আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে বিশেষ একটি আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক (http://www.odesk.com)। এ আয়োজনের নাম ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’। ভোটের মাধ্যমে বিভিন্ন শহরের মধ্যে নির্বাচিত শহর হিসেবে ঢাকায় ১৬ মে এ আয়োজনের প্রথম অনুষ্ঠান হবে। ওডেস্কের ফেসবুক পেজ (http://www.facebook.com/odesk) থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানা গেছে। ঢাকার ইমানুয়েলস ব্যানকিউট হলে অনুষ্ঠিত এ আয়োজনে থাকবেন ওডেস্ক বিশেষজ্ঞরা, যাঁরা একে অপরের সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন, নানা কাজ শেখাবেন এবং থাকবে ছবি তোলার ব্যবস্থা। ইতিমধ্যে ওডেস্ক বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সারকে এ ব্যাপারে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পাঠিয়েছে। নিবন্ধিত ফরমটি পূরণ করার পর স্বয়ংক্রিয় একটি প্রবেশ পত্র পাওয়া গেছে যা অনুষ্ঠানের দিন নিয়ে যাওয়ার ব্যাপারে ওডেস্ক টিমের পক্ষ থেকে বলা হয়েছে। এ আমন্ত্রনপত্র পাওয়া বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী শাওন ভূঁইয়া জানান, ‘বাংলাদেশের ওডেস্কে কাজ করা ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি বড় পাওয়া। আশা করছি ওডেস্কের অনেক বিশেষজ্ঞের সঙ্গে এ আয়োজনে দারুণ কিছু শেখা যাবে।
এর আগে শহর নির্বাচনের জন্য ছিল ভোটিং ব্যবস্থা। বিশেষ একটি আয়োজন সামনে রেখে আয়োজিত ভোটিং প্রতিযোগিতায় সেরা শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা। আর তাই ঢাকার পাশাপাশি ওডেস্কের এ আয়োজন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অস্টিন, ফিলিপাইনের ইলিগান ও ম্যানিলায়। ওডেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শহরগুলোতে এ আয়োজন হবে এবং এর বাইরে অন্য শহরগুলোতে অনলাইনে বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকবে।
আমি bd24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।