কেমন আছেন সবাই? নিশ্চই ভাল! অনেক দিন পর ভাবলাম একটা টিউন করি টেকটিউনসে। এখনতো টেকটিউনস খুললেই শুধু PTC আর Freelancing। কিন্তু কেউই Freelancing এর প্রোফাইল নিয়ে টিউন করেন না। আমি এই ব্যাপারে খুবই হতাশ। তাই আজকের এই টিউন তাদের জন্য যারা প্রোফাইল নিয়ে বিড়ম্বনায় আছেন। আশাকরি ভাল লাগবে আপনাদের।
ODesk নিয়ে তো সবাই কমবেশী লেখালেখি করেন।কিন্তু কেউ কখনও বলেন না যে কিভাবে ODesk প্রোফাইল ১০০% করতে হয়। আজ আমি বলব যে আমার ODesk
ODesk নিয়ে তো সবাই কমবেশী লেখালেখি করেন।কিন্তু কেউ কখনও বলেন না যে কিভাবে ODesk প্রোফাইল ১০০% করতে হয়। আজ আমি বলব যে আমার ODesk প্রোফাইল কিভাবে ১০০% করলাম।
আপনাকে যা যা পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে ১০০% প্রোফাইল তৈরী করার জন্য।
এবার আসল কাজগুলো শুরু হল।
Categories-
Categories এ আপনি যে কাজগুলোতে আগ্রহী সেই কাজগুলো Categorie থেকে নির্বাচন করুন। যেমন- আপনি যদি ওয়েব ডিজাইন করেন তাহলে ওয়েব ডিজাইন, যদি এস.ই.ও তাহলে এস.ই.ও, যদি এস.এম.এম হয় তাহলে এস.এম.এম।
Skills-
Categories এর মত করে Skills ও সিলেক্ট করুন।
Employment History-
Employment History তে যদি আপনার কোন Employment History থাকে তাহলে সেটি দিন আর যদি না থাকে তাহলে বুঝে শুনে ২/৩টি Employment History বানিয়ে লিখে দিন।
Education Qualification-
একটি Education Qualification যোগ করুন।
Portfolio Project-
যদি Portfolio Project থাকে তাহলে দিন, কারন এটি আপনার কাজ পেতে সাহায্য করতে পারে।
Other Experiences-
এবার Other Experiences ট্যাব থেকে একটি দক্ষতা দিন।
ইন-আল্লাহ আপনার প্রোফাইল ৭৫% সম্পন্ন হয়েছে।
এবার বাধ্যতামূক ভাবে ODesk Readiness Test for Agency Contractors এবং ODesk Readiness Test for Independent Contractors and Staffing Managers ১১+১১মিনিটের এই পরীক্ষা ২টি দিন।
পরীক্ষা দুটির প্রশ্ন ও উত্তর গুলো এখান থেকে ডাউনলোড করুন। ৫ পয়েন্টের ভেতর ৫ পয়েন্ট অবশ্যই পাবেন(১০০০০% নিশ্চয়তা দিচ্ছি)। পরীক্ষা দুটি দেওয়ার পর পাশ করলে আপনার প্রোফাইল ৮৫% সম্পন্ন হয়ে যাবে।
সব টেস্ট এর Answer Sheet গুলোর ডাউনলোড লিংক সাথে রয়েছে। শুধু Test গুলোর উপর ক্লিক করুন।এ ছাড়া কেউ যদি এক সাথে ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন।
আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কাজের জন্য আপনার ও চেষ্টা করুন। পোস্টটি এখানে প্রথম প্রকাশিত। ভাল লাগলে আমার পেজটি লাইক করুন।সময় পেলে আমার পচা সাইটায় একটা উকি মেরে আসতে পারেন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂 কাজের একটি টিউন