আবার আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, অনেকেই জানেন ফোরাম পোষ্ট বা ফোরাম এ আলোচনা কতটা জরুরী লিঙ্ক বিল্ডিং এর জন্যে, এছাড়া নির্দিষ্ট বিষয় এ আলোচনা করতে থাকলে অনেক বিষয় শেখা যায় এবং সরাসরি কিছু ভিসিটর পাওয়া যায়, এছাড়া সার্চ ইঞ্জিন গুলো ফোরাম সাইট গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে তাই SEO এর কাজেও বিশেষ কাজে লাগে। ।
তাই আজকে আপনাদের কে দেখাব কিভাবে গুগল থেকে কিভাবে নির্দিষ্ট বিষয় ভিত্তিক ফোরাম খুজবেন এবং ফোরাম পোষ্ট এর মাধ্যমে আপনার সাইটের লিঙ্ক বিল্ডিং করবেন
কিভাবে ফোরাম সাইট খুজবেন ?
অনেকেই টাকা দিয়ে ফোরাম সাইটের লিস্ট কিনে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় খুব একটা ফল প্রসু হয় না, কারন অনেক সাইট খুজে পাওয়া যায় না বা বন্ধ বা আপনার বিষয় এর সাথে মিল থাকে না, তাই সবচেয়ে ভাল হয় আপনার নির্দিষ্ট বিষয়ে সার্চ করে ফোরাম সাইট খুজে বের করে পোষ্ট করা বা রিপ্লেই করা,
এখানে গুগল থেকে কিভাবে সার্চ করে আপনার নির্দিষ্ট বিষয় এর সাথে মিল রেখে ফোরাম সাইট খুজে বের করবেন তার জন্যে উদাহরন দেওয়া হল
সার্চঃ your terms inurl:forum
সার্চঃ "your terms" inurl:forum
সার্চঃ your terms +forum
এরপর এক এক করে ফোরাম লিঙ্ক ধরে ফোরাম সাইট গুলোতে যান এবং একাউন্ট খুলুন,
আপনার সাইট বা নিজ সর্ম্পকে প্রফাইল তৈরী করুন এবং পোষ্ট করুন ফোরাম এর গাইড লাইন মেনে...
নিচের ভিডিও টি আপনাকে সামান্য সাহায্য করতে পারে যদি আপনি একবারে নতুন হন,
এরপর আপনার বিষয় এর সাথে মিল রেখে পোষ্ট গুলো খুজে বের করুন এবং কেউ প্রশ্ন করে থাকলে তার উত্তর দিতে চেষ্টা করুন, অথবা ফোরাম এর নিয়ম নীতি মিল রেখে আপনার পোষ্ট করতে পারেন তবে খেয়াল রাখবেন যেন প্রথমেই পোষ্টের মধ্যে কোন লিঙ্ক না থাকে যা অনেক ফোরামেই সমর্থন করে না নতুন মেম্বারদের জন্যে
সিগনেচার লিঙ্ক টি সুন্দর করে সাজান, যেন সবার নজরে পড়ে যা আপনার প্রতিটি ফোরাম পোষ্ট বা কমেন্ট এর নিচে থাকবে, তবে বেশি লিঙ্ক দেবার চেষ্টা করবেন না,
আর প্রথমেই সিগনেচার না দিতে দিলে একটু কষ্ট করে নুন্যতম সংখ্যক পোষ্ট করুন বা কমেন্ট করুন তাহলে আপনার সিগনেচার লিঙ্ক কাজ করতে পারে।
দ্রুত ফোরাম পোষ্ট করবেন যে ভাবে ?
অনেকেই আছে ফোরাম পোষ্ট করার জন্যে সফটয়ার ব্যবহার করেন, কিন্তু আমি এই সফটয়ার গুলো যতটা সম্ভব এড়িয়ে যাবার জন্যে অনুরোধ করব কারন গুগল এই সফটয়ার গুলো পছন্দ করে না বিশেষ করে যখন একসাথে অনেক পোষ্ট করা হয়ে থাকে, তাই আমি আপনাদের অনুরোধ করব আস্তে আস্তে মানুয়ালি ভাবে ফোরাম পোষ্ট করবেন যা গুগল খুব পছন্দ করে
তবে যদি একই বিষয়ে ফোরাম পোষ্ট করতে চান তাহলে কয়েকটি ফোরামে গিয়ে ফর্ম খুলে firefox addons Autofill Form এর সাহায্য সময় বাচাতে পারেন, কিভাবে Autofill form কিভাবে ব্যবহার করবেন তার জন্যে এই পোষ্টটি দেখতে পারেন
আশা করি পোষ্ট আপনদের সামান্য হলেও কাজে লাগবে।
আমরা খুব শীঘ্রই Data entry কাজ গুলো সমাধানের জন্যে একটি ছোট মার্কেটপ্লেস দাড় করাতে যাচ্ছি, যার মাধ্যমে অভিজ্ঞ ফ্রীল্যান্সাগন কাজ করিয়ে নেবার মাধ্যমে দেশে কাজের সামান্য সুযোগ তৈরীর সৃষ্টির স্বপ্ন দেখছি,
আমরা কোন, PTC, Click, MLM, click Ads এর সাথে জড়িত নই, এবং দয়া করে এই কাজ গুলোর সাথে আমাদের জড়াবেন বা বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
আপনার যেকোন মতামত আমাদের জানাতে পারেন এই ঠিকানায় ঃ http://www.odataentry.com/visitors_ideas.php
আপনার মতামত আমাদের একান্ত প্রয়োজন
মতামত জানানোর জন্যে আমারা ভোটিং এর ব্যবস্থা করেছি যা ২ মিনিট এর কম সময় লাগার কথা, দয়া করে সঠিক সিধান্ত নিতে আমাদের সাহয্য করুন
https://docs.google.com/spreadsheet/embeddedform?formkey=dFdTRXhEalFGVVNaOXlJWGpDT0RUZ3c6MQ
সবাই কে ধন্যবাদ
আমি odataentry.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের দেশ এর জন্যে সামান্য কাজের সুযোগ তৈরী করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সকলেই মিলে SMM, SEO, Forum Posting, Article Writing, Classified Ads Posting, Dataentry কাজ গুলো করতে পারি এবং পার্ট টাইম কাজ করে নিজের সামান্য আয় এর সুযোগ করতে পারি। আপনার যেকোন মতামত, পরামর্শ , অনুরোধ, ধারনা দিয়ে...
ভাই ফোরাম posting কি?