টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন ও মন্তব্য করেন এতে আমার খুব ভালো লাগে ।আমি সবাইকে পিছিটির জাল থেকে বের করতে চাই । পিছিটি তে কাজ করার আগে আমার এই পোস্ট টি দেখে নিন ।শিক্ষা হবে ।না হলে আপনার শিক্ষা কোনদিনই হবেনা ।
আমরা অনেকেই পেপাল বাংকে একাউন্ট করতে গিয়ে ফিরে আসি । কেননা করতে পারিনা ।কারন বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না । এই বছরের শেষের দিকে বাংলাদেশে পেপাল আসতে পারে ।বাংলাদেশে না আসা পর্যন্ত আপনাকে চোরাই বুদ্ধিতে অন্য দেশের ঠিকানা দিয়ে পেপাল বাংকে একাউন্ট করতে হবে।ভয়ের কিছু নেই। আপনার পেপাল পেপাল বাংকে একাউন্ট কখনো বন্ধ হবেনা ।
আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করে পেপাল বাংকে এ একাউন্ট করে নিন ।আমরা আজ আমেরিকার রাজধানী নিউইয়র্ক এর ঠিকানা দিয়ে পেপাল বাংকে একাউন্ট করব ।শুধু তাই নয় ভেরিফিকেশন ও করব । অনেকেই এই পোস্ট টি করেছে কিন্তু আমি নিজে সঠিক ভাবে করতে পারিনি তাই আমি নিজে শিখে তারপর নিজে করে তার ছবি সহ আপনাদের সাথে শেয়ার করলাম ।যাতে আপনারা খুব সহজেই একাউন্ট করতে পারেন ।
প্রথমে আমরা ইট্রেড বাংকে একাউন্ট করব পেপাল ভেরিফিকেশন করার জন্য ।এখানে যে তথ্য গুলো দিবেন তা সংগ্রহ করুন অর্থাত নোটপেডে সেভ করে রাখুন কেননা এই তথ্য গুলো পেপাল খুলতে ও ভেরিফিকেশন করতে লাগবে ।
ইট্রেড বাংক
১ নং ধাপ
২ নং ধাপ
ওপেন এন একাউন্ট এ ক্লিক করুন
৩ নং ধাপ
কমপ্লিট ইনভেস্টমেন্ট একাউন্ট এর কন্টিনিউ এ ক্লিক করুন
৪ নং ধাপ
বিগিনিং মাই এপ্লিকেশন এ ক্লিক করুন
৫ নং ধাপ
ইনডিভিজ্যুয়াল ও মার্গিন এ টিক দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন
৬ নং ধাপ
আই আম নিউ টু ইট্রেড এ ওকে করে কন্টিনিউ এ ক্লিক করুন
৭ নং ধাপ
এই ধাপটি সবচেয়ে কঠিন ।এখানে নিউইয়র্ক এর ঠিকানা সঠিক ভাবে দিন । ও কন্টিনিউ এ ক্লিক করুন
৮ নং ধাপ
টাস্ক ইনফরমেশন দিন ও কন্টিনিউ এ ক্লিক করুন
৯ নং ধাপ
ইম্পলোয়ার ইনফরমেশন দিন ও কন্টিনিউ এ ক্লিক করুন
১০ নং ধাপ
পার্সোনাল ইনফরমেশন দিন ও কন্টিনিউ এ ক্লিক করুন
১১ ,১২,১৩ নং ধাপ
চোখ বন্ধ করে শুধু কন্টিনিউ এ ক্লিক করুন কোনো সমস্যা নেই
১৪ নং ধাপ
উজার আইডি ও পাসওয়ার্ড দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন
১৫
নং ধাপ
এখন ইট্রেড বাংকে এ লগিন করুন
১৬ নং ধাপ
আপনার নামে টিক দিন ও কন্টিনিউ এ ক্লিক করুন
১৭ নং ধাপ
এছি নলেজ এ ক্লিক করুন
১৮ নং ধাপ
নো থাঙ্কস এ ক্লিক করুন
১৯ নং ধাপ
আপনার একাউন্ট নাম্বার সংগ্রহ করুন এখন আমরা পেপাল বাংক এ একাউন্ট করব । ইট্রেড বাংক এর সকল তথ্য হুবহু দিতে হবে ।
পেপাল বাংক
১ নং ধাপ
প্রথমে পেপাল বাংকে চলে যান ২ নং ধাপ
সাইন আপ এই ক্লিক করুন
৩ নং ধাপ
ইউনাইটেড স্টেট সিলেক্ট করুন
৪ নং ধাপ
পেপাল ফর ইউ এর গেট স্টারটেড এ ক্লিক করুন
৫ নং ধাপ
পার্সোনাল এর গেট স্টারটেড এ ক্লিক করুন
৬ নং ধাপ
এই ধাপটি সবচেয়ে কঠিন ।এখানে নিউইয়র্ক এর ঠিকানা সঠিক ভাবে দিন ।এবং এগ্রি এন্ড ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করুন ।
৭ নং ধাপ
পে উইথ মাই বাংক একাউন্ট এর কন্টিনিউ এ ক্লিক করুন
৮ নং ধাপ
এখন আপনার ইট্রেড এর একাউন্ট এবং রাউটিং নাম্বার দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন
৯ নং ধাপ
১০ নং ধাপ
আপডেট একাউন্ট ইনফরমেশন দিন ও সাবমিট এ ক্লিক করুন
১১ নং ধাপ
গেট ভেরিফাই এ ক্লিক করুন
১২ নং ধাপ
কনফার্ম বাংক এ ক্লিক করুন
১৩ নং ধাপ
কনফার্ম ইনস্টান্টলি তে ক্লিক করুন
১৪ নং ধাপ
পুনোরায় কনফার্ম ইনস্টান্টলি তে ক্লিক করুন
১৫ নং ধাপ
কন্টিনিউ এ ক্লিক করুন
বাস ২-৩ দিন অপেক্ষা করুন দেখবেন আপনার পেপাল একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে ।বা ২ ডলার এর মতো কনফার্ম ডিপোজিট করে ভেরিফিকেশন করুন ।
সবাই ভালো থাকবেন ।মন্তব্য করতে একদমই ভুলবেন না ।আপনাদের জন্য যে কষ্ট করলাম । এই পোস্ট টি লিখতে আমার ৯ ঘন্টার বেশি সময় লেগেছে ।
আপনারা উপকৃত হন এতেই আমি খুশি । ছবি গুলো বুঝতে সমস্যা হলে
এখানে দেখে নিন ।
একাউন্ট করতে কারো সমস্যা হলে মন্তব্যে জানাবেন .চেষ্টা করব সমাধান দেবার জন্য .