আজ ওদেস্ক টেস্ট MS Excel 2007 এর উত্তর গুলো নিয়ে এলাম। এর আগে MS Word 2007 এর উত্তর গুলো দিয়েছেনাম। তারই ধারাবাহিকতায় আজ MS Excel 2007. অদেক্স টেস্ট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আগের পোস্ট গুলোতে এ নিয়ে অনেক কথা হয়েছে। যারা এর আগে এই পরিক্ষাটা দিয়েছেন কিন্তু নম্বর কম ছিল, তাঁরা নিশ্চিত এখান থাকে উত্তর নিয়ে পরিক্ষা দিলে ৯৫% কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন পরিক্ষার জন্য প্রস্তুত হই।
আমি নিজেও পরিক্ষা দিয়েছি। একটু তাড়াহুড়া করার কারনে নম্বর কম এসেছে। আপনাদের যে ফাইলটি দিচ্ছি সেখানে প্রায় ৩ সেট প্রশ্ন আছে। মোটামুটি ১০০ টার মত প্রশ্ন তো হবেই। তাই নিশ্চিন্তে পরিক্ষা দিন।
এখান থেকে তাহলে ফাইলটি ডাউনলোড করে নিন।
কেমন হল কমেন্ট করে জানাবেন। আপনাদের সামান্য কাজে লাগলে আমার এ পরিশ্রম সার্থক। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
Bai onek donnobad..