ওডেস্ক এ আপনার নিজস্ব টিম গঠন করুন

টেকটিউনস সোসিয়াল নেটওয়ার্কের টিউডার ও টিউনার ভাইরা কেমন আছেন? আমি অনেক ভালো আছি ।আপনারা যে আমার টিউন খুব মনোযোগ দিয়ে পরেন 
ও টিউমেন্টকরেন এতে আমার খুব ভালো লাগে।আমি আজ ওডেস্ক এ টিম গঠন করা যায় কিভাবে তা আলোচনা করবো টিম গঠন করার অর্থ হলো আপনি একাধিক 
জনকে হায়ার করতে পারবেন 
হায়ার করার সুবিধা হলো আপনি একটা কাজ বায়ার এর কাছ থেকে নিয়েছেন কিন্তু একা করতে পারছেন না তখন আপনার হায়ার করা যদি একজন থাকে তবে 
দুজন মিলেই কাজটা শেষ করতে পারবেন আপনি যত খুশি তত জনকে হায়ার করতে পারবেন আপনার যদি একটা টিম গঠন করার ইচ্ছা থাকে তাহলে ১০-১৫ জনকে 
হায়ার করে একসাথে কাজ করতে পারবেন আপনারা সরাসরি এই লিঙ্ক থেকে ওডেস্ক এ চলে যান তারপর হায়ার এ ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো হায়ার করুন 
তখন ওডেস্ক টিম সফটওয়্যার এর সাহায্যে কাজ করতে পারবেন এতে আপনার ডলার সরাসরি আপনার ওডেস্ক একাউন্টে যোগ হবে যাদের ওডেস্ক এ একাউন্ট নেই 
তারা এখান থেকে ওডেস্ক এ তারাতারি একাউন্ট করে ।যারা ওডেস্ক এ কাজ দিতে চান তারা ওডেস্ক এ যে কোনো কাজ দিয়ে পারবেন এর জন্য আপনাকে ওডেস্ক  এ 
একটা একাউন্ট থাকতে হবে ।এবং পোস্ট এ জব এ ক্লিক করে ওডেস্ক থেকে কাজ করে নিতে পারবেন ।আবার একই ভাবে বায়ার  ওডেস্ক এ কর্মীকে 
হায়ার করে কাজ করে নেবার জন্য ।


পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন আরো ভালো পোস্ট দিয়ে চেষ্টা করবো 

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কী লিখছেন ভাই? এগুলো কি কনভার্ট নাকি ফাইল টাইপ (এক্সটেনশন)?

কোন কনভার্ট করলে কি ধরনের ফাইলে রুপান্তরিত হয় তার বিবরণ

আপনি যে ভাই কি বুঝাতে চেয়েছেন সেটাই বুঝলাম না ।Convert বলতে আমি তো বুঝি কোন একটি জিনিসকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া ।আর আপনি কি বুঝালেন ? আর EXE ফাইলও যে Convert করা যায় তা আগে জানতাম না।

MP2 – এটি খুম কম পরিচিত ।
M4A – এটি খুম কম পরিচিত ।
AC3 – এটি খুম কম পরিচিত ।
OGG – এটি খুম কম পরিচিত ।
WMA – এটি খুম কম পরিচিত ।

ASF – এটি খুম কম পরিচিত ।
WMV – এটি খুম কম পরিচিত ।
MOV – এটি খুম কম পরিচিত ।
3G2 – এটি খুম কম পরিচিত ।

Apni ei vabe bistarito janachchen !!!!! Great .

সবাই ভালো থাকবেন ও ট্রিটমেন্ট করতে ভুলবেন না ।

Thank you…..kintu keno vai, amader sobai ke treatment korate bolchhen keno ?

যান আপনার জন্য সব আবার ইডিট করে দিলাম

বিপাশা আপু: সবাই ভালো থাকবেন ও ট্রিটমেন্ট করতে ভুলবেন না ।

Thank you…..kintu keno vai, amader sobai ke treatment korate bolchhen keno ?

ট্রিটমেন্ট =কমান্ড =মন্তব্য
সবগুলো একই
এই সাধারণ বিসয়টা টা বোঝেন না

Level 0

boroi moja pailam, aitta fun e nia jaoa houk. Vai ai tune poira obossoi treatment kora lagbo

অনেক তথ্য জানা গেল । এমন টিউন আরো চাই ।

Level 0

MP2 – এটি খুম কম পরিচিত ।
M4A – এটি খুম কম পরিচিত ।
AC3 – এটি খুম কম পরিচিত ।
OGG – এটি খুম কম পরিচিত ।
WMA – এটি খুম কম পরিচিত ।

ASF – এটি খুম কম পরিচিত ।
WMV – এটি খুম কম পরিচিত ।
MOV – এটি খুম কম পরিচিত ।
3G2 – এটি খুম কম পরিচিত ।

Apni ei vabe bistarito janachchen !!!!! Great . সহমত টু বিপাসা

Level 0

lolzzzzz…..i guess someone blindly approved this post 🙂

কি করবো ভাই ওই ফাইল গুলো তো সাধারণত দেখাই যায় না

কারো যদি ফাইল সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে লিঙ্কটিতে দেখতে পারেন – http://www.technologybasic.com/fileformat

পোস্ট ইডিট করা হয়েছে .