টেকটিউনস কে আবারও ধন্যবাদ কেননা আমি ৩ টা পোস্ট করেছি কিন্তু এখনো কোনটাই প্রেন্দিং হয়নি .আমি চেষ্টা করছি টেকটিউনস এর ধারা বজায় রেখে তাদের নিয়ম অনুসরণ করে পোস্ট করতে .তারপরও যদি আমার পোস্টে কোনো ত্রুটি থাকে তাহলে টেকটিউনস কে অনুরোধ করবো এই পোস্ট টি মুছে না দিয়ে তা ইডিট করে দিতে .আমি কৃতজ্ঞ থাকিব .
টেকটিউনস এর ব্লগার ও পাঠক ভাইরা কেমন আছেন ?আমি আজ অনলাইন থেকে খুব সহজে কিভাবে মাস্টারকার্ড পাওয়া যায় .এ সম্পর্কে আমি আজ আলোচনা করবো .আমরা অনেকেই অনলাইনে কাজ করি কিন্তু আমারদের অনেকেরই মাস্টারকার্ড নেই ।এখন আমারা বর্তমানে অনলাইন এ কাজ করে ফেক্সিলোড এর মাধ্যমে টাকা নিয়ে আসি ।বেশি টাকা ফেক্সিলোড করে নিয়ে আসাও ঝামেলা । বাংলাদেশের মাস্টারকার্ড বাবহার করার সমস্যা আরো বেশি ।প্রতিবছর ৫০০-১০০০ টাকা লাইন চার্জ বা ভাট দিতে হয় ।এখন যদি আপনি ১ বছর ইন্টারনেটে কাজ না করেন তারপরও আপনাকে মাস্টার কার্ড এর বিল দিতেই হবে ।তো আর ভেবে কি লাভ পেপাল ও বাংলাদেশে সাপোর্ট করে না ।মন খারাপ করবেন না আমি আজ আপনাদের এমন একটি মাস্টারকার্ড দিবো যার কোনো লাইন রেট বা বাৎসরিক ভাট দিতে হবে না ।এবং এই মাস্টারকার্ড সব জায়গায় সাপোর্ট করবে । এই মাস্টারকার্ড যে কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় নিতে হবে ।আমি আজ ওডেস্ক থেকে কিভাবে মাস্টারকার্ড নেওয়া যাবে তার উপায় বলে দিবো ।এবং কোনো কোম্পানিতে কর্মরত ছাড়া কিভাবে মাস্টারকার্ড পাওয়া যায় তার উপায় বলে দিবো ।
প্রথম ধাপ
ওডেস্ক এ যাদের একাউন্ট করা আছে তারা ওডেস্ক এ লগইন করুন এবং যারা এখনো ওডেস্ক এ
একাউন্ট করেন নাই তারা এখনি থেকে ওডেস্ক এ একাউন্ট করে নিন ।
দৃতীয় ধাপ
এখন Wallet>Withdrawal Method>Payoneer Debit Card>Sign Up Now এ ক্লিক করুন ।
তৃতীয় ধাপ
এখন গেট ইউর প্রিপেইড মাস্টার কার্ড নাও এ ক্লিক করুন এবং তিনটা স্টেপ সটিক ভাবে পূরণ করুন ও ফিনিস
করুন ।
বিশেষ দ্রষ্টব্য : তিনটা স্টেপ খুবই ভালোভাবে ও সঠিক ভাবে পূরণ করুন কেননা ভুল হলে তা আর কখনো
সংশোধন করা যাবে না ।
চর্তুথ ধাপ
এখন আপনার ইমেইল চেক করুন দেখবেন কার্ড পাবার বিস্তারিত লেখা আছে ।
এখন আপনার ইমেইলে আসা মেইল অনুসরণ করুন ও ২০ দিনের মধ্যে আপনার পোস্ট অফিস থেকে আপনার মাস্টারকার্ড নিয়ে নিন ।
প্রথম ইমেইল
দৃতীয় ইমেইল
পঞ্চম ধাপ
কার্ড পাওয়ার পর আপনার কার্ড টি এক্টিভেট করার জন্য পেওনার এ গিয়ে এক্টিভেট ইউর কার্ড এ ক্লিক করে
লগিন করুন ও আপনার কার্ড এর নাম্বার দিতে দিন ।
কোনো সমস্যা হলে কমান্ড করবেন ।এবং কমান্ড করতে ভুলবেন না ।
সবাই ভালো থাকবেন ।
আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/
টিউন পেন্ডিং নিয়ে আপনার ভীতি উল্লেক করার মতো। 😛