গুগল এডসেন্স হতে পারে আপনার জীবনের জন্য একটা সম্পদ

গুগল এডসেন্স হতে পারে আপনার জীবনের জন্য একটা সম্পদ| Blog.Dueza.Comগুগল এর ব্যাপক জনপ্রিয়তার কারনে সারা বিশ্ব থেকে হাজার-হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা বিক্রি করার জন্য গুগল এডওয়ার্ডস এর মাধ্যমে অনেক অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দিয়ে থাকে । এই বিজ্ঞাপন গুলোকে মানুষের খুব কাছে পাঠানোর জন্য গুগল যে পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ যে প্রোগ্রাম এর মাধ্যমে বিজ্ঞাপন গুলো মানুষের কাছে পাঠায় সেই প্রোগ্রাম এর নামই হলো গুগল এডসেন্স । গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ তার স্কুল জীবন থেকেই গণিতের গুগল শব্দটি দেখে বেশ আগ্রহ বোধ করেছিলেন। স্কুল জীবনে বন্ধুরা মিলে এই নামটিকে পছন্দ করেন। কিন্তু বানান ভুল করে তারা googol-এর বদলে google লিখেন। গুগল এডসেন্স এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ সাইট, ফোরাম, কমিউনিটি ইত্যাদি সাইট এর মালিকদের অর্থ আয় করার সুযোগ করে দেয় কিছু সহজ শর্তের মাধ্যমে।

আপনি যদি এডসেন্স পাবলিশার হয়ে থাকেন তবে আপনিও গুগল এডসেন্স এর মাধ্যমে প্রতিমাসে হাজার-হাজার ডলার এর বেশি ঘরে বসে আয় হতে পারবেন।গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি আজীবন আয় করতে পারবেন ঘরে বসেই। প্রতিদিন দুএক ঘন্টা সময় দিলেই আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন খুব সহজে। একটা সময় পরে দেখবেন কাজ করতেছেন অল্প কিণ্ডু আয় হবে অনেক। কেউ যদি আমাকে প্রশ্ন করে গুগল এডসেন্স থেকে আমি কত দিনে কত আয় করতে পারবো? এই প্রশ্নের উওরে তাকে আমার বলতেই হবে যে, এটা সমপূর্ণ আপনার উপরই নিভর করবে। কারণ আমি যদি তাকে বলি আপনি প্রতি মাসে ৫০০ ডলার আয় করতে পারবেন। তাহলে এটা হবে মিথ্যে বলা।কারণ একটা লোক সম্পকে না জেনে তো তার সম্পকে ভালো খারাপ মনত্মব্য করা যায়না। তাই আমি একটা কথাই বলি যে, আপনি কত দিনে কত আয় করতে পারবেন এটা আপনার মেধা এবং ভালো ভাবে শিখে কাজ করার উপরই নিভর করবে যে আপনি কি মাসে ৫০০ ডলার আয় করবেন নাকি ১০০০ ডলার আয় করবেন। তবে মনে রাখবেন, ভালো ভাবে শিখতে পারলে এটাই হবে আপনার জীবনের জন্য একটা সম্পদ।

>>>>>টিউন টি পূর্বে Blog.Dueza.Com এ প্রকাশিত<<<<<

Level 0

আমি Dueza.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tnx for shear

Level 0

shompurno bastob badi ekta post……
Many many thanks to you.

টম এন্ড জেরীর একটা কার্টুন দেখেছিলাম। ফ্রিজ থেকে পনির বের করে জেীরর নাকের উপর দিয়ে আবার সেটাকে ফ্রিজে রেখে দেয়। আপনিও তাই করছেন। এসব পোস্ট না দিয়ে কিভাবে আর্ন করা যায় সে সম্পর্কে পোস্ট লিখুন। জনগন উপকৃত হবে। আর আমি মনে করি আয় করা যায় এটা সবাই জানে কিন্তু কিভাবে করা যায় তা সম্পর্কে জানান।

    Level 0

    @টিউটো বিডি: একটু ধয্য ধরেন। টিপস গুলাও শেয়ার করা হবে। এক দিনে সব কিছু খেলে পেট খারাপ করবে।

    Level 0

    @টিউটো বিডি: টিউটো ভাই সবাইকে দেখিয়ে পারবে অবশ্যই কিন্তু কি ভাবে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে সাইটে এডসেন্স আনা সম্ভব তা মেনে চলতে পারবে কয় জন। সেদিন একজনে টিউন করেছে এডসেন্স ব্যবহার করবে তা সাইটে। কিন্তু তার ডোমেইন এডসেন্স এর জন্য ততটা মানানসই নয়। তা ধীরে সুস্থে জানা ভালো নয় কি।

      @swordfish: চাকা বারবার আবিস্কারের কোন মানে হয় না। নিচের টিউন গুলো পড়ে দেখবেন আশাকরি

      https://www.techtunes.io/reports/tune-id/115184
      https://www.techtunes.io/internet/tune-id/15175
      https://www.techtunes.io/internet/tune-id/15171

        Level 0

        @টিউটো বিডি: চাকা বার বার আবিষ্কার করতে হয় না কিন্তু একই চাকা দিয়ে বহু কাজ করা যায়। আমি যদি আজ রাতে এডসেন্স পাত্তয়া ১০০% নিশ্চয়তা দিয়ে একটি টিউন করি সবাই পড়বে এবং সেই অনুসারে কাজ করবে। কিন্তু দুইদিনের মাথায় ব্যান হবে বসে থাকবে। বলবে কি টেকনিক শিখাইছে ভুয়া। তাই ধীরে সুস্থে যাত্তয়ার পক্ষে আমি। এখন ত্তডেস্ক নিয়ে টিউন করছি অনেকে একাউন্ট বানিয়ে বলে ভাইয়া বিড করবো কি ভাবে 🙁

        আরে ভাই, আমি তো বলছি না যে, তাড়াতাড়ি সব শিখতে হবে। শুধু বোঝাবার চেষ্টা করছি টিউটোরিয়াল লেখার আগে এসব intro দরকার নেই। এর আগে অনেকে intro দিয়ে হারিয়ে গেছে। এসেই টিউটোরিয়াল দিতে বলেছি। অন্তত হারিয়ে যাবার আগে যা পাওয়া যায় তাই লাভ 😛

        আর মাহাবুব ভাই, দয়া করে ত্তডেস্ক না লিখে ওডেস্ক লিখুন। মডারেটররা বানান ভুল করলে ভাল দেখায় না! এর আগেও ফেসবুকে বলেছি আপনাকে এ কথা!

        Level 0

        @টিউটো বিডি: আপনাকে আমি আগেই বলেছি আমি ত্ত লিখতে পারিনা। তাই ভুলের কিছুই নেই। odesk oDesk দুই ভাবেই আছে কোনটা ভুল কোনটা শুদ্ধ? আর আমার নাম মাহাবুব নয় মাহবুব।নিয়ম মেনে টাইপ করা শিখতে পারি নাই তাই বানানগুলো া ে ঠিক করার সময় পাইনা।

    @টিউটো বিডি: সম্পূর্ণ একমত পোষণ করছি।

Level 0

Pura faltu Tune. Titu bejhen na ka…Keu ki chay nijeer tips share korte as a result r ek jon besi earn korbo…Bangali na amra…..Ai sob ajaira tune delete kore dea uchit….Adsense dia income hoy amra jani..But kemne quick approve hoibo adsense ta bolen..Ajaira pechal dia nijer blog er add debar mane hoy na…

    Level 0

    @নয়ন: নয়ন আপনি কত আয় করেছেন এপর্যন্ত?

    কারো সর্ম্পকে না জেনে কোন মন্তব্য করবেন না। নীতিমালা অনুসরণ করে মন্তব্য করুন। – মডারেটর সোর্ডফিশ

Level 0

ভাই একটু ধয্য ধরেন। টিপস গুলাও শেয়ার করা হবে। এক দিনে সব কিছু খেলে পেট খারাপ করবে।সাথে থাকুন ক্ষতির ছেয়ে লাভই বেশি হবে।

Level 0

হক কথা, সুধু এই সব না লিখে এক তু বিস্তারিত হলে ভাল হত। সুধু শুধু সময় নস্ত করলাম

    Level 0

    @Tonnu: পিটিসি টিউনে সময় নষ্ট হয় না কারো পিটিসি টিউন এলেই ৫ মিনিটে ২০ বার দেখা হয়ে যায়।

Level 0

Dueza vai opekkhai thaklam. asha kori nirash korben na .

Level 0

আমার মতে হাতে ধরিয়ে না খেতে দিয়ে বরং নিজ হাতে খেতে শেখাটা ভালো নয় কি? আজ এখানে টিপস কিংবা টিউটোরিয়াল দেত্তয়া হল কিন্তু কয় জনে পারবে একাউন্টটি নিরাপদে রাখতে। ব্যবহার জানলে একটি নয় বহু গুগল এডসেন্স একাউন্ট সম্ভব। এজন্য ধৈর্য প্রয়োজন। হুট করেই বড় হত্তয়া যায় না। ধীরে ধীরে হত্তয়াই ভালো।

ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

আসলে আপনি কি বলতে চাইছেন? বিস্তারিত লিখুন

Level 0

ভাই একটু ধয্য ধরেন। টিপস গুলাও শেয়ার করা হবে।আপনাদের ভালো খারাপ আলোচনা ও সমালোচনাই আমার লেখার অনূপ্রেরনা।অন্তত আমার টিউন গুলোতে এমন কিছু বলা হচেছ না যেটাতে লাভের ছেয়ে ক্ষতিই বেশি হবে। সঙ্গে থাকুন ভবিষ্যৎে হয়তো আবার আমরা এমন ভালো খারাপ আলোচনা ও সমালোচনায় মেতে উটতে পারবো।ধন্যবাদ সবাইকে।

ভাই, গুগল অ্যাডসেন্স নিয়ে যখন কথা উঠল তখন কিছু না বললেই নই; গুগল অ্যাডসেন্স এর বর্তমান শর্তাবলী মেনে নিয়ে একটা সাইট থেকে রোজগার করা বেশ কঠিন, বিশেষেত টাকা হাতে পাওয়া পর্যন্ত। একজন নতুন ব্যাবহারকারীর পক্ষে সেই পর্যায়ে যাওয়া অর্থাৎ টাকা হাতে পাওয়া পর্যন্ত সময়ে পৌঁছানো অনেক মাসের ব্যাপার, কারন একটা সাইট এ পোস্ট করা যেমন বোটম লেভেল কাজ আবার কিন্তু সেই পোস্ট এর অ্যালগোরিদম SEO এর জন্য জন্য গুরুত্বপূর্ণ তারপর পোস্ট শেষে মার্কেটিং করা আবার মার্কেটিং এ বিশেষ দক্ষতা না থাকলে স্প্যাম এ পড়তে হয়, আর earning করা তো অনেক পরের কথা সেটা আবার যদি অ্যাডসেন্স হই তাহলে তো আরও স্মার্ট হতে হবে। সবমিলিয়ে অন্তত বছরের ও বেশি সময় ধরে তাকে শিখতে হবে কিভাবে ওয়েবসাইট থেকে Income করা যায়।

Level 0

আনিসুর রাহমান (নোমান) ভাই, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।আপনার কথা শুনে খুব ভালো লাগলো।ঐ যে বলে ছিলাম না আপনি কত দিনে কত আয় করতে পারবেন এটা আপনার মেধা এবং ভালো ভাবে শিখে কাজ করার উপরই নিভর করবে যে আপনি কি মাসে ৫০০ ডলার আয় করবেন নাকি ১০০০ ডলার আয় করবেন।আমার অনেক ছাএ আছে যাদের অনেকে আয় করতে ৩ মাস ও লেগেছে আবার অনেকে ১ মাসেও আয় করেছে।কিণ্ডু আমার এমন কোন ছাএ এখনো বলতে পারেনাই যে সে ৬ মাসের মধ্য আয় করে নাই।ঐ যে বলে ছিলাম না ভালো ভাবে শিখতে পারলে এটাই হবে আপনার জীবনের জন্য একটা সম্পদ।

Level 0

Dueza.com ভাই আপনার বক্তব্য বুঝলাম ,কিন্তু ”টিউটো বিডি” ভাইয়ের বক্তব্যকে কোন ভাবে ভুল বললে নিজের দায়িত্বকে এড়িয়ে যাবার সামিল হবে ৷ সেই জন্য অনুরোধ যত শিঘ্র সম্ভব পরবর্তী টিউনগুলো দিন ৷ শুভেচ্ছা রইল ৷