আবারও হাজির হলাম অদেস্ক নিয়ে। অদেস্কে সাধারন কিছু বিষয় থাকে যা জানতেই হয়। এই প্লেসটায় যেহেতু বাহিরের দেশের সাথে কাজ কারবার করতে হয়, তাই ইংরেজী জানাটা বাধ্যতামুলক। তবে সব কাজের ক্ষেত্রে এই পরিক্ষা যে বাধ্যতামুলক তা কিন্তু নয়। তবে যারা প্রথমিক কিছু কাজ করেন, যেমন ডাটা এন্ট্রি, ইমেইল ম্যানেজমেন্ট ইত্যাদি তাদের ক্ষেত্রে ক্লাইন্ট বেশীর ভাগ সময়ই এই পরিক্ষায় উত্তীর্ন হতে বলে। যাই হোক, যেখানে বেশীর ভাগ ক্লাইন্ট আমেরিকান তাই বেশি কথা না বাড়িয়ে পরিক্ষাটা দিয়ে দিলেই হয়। যেখানে আমি প্রশ্ন পত্র ফাঁস করে দিলাম, সেখানে তো আর কোন সমস্যাই থাকার কথা না। তাহলে আর কথা না বলে পরিক্ষায় ঝাঁপিয়ে পড়ুন তাঁরাই যারা এই পরিক্ষা দেন নি।
এখান থেকে ডাউনলোড করুন Odesk Us Basic English Test Answer.
আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে টিউন। আপনাদের কমেন্ট আরও ভাল টিউন করতে উৎসাহ জোগাবে।সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
টিউনটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
ভাই SMM এর উওর পত্রটা যদি থাকে তাহলে একটু দেন। আমার একটু দরকার……….