বেশ কিছুদিন আগে টেকটিউনসে একজন তার ওডেস্কের সফলতা নিয়ে একটা পোস্ট করেছিলেন। দুঃখিত তার নামটা মনে করতে পারছি না। তবে আমি রিপ্লাইয়ে বলেছিলাম, যে আমিও খুব শিঘ্রি জয়েন করতে যাচ্ছি ওডেস্কে। আসলে ওয়েব ডিজাইনটা শিখে রেখেছিলাম অনেক আগেই। তবে তার উদ্দেশ্য টাকা উপার্জন ছিল না। আমার একটা ওয়েব সাইট ছিল, সেটা সাজাতে যেন বার বার গুগল করা না লাগে, তাই এক বড় ভাইয়ের বুদ্ধিতেই ওয়েব এর অনেক ধরনের কাজ শিখে রেখেছিলাম। কিন্তু তাই দিয়ে ওডেস্কে কাজ পাব কিনা এই বিষয়ে আমার বেশ সন্দেহ ছিল । এরপরেও গত মাসের ২০ তারিখে ওডেস্কে জয়েন করি। কিছু টেস্ট দিয়ে প্রোফাইলটা ১০০% করে নেই। যার মধ্যে ইংরেজি টেস্ট ছিল ২টা। কারন বর্তমান পৃথিবীতে ইংরেজী না জানলে অন্তত ফ্রী-ল্যান্সিং করাটা প্রায় অসম্ভব। আর বায়ার যখন দেখবে আমি ইংরেজিতে বেশ ভালো, সেটা আমার জন্য কাজ পাওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হবে। প্রোফাইল কম্লিট করার পরেই শুরু করে দেই বিডিং। চোখ বন্ধ করে খালি সি,ই,ও এর জব গুলাতেই বিড করতে থাকি। অথচ এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা শুধু নিজের সাইটে কিছু কাজ করার আর টেকটিউনসের টিউটোরিয়ালগুলো। বাস্তব অভিজ্ঞতা খুব একটা নেই। ফল যা হবার তাই হল। ৪ দিন সমানে বিড করেও কোন কাজ পেলাম না।
মন খারাপ করে যখন চিন্তা করতে লাগলাম, কেন কাজ পাচ্ছি না, তখনি হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আরে আমিতো একজন ওয়েব ডিজাইনার!! ঐ ক্ষেত্রে আমার ২ বছর কাজের অভিজ্ঞতা আছে। তাহলে আমি কেন শুধু শুধু আমার বিডগুলা সি,ই,ও জবে অ্যাপ্লাই করে নষ্ট করছি ??? ব্যাস যেই চিন্তা সেই কাজ, আমি যেই ২টা ওয়েবসাইট বানিয়েছিলাম, তার স্ক্রিনশট তুলে আমার পোর্টফোলিও তে এড করে নিলাম। এরপর শুরু করে দিলাম ওয়েব ডিজাইনিং এ বিডিং। বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র ২য় দিনেই পেয়ে গেলাম কাজ। আমি ওডেস্কে নতুন হলেও বায়ার আমার আগের কাজ দেখে বেশ সন্তুষ্ট। ব্যাস দিয়ে দিল কাজটা আমাকে। আমিও মন লাগিয়ে কাজটা করে তার মন জয় করে নিলাম। একাউন্টে ডলার জমা হতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মাত্র দেড় দিন কাজ করেই এত টাকা পেয়ে গেলাম??? এরপর আরো ২/১ টা কাজ করলাম। এর মধ্যেই এক ইন্ডিয়ান হা***** এক কাজে ২ স্টার দিয়ে আমার প্রোফাইলের বারোটা বাজিয়ে দিল।(ভারতীয় কেউ থেকে থাকলে দুঃখিত, কিন্তু গালি না দিয়ে পারলাম না ভাই)। অসুস্থ থাকায় একদিন আমি অনলাইন হতে পারিনি। কথাটা তাকে জানিয়েছিও। সে তখন বলেছিল, কোন সমস্যা নেই, শরিরের উপর তো আমাদের কোন হাত নেই। কিন্তু ফিডব্যাক দেয়ার সময় ২স্টার দিয়ে বলল, আমাকে নাকি খুজে পাওয়া মুশকিল। যাই হোক, অমন ২/১ জন লোক আমার সফলতা বিলম্বিত করতে পারে মাত্র, কিন্তু আটকাতে পারবে না কখনোই। আজ জুন মাসের ২০ তারিখ। ওডেস্কে আমার একমাস পুর্ন হল। একাউন্টে ৩০২ ডলার জমা হয়েছে। বর্তমানে কাজ করছি আমার সেই প্রথম বায়ারের। আমার কাজে তিনি এতটাই খুশি, যে এইবার আর আমাকে জিজ্ঞেস করেননি, সরাসরি ৫০% অগ্রিম পেমেন্ট দিয়ে হায়ার করে ফেলেছেন। শুধু তাই নয়, এরপরে আরো একটি কাজ, এবং তার কিছু ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার দায়িত্তও হয়তবা আমাকে দিবেন। এমনটাই আভাস দিয়েছেন তিনি।
এই পোস্ট আমার সফলতা দেখানোর জন্য নয়। যারা কাজ জানে, তাদের কাজের অভাব হয় না কখনো, সেটা বুঝাতেই করা। ওডেস্কে অনেকে ১২ মাস বিড করেও কাজ পায় না। কিন্তু খোজ নিলে দেখবেন এই ১২ মাসে তিনি ১২টি বিড করেছেন কিনা সন্দেহ। আমি প্রতিদিন ১০/১২ টা বিড করি। বিড করেও বার বার জব পোস্ট টা চেক করি। দেখি বায়ার অন্য কার ইনাটারভিউ নিচ্ছে কিনা। যদি দেখি আমাকে ছাড়াই ৬/৭ জনের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, আমি বিড উইথড্র করে নেই। কারন এই ক্ষেত্রে আমার কাজ পাবার সম্ভাবনা খুব কম। আবার বায়ার ২৪ ঘন্টার মধ্যে কোন রিপ্লাই না দিলেও বিড উঠিয়ে নেই। ফলে জব কোটা রিফ্রেশ হলে আবার আমার কোটা বেড়ে আগের জায়গায় ফিরে আসে। এভাবে প্রতিদিন আমার জবের কোটা স্থিতিশীল থাকে, আর আমি ১০/১২ টা জবে অ্যাপ্লাই করতে পারি। কষ্ট করলেই কেবল কেষ্ট মেলে।
প্রতিদিন বেশ কিছু সময় গুগলে কাটাই, আমি কখনোই কারো হেল্প নেইনি। গুগল থাকতে অন্য কেউ লাগে নাকি?? কিন্তু আমাদের দেশের বেশির ভাগ লোক এটা জানে না। তারা কোন সমস্যা হলেই বড় ভাইদের পিছনে ছুটে। আর ফলাফল ?? সংকীর্ন জ্ঞান লাভ !!
আমাদের টিটির মাহবুব ভাই কিছুদিন আগে ফেসবুকের একটা পোস্টে বলেছেন, “সবাই আছে, জেনে নেওয়ার দায়িত্ত আপনার”।
আমি এর সাথে যোগ করব, “ গুগল আছে, সার্চ দেয়ার দায়িত্ত আপনার”।
টেকটিউনসকে ধন্যবাদ সঠিক পথ দেখানোর জন্য। ধন্যবাদ জানাবো মাহবুব ভাইকে, তার টিউটোরিয়াল আর টিউন গুলো পড়েই এই ক্ষেত্রে আমার আগ্রহ বেড়েছে তা স্বীকার করতেই হবে।
ধন্যবাদ সবাইকে পোস্টটা কষ্ট করে পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
😀 শুনে অনেক ভালো লেগেছে। যার যেটার প্রতি আকর্ষণ তার সেই বিষয় নিয়েই কাজ করা উচিত। আপনি যেহেতু ওয়েব ডিজাইনার তাই অন্য কাজে মন বসবে না। আমি আমি ওয়েব ডিজাইন এর কিছুই পারি না। কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি তার প্রমাণ। আর নিয়মিত বিড করতে হবে। করে বসে থাকলে হবে না। কাজ পাত্তয়া যাবে না মানে। বায়ার এসে দিয়ে যাবে 🙂 শুভ কামনা রইলো।