অভিজ্ঞদের সাহায্য না পেলে বাংলাদেশ থেকে কোন দিনও PTC, Click Ads এর ভুতের ডলার তাড়াতে পারবেন কি ?

হা প্রশ্নটি আপনাকেই করলাম!

যদি মনে করেন যারা PTC করতে চায় করুক, তাতে আমার কি ? হা মনে করতেই পারেন । কিন্তু দুই দিন পর ঠিক আপনি দেখবেন যে আপনার পাশের বাড়ির ছোট ভাই সামান্য কয়টি টাকার জন্যে আর অনলাইনে কাজের ধারনা না থাকায় একই পথে পা দিয়েছে । কেমন লাগবে আপনার ? খারাপ লাগারই কথা । আরো বেশি খারাপ লাগবে যখন চাকুরীর জন্যে হন্যে হয়ে খুজে ফেরা এক বেকার আপনার কাছে একটা কাজ চাইবে, তখন হয়তো তাকে একটা কাজ দিতেও পারেন, কিন্তু যারা আপনার কাছে হাত পাততে লজ্জা করে! তাদের কে তো আপনি আগ বাড়িয়ে কাজ দিতে যাবেন না, (হা যেতে পারেন, তাহলে মানবো আপনি সেই মহৎ) কিন্তু কয়জন পারেন এই মহত্ব দেখাতে ?

বাংলাদেশ এর বেকার সমস্যার প্রেক্ষাপট ?

এটি নতুন কোন বিষয় নয় তাই জ্বালা নিয়ে আমি আপনাদের মাথা নষ্ট করব না।

আমাদের সমাজ উপযুগী পদক্ষেপ, আর পরিকল্পনা আমাদের আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে তাতে আমাদের কোন সন্দেহ নেই। ছোট দেশ আর বিশাল জনগোষ্টী আমাদের সম্পদ যেন গ্রাস করছে, নানা মুখি সমস্যা সমাধানও শুধু মাত্র সরকার এর প্রত্যাশায় থাকা যেন আমাদের তীর্তের কাকের মত করে তুলেছে

কোথায় একটা কাজ পাই ? একটা কাজ দেন !

আমাদের মানুষ আমাদের সম্ভাবনা !!

আমাদের মানুষ গুলো কি বোঝা ? না কখনই নয়, একেক জন মানুষ একেকটা সম্ভাবনা, একেকটা আকাশের তারা, শুধুমাত্র আকাশে উড়তেই যা একটু বাধা আমাদের, আমাদের জনগন সারা বিশ্বের দেশে কাজ করছে, তাদের মেধা, শ্রম, আর সাধনা কে কাজে লাগাচ্ছে অন্য জাতি, তাহলে তারা কিভাবে বোঝা হয় ?

অনলাইন খুলে দিয়েছে আমাদের নতুন সম্ভবনার দুয়ার !

অনলাইনে আয় এটাও এখন অনেকের কাছে পুরনো হয়ে গেছে! কিন্তু বিশাল একটা সংখ্যার মেধাবী রয়ে গেছে অন্ধকারে, তাদের কাছে PTC, Click ads, MLM এর ভুতের ডলার এখন বিল গেটস হবার স্বপ্ন দেখায়, ক্লিকে ক্লিকে ভেসে যেতে যায় দশতলা বিল্ডিং বানানোর স্বপ্ন, কিন্তু বিল্ডিং বানানোর আগেই দেখা যায় বিল্ডার্স কোম্পানী টাকা নিয়ে পালিয়ে যায় কিংবা একটা রড কেনার টাকাও জোটে না!!

কিন্তু আবার মাথা নষ্ট হয় যখন অনবরত ফেইসবুকে বন্ধুদের টাকা ইনকামের বিশাল বাজেট, আর ৫০০/১০০০ ঘন্টার কাজ শেষ করার নতুন নতুন রেকর্ড দেখে।

হা একটু পরিশ্রম, মেধা, আর কৌশল হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার, যারা ইতিমধ্যেই এই কাজের সাধ পেয়েছেন তারা নিশ্চই বুঝতে পারছেন যে স্বপ্ন দেখার সাথে কতটা মেধা, শ্রম দিতে হয়

তাহলে যারা কাজ শিখতে চায়, পরিশ্রম করতে চায় তারা কেন পিছিয়ে থাকবেন ?

তাদের কে কি আমাদের সাহায্য করা উচিত নয় ? সামান্য কিছু পরামর্শ, গাইডলাইন, কাজের সুযোগ করে দিয়ে ?

সৌজন্যে:

http://www.odataentry.com

ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/oDataEntry

Level New

আমি odataentry.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাদের দেশ এর জন্যে সামান্য কাজের সুযোগ তৈরী করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সকলেই মিলে SMM, SEO, Forum Posting, Article Writing, Classified Ads Posting, Dataentry কাজ গুলো করতে পারি এবং পার্ট টাইম কাজ করে নিজের সামান্য আয় এর সুযোগ করতে পারি। আপনার যেকোন মতামত, পরামর্শ , অনুরোধ, ধারনা দিয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি আপনার কথার সঙ্গে একমত । যতদিন অভিজ্ঞ ভাইয়েরা শুধুমাত্র উৎসাহ দিয়ে যাবে,ইনকামের পথগুলোকে সযত্নে নিজের পকেটের মধ্য রেখে দিবে, ততদিন PTCভুত এদেশে থাকবে৷ এটার জন্য অন্যকে গালাগালি ও জ্ঞান না দেওয়াটাই সমীচিন বলে মনে করি ।