ফ্রিলান্সিংয়ে যে ধরণের ভুল কখনোই করবেন না

যারা অনলাইনে আয় করতে আগ্রহী তাদের জন্য লাগবে । শুধু একটাই আশা যে তরুণ সমাজ যেন PTC সাইটের দিকে না ঝুঁকে । কোন ভুল হলে বলে দিবেন আশা করছি ।

মানুষ মাত্রই ভুল কিন্তু তারপরও আপনি যদি সর্তকভাবে কাজ করেন তবে এ ভুলের মাত্রা অনেক তো কমে যাবেই বরং না হওয়ার সম্ভবনাই বেশি থাকবে। ফ্রিলান্সিং ক্যারিয়ারে যারা নতুন মূলত তাদের জন্যই আমার এ লেখা।

যে কোন ক্যারিয়ারেই আপনাকে আপনার প্রফেশনালিজম ধরে রাখতে হবে যদি আপনি তা না পারেন তবে তা আপনার ক্যারিয়ারের জন্যই ক্ষতিকর। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক সময় অনেক কিছু করি কিন্তু সতর্কভাবে করি না। ফলাফল হিতে বিপরীত হয়। সুতরাং সতর্কভাবে কাজ করুন এবং ক্যারিয়ারে সফল হন।

নিচের বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন:

১. ক্লায়েন্টের সাথে যখন কথোপকথোন করবেন সবসময় খেয়াল রাখবেন যে ক্লায়েন্টের নামের বানান যেনো ভুল না হয়। ইমেইল করার সময় এ ব্যাপারে আরো বেশি নজর দেওয়া উচিত। এই ভুলটা দেখতে ছোট হলেও খুব বড় ধরনের ভুল। কারণ যারা ছোট ছোট বিষয়ে ভুল করে তারাই বড় ধরনের ভুল করে । মানুষের একটা স্বভাব হল কেউ যদি তার নাম বিকৃত করে এটা সে পছন্দ করে না সুতরাং কখনই ক্লায়েন্টের নামের বানান ভুল করবেন না।

২. নিজের নাম লেখার সময় বানান ভুল করবেন না, অনেকই আছে অতি দ্রুত লিখতে গিয়ে এ ধরনের কাজ করে ফেলে।

৩. আমার পরিচিত একজন ছিল যে তার নামের নিচে বিশাল বিশাল টাইটেল লিখত যেমন CEO of … Company, CTO of …..another company, Head …. of IT, Designer…. Developer এবং আরো অনেক কিছু। এটা নিজেকে বোতল প্রমান করার একটা নমুনা মাত্র। শুধু আপনার নাম লিখুন এবং নিচে একটি মাত্র টাইটেল লিখুন যেমন Software Engineer অথবা Designer এরকম। এতটুকুই যথেষ্ট। টাইটেল লাগালেই কিছু অর্জন করা যায় না বরং কাজ দিয়েই অর্জন করতে হয়।

৪. অবশ্যই গ্রামার এবং বানানের দিকে নজর দিবেন। ইংরেজী যদি ভালো না পারেন তবে ভালভাবে শিখুন এবং অবশ্যই ব্রাউজারে একটা ডিকশনারি ইন্সটল করে রাখুন। এতে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবেনা। আপনি কি লিখছেন এটা যদি ক্লায়েন্ট বুঝতেই না পারে অথবা ভুল বোঝে তাহলে আপনার জন্যই বিপদ, কারণ ক্লায়েন্টের হাতেই রয়েছে আপনার ফিডব্যাক দেওয়ার চাবি।

৫. নেগেটিভ কথা বলার পরিবর্তে পজিটিভ কথা বলার অভ্যাস করুন। ধরুন আপনি হয়তো বলতে চাইতেছেন “এই কাজটা করার দরকার নাই”। এটা না বলে বলুন “এই কাজটা যদি আমরা এভাবে করি তাহলে অনেক ভালো হবে”।এতে ক্লায়েন্ট আপনার উপর খুশি হবে।

৬. টেক্সট চ্যাটে আমরা অনেকেই শর্ট ভাবে অনেক কিছু লিখে থাকি যা কখনই ক্লায়েন্টের সাথে কথা বলার সময় করবেন না। যেমন আমরা হয়তো লিখে থাকি U এটা না লিখে লিখুন You

৭. অতিরিক্ত বকবক না করে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলুন। ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি টুইটার এপিআই নিয়ে কাজ করছ কিনা? তাহলে আপনি এ বিষয়ে কথা বলুন অথবা এর সাথে সম্পর্কযুক্ত বিষয়ে কথা বলুন। কিন্তু আপনি যদি বলেন আমি টুইটার না জুমলা নিয়া অনেক কাজ করছি তাহলে ব্যাপারটা খুবই অপ্রাসঙ্গিক হয়ে দাড়ায়।

৮. প্রজেক্ট ডেডলাইনের ব্যাপারে সতর্ক থাকুন। ক্লায়েন্টকে যদি কথা দিয়ে থাকেন ২০ তারিখের মধ্যে কাজ করে দিবেন তবে যেকোন ভাবেই হোক সেটা সম্পন্ন করুন। অন্যথায় ক্লায়েন্ট আপনার উপর অসন্তুষ্ট হবে।

৯. আমরা সবাই কাজ করি টাকা আয়ের জন্য তাইনা। কেউ কাজ করে ভালবেসে কেউ করে বাধ্য হয়ে। কিন্তু কাজ করার পর যদি টাকাই না পান তাহলে কেমন লাগতে পারে একবার ভাবুন। সুতরাং একজন নতুন ক্লায়েন্টের সাথে কাজ করার আগে যতভাবে পারুন তার সম্পর্কে জানার চেষ্টা করুন, যাতে কখনই খারাপ ক্লায়েন্টের হাতে পরতে না হয়।

আশা করি টিপস্ গুলো কাজে লাগবে

 

Level 2

আমি Zannat Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't get confused between my personality and my attitude... my personality is who I am, my attitude depends on who you are... ;)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পড়লাম সবটাই। টিপস গুলো ভালোই দিয়েছেন। মাথায় রেখে দেয়ার মতোই 🙂

দোয়া করবেন আপনারা যেন ভবিষ্যতে এমন পোস্ট আরও দিতে পারি । 🙂

🙂

Jobbor akkhan post hoise…..
Majhe majhe ai rokom advise/post na dile hoy?

Keep it up my dear sister….

thnx bro.. 🙂

Level 2

ধন্যবাদ আপনার সুন্দর টিউন এর জন্য। আপু আমি নতুন তাই আপনার সাহায্য চাই। আমাকে মেইল করুন তাহলে আম আপনার সাথে যোগাযোগ করতে পারব। প্লিজ আপু আপনার সাহায্য আমার অনেক প্রয়োজন তাই আশ করছি আমাকে সাহায্য করবেন। [email protected]

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন করার জন্য। এতে আমিও আমার কিছু মতামত মতামত যুক্ত করলাম।

আমি ক্লায়েন্টের নাম কখনই ভুল করিনা কিন্তু ক্লায়েন্ট আমার নামে প্রায়ই ভুল করে। (বিরক্তিকর)
ক্লায়েন্ট যে কাজগুলো বাড়িয়েছে সেগুলো কিছু না বলেই করে ফেললে সেটা ভাল ফল দেয় কারন চেঞ্জ করতে বলার সময়ও তার একটা মানষিক চাপ থাকে কারণ সে মনে করে বিরক্ত করছে। বিরক্ত হয়েছি এ ভাব না দেখালে সে অনেকটা হালকা অনুভব করে এবং তাই খুশি থাকে। ভাল ক্লায়েন্ট হলে অইটুকু কাজের সাধারন ভেলুর চেয়ে ভালই দাম পাওয়া যায়। যেমন, ২৫০ ডলারের একটা কাজে আমি এক্সট্রা কাজের ভেলু আশা করেছিলাম ৫০ ডলার্। কিন্তু সে ২৭৫ ডলার দিয়ে অবাক করে দিল। মানে মোট ৫২৫ ডলার্।
কোন কিছু করতে বললে এবং সেটা না পারলে পারব বলার চেয়ে “আগে করিনি। পারার সম্ভাবনা কম তবু আমি দেখছি ” বলাই ভাল। তাহলে না পারলেও সমস্যা হয়না আর পারলে বায়ার বেশ ইপ্রেস হয়।
অনলাইনে কাজ করার সময় খুবই সতর্ক থাকি টাকার বিষয়ে। বিশ্বস্থ কেউ না হলে কিছু আপফ্রন্ট নেই। আর কাজ শেষ হয়ে পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত নিযের হোষ্টীঙ্গে রাখি। কিন্তু লোকাল একটা কাজ করার সময় এত সাবধানতা অবলম্বন করিনি। বিভিন্ন এক্সকিউজে আপফ্রন্ট আর নেয়া হয়নি। কাজ ৮০% এর উপরে কমপ্লিট। কিন্তু ক্লায়েন্ট এখনও কোন টাকা দেয়নি। কাজ বন্ধ করতে আসলেই অনেক দেরি হয়েছে। যাহোক, এতদিন সে দেশেই ছিলনা। এখন দেশে এসে গ্রামের বাড়িতে বসে বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে এবং বলছে এসেই টাকা দিয়ে দিবে। কিন্তু এখন পরীক্ষা চলছে। পরীক্ষা শুরুর আগে শেষ প্রজেক্টের টাকা দিয়ে একটা হাই এন্ড মোবাইল কিনে ফেলেছিলাম আর ভেবেছিলাম লোকাল প্রজেক্টের টাকা দিয়ে পরে হাত খরচ করা যাবে। কিন্তু এখনও টাকাই পাইনি আর হাত খরচও শেষ পর্যায়ে। টাকা অন্য সময় হলে নতুন প্রজেক্ট নিয়ে পকেট খরচের ব্যবস্থা করতাম কিন্তু এখন সে উপায়ও নেই। মোট কথা এ প্রজেক্টের টাকা পেলে প্রথম প্রজেক্টের চেয়েও বেশি খুশি হব। তাই বলব লোকাল হোক গ্লোবাল হোক ক্লায়েন্টের সাথে আগে কাজ করার অভিজ্ঞতা না থাকলে অবশ্যই যেকোন এক্সকিউজেই আপফ্রন্ট ছাড়া কাজ শুরু করবেন না।

Level 0

শুভ সূচনা পর্ব ভালোই হচ্ছে 🙂 চালিয়ে যান

কাজে লাগবে…………..

ধন্যবাদ সবাইকে… 🙂

@আদনান: ভাইয়া এই জন্যই বলেছি যে বায়ার সম্পর্কে ভাল ভাবে না জেনে এগুতে হয়না…
@Billal: ভাইয়া আমি নিজেই নতুন এখন……তারপরও আমি যতটুকু পারব আপনাকে সাহায্য করব । 🙂

আপনি কি ফ্রিলান্সিংয় শুরু করে দিয়েছেন?

ভবিষ্যতে কাজে লাগবে
ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য

জী রাসেল ভাইয়া হালকা-পাতলা করছি…

খুব দরকারি একটা টিউন Thank You…buyer কিভাবে Bid করলে কাজ পাওয়া যায় এটা নিয়ে একটা টিউন করবেন আশা করি..

এটার জন্য শাওন ভাইয়ের পোস্ট গুলা হেল্প করবে আশা করছি……তারপরও আমি দিব… 🙂

ধন্যবাদ সুন্দর খুব দরকারি পোস্ট

Level New

Wishing to come Freelancing world. But……………. no eligibility

Level 0

আমি Freelancing শুরু করতে চাচ্ছি । আমি নতুন এখন joomla এবং html শিখছি। আমাকে সাহায্য করুন।
Please mail korun [email protected]

আপা তাড়াহুড়া করে লিখতে গিয়ে কিছু বানান ভুল করেছেন।(অন্যথায় ক্লায়েন্ট আপনার উপন অসন্তুষ্ট হবে,সম্ভাবনা,সম্ভবনাই,নেগেটিভ কখা বলার) আশাকরি শুধরে নিবেন। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

thnx Shaon.. 🙂

Level 0

নতুনদের জন্য খুবই উপকারি টিউন…ধন্যবাদ।।।

valo lagar moto tune.

এখনো কামাই করা শুরু করি নাই টাইম হইলে এই টিউন কাজে লাগবে। 🙂