আমাদের ছোট একটা সপ্ন নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি, আমাদের পথচলা সৎ, নির্ভেজাল, বিস্বস্ত রাখতে আপনাদের মুল্যবান পরামর্শ, উপদেশ, মতামত একান্ত প্রয়োজন....
তাই সকলের কাছে আশা করব আপনার মুল্যবান মতামত, পরামর্শ দিয়ে আমদের সামান্য সাহায্য করবেন...
অনলাইনের কল্যানে বাংলাদেশ এ ফ্রীল্যান্সিং একটা ভিন্ন মাত্রা পেয়েছে তাতে কোন সন্দেহ নেই... কিন্তু সামান্য সন্দেহ থেকেই যাচ্ছে একেবারে নতুনদের নিয়ে, ক্লিক সাইটের কল্যানে তাদের নিয়ে আজকে আমরা হাসি-মশকরা করে বলি ক্লিক ল্যান্সার(আরো কিছু টাইটেল আছে ), আমরা সেগুলো নিয়ে বলতে চাই না,
আপনারা আমদের থেকে অনেক ভাল ভাবেই জানেন।
আমাদের ক্ষদ্র প্রচেষ্টা আশা করি এই সকল নতুনদের জন্যে সামান্য হলেও কাজে লাগবে যদি তারা কাজ শেখার ইচ্ছা রাখে
আমরা কারা ?
নিরাপত্তার জন্যে কিছুটা গোপন রাখতেই হচ্ছে আমাদের ব্যক্তিগত পরিচয়, তাই আমদের ব্যক্তিগত পরিচয় না খুজে আশা করি আমাদের কাজের খোজ রাখবেন, আমরা কি করছি, কোন পথে আছি।
কেন এই সপ্ন দেখা ?
এক কথায় বলি বাংলাদেশ কে ভালবাসি বলে,আমাদের পরিচয় খুব ছোট তাই বলে কি আমাদের দেশের নতুন ফ্রিল্যান্সার দের জন্যে কিছুই করতে পারব না... অবশ্যই পারব....
কি হবে আমাদের সাথে পথ চলে ?
ধরুন কিছুই পাবেন না আমাদের সাথে পথ চলে, আমরা সপ্ন দেখি না যে শত শত মানুষ আমাদের সাথে পথ চলে তাদের সচ্চল করে তুলতে পারবে, বরং কিছুটা এরকম,.... নতুনরা ছোট ছোট কাজ শিখবেন, আর আস্তে আস্তে উৎসাহ বাড়াবেন একদিন আমাদের ভুলে গিয়ে oDesk.com, freelancer.com, elance.com, getacoder.com এর মত বড় বড় সাইট গুলোতে সারা বিশ্বের সাথে কর্ম যুদ্ধে নেমে পড়বেন এবং দেশের জন্যে সুনাম বয়ে নিয়ে আসবেন। এত টুকুই আমাদের আশা !!!!
কি আছে আমাদের সাইটে ?
অনেকেই microworkers.com সাইট টিকে জেনে থাকবেন, ঠিক একই রকম সার্ভিস প্রদান করার উদ্দেশে আমাদের পথ চলা,
ভিন্নতা কি ?
হা ভিন্নতা অবশ্যই আছে, আমরা সাইটটি পুরা ডিজাইন করেছি বাংলায় বিশেষ করে নতুন দের কথা মাথায় রেখে কিছুটা হলেও ইংলিশ ভীতিটা কমাবে, তবে খুব শীঘ্রি এর ইংলিশ ভার্সন আসবে...
আর বাংলাদেশ এর জন্যে যে মাধ্যমে টাকা আদান-প্রদান সহজে করা যাবে এই মাধ্যম গুলো রাখা হবে.
আমাদের কাছে যে সার্ভিস পাবেন না!!
আমরা PTC, MLM, paid to visit সার্ভিস গুলোকে ফ্রীল্যান্স এর কাজ হিসেবে মনে করি না, তাই এই কাজ গুলোকে আমরা উৎসাহ দেই না তাই এই সার্ভিস গুলো আমাদের কাছে আশা করবেন না...
আমাদের প্রথমিক লক্ষ্য !!
১। নতুন দের ফ্রিল্যান্স সর্ম্পকে প্রাথমিক কাজ গুলো শিখিয়ে তোলা
২। সারা দেশ এ ক্ষুদ্র ফ্রীল্যান্স কে ছড়িয়ে দেওয়া,
৩। অবসর সময়ে যারা কাজ করে আয় করতে চায় তাদের জন্যে কাজের সুজোগ করে দেওয়া
আরো অনেক...
আপনাদের সকলকেই আমন্ত্রণ ...
হা মতামত দেবার আগে আমাদের সাইটটি ভিসিট করার অনুরোধ থাকল,
আর সাইটটির জন্যে কাজ করে যাচ্ছি, আরো কিছু দিন লাগবে সবার জন্যে ব্যবহার উপযোগী করে তুলতে,
এখানে আপনার মুল্যবান মতামত জানাবেন আশা করি....
http://www.odataentry.com/visitors_ideas.php
Logo:
সকলকেই ধন্যবাদ...
আমি odataentry.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাদের দেশ এর জন্যে সামান্য কাজের সুযোগ তৈরী করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সকলেই মিলে SMM, SEO, Forum Posting, Article Writing, Classified Ads Posting, Dataentry কাজ গুলো করতে পারি এবং পার্ট টাইম কাজ করে নিজের সামান্য আয় এর সুযোগ করতে পারি। আপনার যেকোন মতামত, পরামর্শ , অনুরোধ, ধারনা দিয়ে...