara ki net speed and price nia akta xhor tulte pari na!!–anyway nice tune though.