ফ্রীলাঞ্চিং যারা করতে চান, বিশেষ করে যারা তেমন কোন কাজই জানেন না কিন্তু কাজ করতে চান তাদের অধিকাংশের প্রথম পছন্দ থাকে Data Entry. ওদেস্কে ক্লাইন্টরা Data Entry কাজ দেয়ার সময় বিশেষ করে MS Word, Excel ইত্যাদির উপর দক্ষতা চায়। তাই আজ আপনাদের জন্য অদেস্ক টেস্ট MS WORD 2007 এর Answer গুলো দিয়ে দিলাম।
অনেকে আছেন যারা MS Word ভাল কাজ পারেন, কিন্তু অদেস্ক এ টাইম ফিক্সড থাকায় ৪০ মিনিট এ সব প্রশ্নের উত্তর সবাই ভাল ভাবে নাও দিতে পারেন। কিন্তু আমি বিশ্বাস করি, এ পরিক্ষায় ভাল না করা মানে যে তিনি কাজ পারেন না, তেমন টি নয়। তাই বাংলাদেশের ফ্রীলান্সারা যাতে নিজের ভাল ভাবে উপস্থাপন করতে পারে তার জন্য আমার এ প্রচেস্টা। আশা করব কেউ এটিকে খারাপ ভাবে নেবেন না। ফাইল টি এখান থাকে ডাউনলোড করুন। সবাই ভাল থাকবেন। আশা করব কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।
পোস্টটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।
আল্লাহ হাফেজ
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
ভালো পোস্ট