অনেক কাজের মাঝেও আজ আবার হাজির হলাম অদেস্ক নিয়ে। আজ নিয়ে এলাম Odesk English Spelling Test US Version Test Answer. একটা সত্য কথা হল, যতই পরিক্ষা দিবেন ততই আপনার প্রফাইল ভারি হবে। যোগ্যতার ক্ষেত্রটা প্রসারিত হবে। তবে ইংরেজী বলে কথা। আমি আপনাদের হয়ত উত্তর গুলো দিয়ে দিচ্ছি। আপনারা পাশও করবেন। কিন্তু এখানেই শেষ নয়। মুল কথা হল, আপনার নিজেকে জানতে হবে। তাহলে কর্ম ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমান করতে পারবেন। তাহলে আমাকে হয়ত বলবেন , আমি স্ববিরোধী কথা বলছি। কিন্তু না। প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেয়ার উদ্দেশ্য হলো পরিক্ষার দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া এবং নিজেকে মেলে ধরা।
এখানে ২ সেট প্রশ্নের উত্তর আছে। আশা করি ৯৫% বা তার বেশি কমন থাকবে। সাথে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। যদি কোন প্রশ্ন কমন না পান তাহলে Microsoft Word ফাইল খুলে বানান টি লিখবেন। ভুল বানান হলে লেখার নিচে লাল দাগ পড়বে আর সঠিক হলে কোন দাগই পড়বে না। যারা বোঝার তাঁরা ইতোমধ্যেই বুঝে ফেলেছেন। তাহলে আর কথা না বাড়াই। এখান থেকে ডাউনলোড করুন আর পরিক্ষায় ঝাঁপিয়ে পড়ুন।সবাই ভাল থাকবেন, আর ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
কাজের টিউন, টিউটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।