আগের টিউনে যে SKYLANCERS নিয়ে লিখলাম। আজ সেটি বন্ধ হয়ে গেল। আজ কে তাদের প্রথম
পেমেন্ট তারিখ। প্রথম দিনে বন্ধ হয়ে গেল। আজকে আমার তাদের কত্থা খুব জানতে ইচ্ছা করসে।
সেই নওরোজ এবং কিরন বেস্ট আর ও অনেকে। এখন কি বলবেন? নওরোজ ভাই এটা আপনার টিউন
https://www.techtunes.io/freelancing/tune-id/124605
এর উত্তর সেদিন অনেকে দিয়েছিল । আমি ও দিয়ে ছিলাম। আমি বলেছিলাম এ ধরনের বিপদ আপনাদের কে
রক্ষা করার জন্য টেক টিউন এ এত PTC নিয়ে লেখা হই। যাহক বাংলাদেশে এরকম অনেক ধান্ধাবাযি
কোম্পানি আসছে আবার বন্ধ হচ্ছে। এটা নুতুন কিছু না । তারপরেও আমরা স্বপ্ন বিলাসী বাঙ্গালী এই সব দিকে
ছুটে যাই। যাহক এখন কি করবেন আপনারা ? যদি এইসব কোম্পানি বন্ধ হয়ে যাই। এই প্রশ্ন অনেকে করেছিল
উপরের টিউনে । আজ আমি করলাম এই টিউনের মাধ্যমে ।
আমি আপনাদের উত্তরের অপেক্ষাই থাকলাম।
আমি শোভন ক্রিয়েটিভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা চলে গেছে তাই কি হয়েছে । আবার একটা আসবে সেইটাই আবার ডূকবো । ভাল থাকবেন ।