Odesk Test: English Spelling Test US Version (পাশ না করে যাবেন কোথায়)

অনেক কাজের মাঝেও আজ আবার হাজির হলাম অদেস্ক নিয়ে। আজ নিয়ে এলাম Odesk English Spelling Test US Version Test Answer. একটা সত্য কথা হল, যতই পরিক্ষা দিবেন ততই আপনার প্রফাইল ভারি হবে। যোগ্যতার ক্ষেত্রটা প্রসারিত হবে। তবে ইংরেজী বলে কথা। আমি আপনাদের হয়ত উত্তর গুলো দিয়ে দিচ্ছি। আপনারা পাশও করবেন। কিন্তু এখানেই শেষ নয়। মুল কথা হল, আপনার নিজেকে জানতে হবে। তাহলে কর্ম ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমান করতে পারবেন। তাহলে আমাকে হয়ত বলবেন , আমি স্ববিরোধী কথা বলছি। কিন্তু না। প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেয়ার উদ্দেশ্য হলো পরিক্ষার দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া এবং নিজেকে মেলে ধরা।

 

 

এখানে ২ সেট প্রশ্নের উত্তর আছে। আশা করি ৯৫% বা তার বেশি কমন থাকবে। সাথে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। যদি কোন প্রশ্ন কমন না পান তাহলে  Microsoft Word ফাইল খুলে বানান টি লিখবেন। ভুল বানান হলে লেখার নিচে লাল দাগ পড়বে আর সঠিক হলে কোন দাগই পড়বে না। যারা বোঝার তাঁরা ইতোমধ্যেই বুঝে ফেলেছেন। তাহলে আর কথা না বাড়াই। এখান থেকে ডাউনলোড করুন আর পরিক্ষায় ঝাঁপিয়ে পড়ুন।সবাই ভাল থাকবেন, আর ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন, টিউটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।

Level 0

Adobe Illustrator cs version er kono answer thakle deben, Pls.

download na koreo to kora jay

Sorry ওটা ফেসবুকে আপলোড করা.. সবাই দেখতে পাবেন না। আমি অবশ্য এম এস ওয়ার্ড এবং ডাউনলোড করা ফাইল দুইটাই ব্যবহার করেছি। ধন্যবাদ। আপনাদের জন্য http://mysample5.6te.net/124.jpg

Level 0

ভাই আপনি যে লিঙ্ক দিয়েছেন সেটি অপেন হচ্ছে না।যদি আবার আপলোড অথবা আমার মেইল-এ মেইল করেন তাহলে খুব উপকৃত হব- মেইল: [email protected]

ভালো জিনিস শেয়ার করলেন

Level 0

উত্তর কম আসে . ১০০ প্রশ্নের উত্তর চাই সব টেস্টের .

দারুণ জিনিসঁ!

কিন্তু উত্তর খুজে পাচ্ছি না। প্লিজ হেল্প করেন।
টিউনের জন্য ধন্যবাদ

    @অনন্ত আকাশ: ভুল উত্তরের নীচে লাল দাগ আছে, যেটি সঠিক তার নিচে কোন লাল দাগ নেই। আবার প্রশ্ন বুঝে উত্তর মিলেয়ে নিন। যদি ভুল বানান চায় তবে যে শব্দের নিচে লাল কালির দাগ আছে সেটি সঠিক উত্তর, যদি সঠিক বানান চায় তবে দেখবেন ৩/৪ টার নিচে লাল দাগ এর একটার নীচে কোন দাগ নেই। আর সেটিই সঠিক উত্তর। আশা করি আর কোন সমস্যা থাকার কথা না।

দারুণ জিনিসঁ!

কিন্তু উত্তর খুজে পাচ্ছি না। শুধুমাত্র এখানে প্রশ্ন দেওয়া আছে। প্লিজ হেল্প করেন।
টিউনের জন্য ধন্যবাদ

আমার ই-মেইল আইডি: [email protected]
ফেসবুক (ই-মেইলের) আইডি: [email protected]
মোবাইল নম্বর: ০১৮২৭-১৬৩১৫৩
প্লিজ,
এবার আপনার নম্বরটা……..