এক মহাসারথির (ক্লিককারীর মতে) পতন

আগের টিউনে  যে SKYLANCERS নিয়ে লিখলাম। আজ সেটি বন্ধ হয়ে গেল। আজ কে তাদের প্রথম

পেমেন্ট তারিখ। প্রথম দিনে বন্ধ হয়ে গেল। আজকে আমার তাদের কত্থা খুব জানতে ইচ্ছা করসে।

সেই নওরোজ এবং কিরন বেস্ট আর ও অনেকে। এখন কি বলবেন? নওরোজ ভাই এটা আপনার টিউন

https://www.techtunes.io/freelancing/tune-id/124605

এর উত্তর সেদিন অনেকে দিয়েছিল । আমি ও দিয়ে ছিলাম। আমি বলেছিলাম এ ধরনের বিপদ আপনাদের কে

রক্ষা করার জন্য টেক টিউন এ এত PTC নিয়ে লেখা হই। যাহক বাংলাদেশে এরকম অনেক ধান্ধাবাযি

কোম্পানি আসছে আবার বন্ধ হচ্ছে। এটা নুতুন কিছু না । তারপরেও আমরা স্বপ্ন বিলাসী বাঙ্গালী এই সব দিকে

ছুটে যাই। যাহক এখন কি করবেন আপনারা ? যদি এইসব কোম্পানি  বন্ধ হয়ে যাই।  এই প্রশ্ন অনেকে করেছিল

উপরের টিউনে  । আজ আমি করলাম এই টিউনের মাধ্যমে ।

আমি আপনাদের উত্তরের অপেক্ষাই থাকলাম।

Level 0

আমি শোভন ক্রিয়েটিভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা চলে গেছে তাই কি হয়েছে । আবার একটা আসবে সেইটাই আবার ডূকবো । ভাল থাকবেন ।

Level 0

এই গরুরা ভিক্ষা করেই খাবে শত সতর্ক করা হলেও এদের খেটে খাওয়ার মুরুদ যে নায়

যারা টাকা হারিয়েছেন তারা খুব তারাতারি একত্র হয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে যোগাযোগ করুন।

@sojib:ta hobe keno? Jara tk/ hariase taderke bolun abar tk jugar korte. Aro notun notun mlm/ptc(moroner logo molom)site open korle tk joma dite hobena!

টিউনারকে বলছি, ভাই যতই চিল্লা চিল্লি করুন না কেন কোন লাভ হবেনা। ওরা পিটিসি নিয়েই থাকবে। আমরা যারা ধূমপান করি, তারা কিন্তু সবাই কম বেশী জানি এটা ক্ষতিকর। তারপরও কি এর চাহিদা কমছে।কমেনি বরং দিনদিন বাড়ছে… বেশ কিছু দিন আগে মহা বিজ্ঞানী আমিনুল(পিটিসি আমিনুল) কে নিয়ে টিউন করা হয়েছিল টেকটিউন্সে।তাতে কি আমিনুল সাহেব পিটিসি ছেড়ে দিয়েছেন? না তিনি পিটিসি ছাড়েননি বরং পিটিসির গুনগান বন্দনা করতে একটা ওয়েব সাইট খুলেছেন! সেখান থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করি। তিনি বলেছেন মাসে নাকি ছয় হাজার টাকা আয় হয় তার। তিনি তো একজন বিজ্ঞানী! তাকে কি ষাড় বলে ডাকবো নাকি পিটিসি এক্সপার্ট বলে ডাকব বুঝতে পারছিনে? এখানে দেখুন! http://scientistaminul.com/

Level 0

ভাইজানেরা
যার যে কাজ ,তাকে সেটাই করতে দেন ।
অযেথাই কষ্ট পান কেন ? চেষ্টা তো কম করলেন না ।

গুল্লি মারেন PTC রে………….!!

ভাই জান আপনাদের কতো গেল । এতো লাফা লাফি করেন কেন ? আমার ১০,০০০/- গেছে কই আমি তো লাফা লাফি করছি না । ভাই জান নিজের চরকাই নিজে তেল দেন। মানুষের পিছনে আর লাগেন না । কেই কি বলছে যে আপনি PTC করেন আমার ভাল লাগে আমি করছি আপনার ভাল লাগলে আপনি করবেন। আর কখন ও অনের পিছনে লাগবে না। ভাল থাকবে বাই।

    @Md Mehedi Hasan Nayon: একটু জ্বলা স্বাভাবিক। কেবল গেল ত।ভাই উপদেশ দিতে চাই না তারপরে ও বলি কষ্ট করে income করা শিখি। কিছু শেখেন তারপর নামেন outsourcing এ অনেক টাকা income করতে পারবেন।

    @Md Mehedi Hasan Nayon: এত সুন্দর কইরা কইলাম বেক্কলের পাসায় জির ঢুকলে ঠান্ডা লাগে তার পরেও শিক্ষা হইলো না.তরার PTC দেইখা চরকার তেল এত বেশি হইসে না দিয়া পারিনা. তরা হিজরার মত.লাত্তি না খাওয়ার অগে ঠিক হবিনা

@শোভন ক্রিয়েটিভ: ভাই জান আমি পড়া শুনা করি পাসা পাসি বসে না থেকে PTC করি। আগে Facebook নিয়ে ফাও সুমাই কাটাতাম। আর এখন PTC নিয়ে সুমাই কাটাই।

    @Md Mehedi Hasan Nayon: পড়াশুনা আমিও করি। প্রতেকদিন ৩-৪ ঘণ্টা কম্পিউটার এ odesk এ কাজ করি। ভাই আমার কোন ক্ষতি হই না। এবং আমি মাসে পুরা নিজেই নিজের খরচ চালাই। আর একটা সুবিধা কি জানেন মাঝে মাঝে আমি কিছু advanced করে রাখতে পারি, যদি পরের দিন বাস্ত থাকি। কিন্তু PTC তে এ ধরনের কোন সুযোগ নাই। আপানার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনিই করতে হই। তাই না ভাই। পুরাতাই আপনার ইচ্ছা শক্তি।

    Level 0

    @Md Mehedi Hasan Nayon: তো আজ অফিস ভাঙ্গতে গেছেন কেন? ১০ হাজার গেছে যাক না। বড় বড় কথা অনেক বলেছেন পিটিসি নিয়া আপনারা। আর বসে বসে ক্লিক করতে কোন মেধা লাগে না। রাস্তা বসে ভিক্ষা করতে কোন ইনভেস্টমেন্ট লাগে না। নিজে তো ধরা খাচ্ছেন পাশাপাশি অন্যদের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। লজ্জা লাগে না পিটিসির কথা বলতে?
    http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Economics&pub_no=901&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=4

    http://jugantor.us/enews/issue/2012/06/02/news0630.htm

    লজ্জা থাকলে আর কথা বলবেন না পিটিসি নিয়ে। আর যদি মানুষ না হয়ে অন্য প্রাণী হন তাহলে বলতে পারেন।

      @swordfish: ভাই ওরা না বলে ওদের কোন ইনভেস্ট নাই তো ১০০০০/= ধরা খাইলো কিভাবে????????????

Jara PTC kore, tader juta pita dite mon chai!!!!

@শোভন ক্রিয়েটিভ: ভাই জান odesk এর কাজ কি। যদি বলেন তো ভাল হয়।
@swordfish: ভাই জান PTC ছিলো PTC আছে PTC থাকবে। যার ভাল লাগবে সে করবে। যার ভাল লাগবে না সে করবে না। এটা সাধারন কথা। এর জন্য আপনি কাও কে খারাপ কথা বলতে পারেন না।
@SHAKIL QURAISHI: ভাই জান জারা PTC নিয়ে খারাপ কথা বলে তাদের জুতা মারেন।
@swordfish: ভাই জান একটা যাবে আর একটা আসবে এটাই নিয়ম। আপনাকে আমি চিনি না। তার পরেও আপনি এমন ভাবে কথা বলছে যে আমি আপনার জমি লিখে নিছি। ভাই জান টেকটিউনস ব্যবহার করি ভাল লাগে তাই। এখন আপনারা যা করছেন তাতে টেকটিউনস ব্যবহার করা বাদ দিতে হবে। সবাই ভাল থাকবেন । আসা করি আর কিছু বলবেন না । ভাল থাকেন বাই ।

Level 2

ami apner blog aga pora friend der janiyachilam,kaou sunani,,ami sunachilam tai bacha gachi.apnaka thanks.tarpor o asha korbo agami ta aro bolg kora amder ka new way dekhaben ,ay asha rakchi…many many thanks

    @SHAPOL7579: খুবই ভাল লাগলো। অন্তত একজন কে ত বাচাতে পারলাম। হিনশাল্লাহা সামনে চেষ্টা করব আর ও ভাল কিছু লেখার জন্য।

PTC lover der k boltesi, jara hijecking kore income kore, setau income hoy, prostitute er tau income, ai type income er digital rup hoitese PTC, add click. Apni jodi prostitute er income k grhina koren, tahole nije sei poddotite keno income korben… 3-4 din age 1ta apu PTC er bepare ai blog e onk valo kisu likhse, seta poren, tahole onk kisu jante parben.
https://www.techtunes.io/internet/tune-id/125652

ভাই জান আপনাদের জন্য একটা দুংখের সংবাদ দেব। Skylancer আবার কাজ শুরু করছে। আমি জানি এটা আপনাদের জন্য বিশাল দুংখের সংবাদ । ভাল থাকবেন। আশা করি আপনাদের উত্তর পাব ।

আসলেই মাথায় ঢুকতেসে না ptc এর প্রতি এত ভালোবাসা কোথা থেকে আসে। যেই ছাগল গুলা এইসব সাইটে কিলিক মারে তাদেরকে জিগাইলে কয় এইটার মাধ্যমে নাকি বাংলাদেশের বেকারত্ব কিছুটা হলেও কমতাসে। হায়, রে বাংলাদেশের জনগণ! বেকারত্ব সংঙ্গাই যে তাদের জানা নাই। মাসে ৫-৬ হাজার টাকা ইনকাম করা নাকি বেকারত্ব নিরসন! নয়ন মিয়ার কথাবার্তায় তো মনে হইল তিনি মাসে এত বেশি ইনকাম করেন যে ptc এর সুনাম তার মুখ দিয়া এমনি এমনি বাহির হইতাসে। আজব পাবলিকে কি বাংলাদেশ ভইরা গেলো? নয়ন মিয়া আরও জিগাইসে oDesk কি জিনিস! আজকের যুগের মানুষ হইয়া oDesk চেনে না! আপনার জন্য সবচাইতে সহজ সংঙ্গা হইলো … oDesk হইলো ptc এর বিপরীত জিনিস। এইখানে হারাম খাওন যায় না। পরিশ্রম কইরা আয় করতে হয়। আর আয়ের পরিমাণ টা জানলে আর ptc রে খোচাইয়া মারতেন না। আরেক মিয়াসাহেব আলম27 কইলেন, জুমলার উপর কাজ শিইখা উনি তেমন কিসুই করতে পারেন নাই। উনার প্রতি জিজ্ঞাসা, আপনি কি সত্যই শিখছিলেন? যদি ঠিকমতো শিখতেন তাইলে অনেক কাজ পাইতেন। তাই নিজের বোকামির লাইগ্গা ভাল কোনো কিসুরে খারাপ কইয়া চালায়া দিলে নিজেরই লস। হায় রে ptc…. পোলাপাইনেরে মাথা মোটা কইরা ছাইরা দিলো।

    @ashik arefin: ওদের কথা বার্তা দেখে আমি কমেন্ট করা বন্ধ করে দিয়েছিলাম । আপনাকে খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Thanks.
ভাই জান আমি আমার ভুল বুজতে পারছি ।