প্রথমে আমি সবাই কে সালাম জানাই "আস-সালামু-আলাইকুম"। আমি Techtune রেগুলার reader.কিন্তু এই প্রথম আমি কোন লেখা পোস্ট করলাম।তাই ভুল হলে মাফ করবেন।আমি আসলে কিছু কথা বলব বাংলাদেশী PTC সাইট নিয়া।
আমি যতদূর জানি বর্তমানে বাংলাদেশে অনেক PTC সাইট আছে । আমি সঠিক জানি না কই টা আছে। টার মধ্যে DOLANCER,SKYLANCER,SHERATON BD,LANCETECH এবং আর ও অনেক। টার মধ্যে আমি একটু SKYLANCER নিয়া একটু নাড়ানাড়ি করেসি। এইটা নাড়ানাড়ি এই কারনে হয়েছে যে আমার এক এলাকার ছোট ভাই এতে জরিত। যা হক এ বার আসি আসল কথাই। প্রতমত SKYLANCER নামক কোম্পানি প্রতিদিন ১০০ টা লিঙ্ক দেই। ১০০ টা লিঙ্ক এ ক্লিক করলে আপনি $১ পাবেন।
এইটা নুতুন কি? তাই না। SKYLANCER কোম্পানি যেটা বলে (মানে আমার ছোট ভাই) তারা নাকি SEO কে follow করে ওই লিঙ্কে কে traffic বারিয়ে SEARCH ENGINE top আনার চেষ্টা করে। আমি SEO সম্পর্কে খুব ভাল জানি না।
তাই ভুল হলে সংশোধন করে দিয়েন। আমি যত টুকু জানি OFF SITE SEO করা হই যাতে সাইট টি SEARCH ENGINE top এ আসে। OFF SITE SEO মানে Link Building.তাছারা বর্তমানে Giant Search Engine Gooogle, SEO কে বেশ পরিবর্তন করেছে। যাহক সাধারণত traffic বাড়ানোর জন্য Link Building করা হই ওই সাইতে related কোন কীওয়ার্ড কে base করে। কিন্তু SKYLANCER এ direct লিঙ্ক দেওয়া থাকে। যদি SKYLANCER এ নিয়ম কে follow করে তাহলে Google এ আমাদের কীওয়ার্ড কে বাদ দিয়া লিঙ্ক লিখে সার্চ দিতে হবে।
তারপরেও মেনে নিলাম যে ওরা এখান থেকে আয় করে। যেসব buyer রা তাদের কে লিঙ্ক দেই তারা কি এইসব সম্পর্কে কিচুই কি জানে না। তারা না জেনে তাদের কে টাকা দেই এই ধরনের PTC Campagin করতে। নাকি আমরা বাঙালি বোকা। SKYLANCER তাদের মন গড়া মত লিঙ্ক দিয়া দেই আমরা সেটাই ক্লিক করি। আর মনে করি তারা এইভাবে আয় করে টার কিছু অংশ হইত clickerদের দেই।কিন্তু আমরা কি একবার ও চিন্তা করি না কেন buyerer রা সবকিছু জেনেই তারপর তারা কাজ টা দেই। তারা আমাদের বাঙালি মত বোকা না। এবার আসি Google নিয়া। আমি যতটুকু জানি ১ টা আইপি থেকে ২৪ ঘণ্টাই একতাই ক্লিক গ্রহণ করে। অথচ SKYLANCER এ একি যাইগাই একি ওয়েবসাইট এর ৭ টা লিঙ্ক দিসে। নিচের ছবি টা দেখেন।
এ রকম বেশির ভাগ লিঙ্ক ই ৮ -১০ বার থাকে। মনে করলাম buyer রা PTC Campagin করার জন্য টাকা দেই। ধরলাম এখন একটা ক্লিক করার জন্য buyer $.৫ দেই।(যেটা অসম্ভভ) তাহলে কি দাঁড়ালো ? ১ টা অ্যাকাউন্ট থেকে SKYLANCER আমাকে একটা লিঙ্ক এর জন্য $.০৭-$.১২ দেই। তাও । আরও আসি এবার আমরা একসাথে কয়টা অ্যাকাউন্ট কাজ করি। সর্বনিন্ম ৩- ২০০০(আমি যেটা জানি একজনের ২০০০ টা আসে)টা পর্যন্ত । তাহলে কি দাঁড়ালো .০৭*১০(১০ টা অ্যাকাউন্ট গড় ধরলাম)=$.৭ দেই buyer এর হিসাবে একটা ক্লিক করার জন্য। তাহলে বাকি $.২ কই থেকে দেই। তাহলে আমি এত টুকু বুযলাম এরা লিঙ্ক থেকে কোন আয় না। এবার আসা যাক সবচেয়ে মজার একটা বিষয় এ।
সেটা হল আমি একদিন ধানমন্দির SKYLANCER অফিস এ গেলাম।( ছোট ভাই এর আনুরধ আ)ভাই কি বলব। দম বন্ধও করা পরিবেশ।কিচু লোক ল্যাপটপ নিয়া বসে বুযাসসে এবং তাদের ব্রেইন ওয়াশ করসে। আর একটু এই দিকে আসলাম দেখি বেশ বড় লাইন।কি কারনে জিজ্ঞাসা করলাম কি কারনে বলল $ কিনছে অ্যাকাউন্ট আপডেট করবে।১৮ ই মে তারিখ লাস্ট সময়। ত কত টাকার কিনবেন। উনি বললেন ৬৬০০০ টাকা মত। আমার ত মাথাই !!!!!!!! কি করলাম জীবনে। এবার একটু ডান দিকে গেলাম ।
দেখি কিছু লোক ফরম নিয়া বসে পূরণ করসে, কি এটা? তারপর যা বলল আমি ত হতবাক। ওই ফরম হল ইমেইল পরিবর্তন করার ফরম। ইমেইল পরিবর্তন করার জন্য আবার $৩ লাগবে তথা ২২৫ টাকা। ইমেইল পরিবর্তন করতে ২২৫ টাকা লাগবে। টাকা এত সস্থা। যে দেশের মানুষ ইমেইল পরিবর্তন করার জন্য ২২৫ টাকা খরচ করতে দ্বিধা বোধ করে না সে দেশের মানুষ আবার গরীব। আবার এরা নাকি নিযাদের গরিব্বত দূর করার জন্য এই PTC কে বেছে নিয়াছে। কি হাস্যকর তাই না।
এবার একজন এর সাথে কথা হল সে কিনা টাকা তুলতে আসছে। ত টাকা টোলার সময় আবার নাকি ট্যাক্স কাটছে। কত %। টা সঠিক মনে নাই। গভর্নমেন্ট কে দিতে হবে তাই।ত আমি বললাম তাহলে আপনাকে রশিদ দিসে। সে বলল না। তাহলে কিসের ট্যাক্স। এই টাকা সে আদই গভর্নমেন্ট কে দিবে। মনে হই না। তারপর বললাম আপনি যে অ্যাকাউন্ট কিনছেন টার কোন প্রমান আসে? টার উত্তর না। হাই রে বাঙালি??? ত তারা কিভাবে ধোঁকা দিয়া মানুষের কাছে টাকা নিছছে।
তিন ধাপে প্রথম এ টাকা নেই অ্যাকাউন্ট খোলার জন্য। (২)কোন প্রবলেম হলে টাকা দিয়া ঠিক কর। (৩)টাকা নেওয়ার সময় গভর্নমেন্ট ট্যাক্স নামক নুতুন করে টাকা দাও। টাকাই টাকা। যে দিক থেকে যান না কেন আপনাকে টাকা ই দেওয়া লাগবে। যাহক ভাই আরও অনেক কিছু লিখার ইসসা ছিল।ভুল হলে ক্ষমা করবেন। হিনশাল্লাহ সামনে ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ সম্পর্কে কিছু tutorial লিখার ইসসা আসে।আর আজকে একটু কষ্ট নিয়া শেষ করলাম। আর আল্লাহ কাছে প্রাথনা করি এ দেরকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে।
আমি শোভন ক্রিয়েটিভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরকম আরো দু’চার টা রিভিউ আশা করছি। তাহলে যদি ঘুমানোর ভান করে থাকা মানুষদের ঘুম ভাঙে… 🙂