আসুন একটু কষ্ট করে আয় করি (নতুন এবং অনলাইন আয়ের উপর আগ্রহীদের জন্য)

অনলাইনে আয়ের জন্য যারা পিটিসি সাইট এর উপর ভরসা করেছিলেন তারা নিশ্চয়ই টিভি এবং পত্র-পত্রিকা থেকে জানতে পেরেছেন ক্লিক করে আয় করা শুধু বাস্তবে কেন, স্বপ্নেও সম্ভব না। যারা এমনটি ভেবেছিলেন তারা আসলে দুঃস্বপ্ন দেখেছিলেন। অনলাইন এ আয় করা যায় সত্যি কিন্তু ভাই আপনি কাজ করবেন না আর আপনাকে টাকা দেবে এত উদার স্বয়ং বিল গেট্‌স ও হতে পারবেনা। তাই যারা অনলাইন আয়ে আগ্রহী কিন্তু তেমন কাজ পারেন না তাদের জন্য আজ আমি একটি সহজ কাজের সন্ধান দিতে এসেছি।

আপনারা ডাটা এন্ট্রি এর নাম শুনলেও শুনে থাকতে পারেন। ক্যাপচা এন্ট্রি এমনি একটি কাজ। আপনি হয়ত অনেক ওয়েবসাইট এ রেজিস্ট্রেশান করতে গিয়ে দেখে থাকবেন আপনাকে একটি ছবি দেয়া হয় এবং সেখানে যা লিখা থাকে তা লিখতে বলা হয়। ক্যাপচা এন্ট্রির কাজটি ঠিক এটাই।

এখন আসি আপনি কোথায় এই কাজ করবেন? আমি আপনাকে একটা বিশ্বস্ত সাইট এর সন্ধান দিব। আপনি প্রথমে এখা্নে যান। উপরে বাম এ FREE SIGNUP এ ক্লিক করুন-

এরপর যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে সেটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। আপনার ইমেইল এড্রেস এ একটি মেইল যাবে সেটি ভ্যারিফাই করুন।  এবার আপনার অ্যাকাউন্ট এ লগিন করুন। তাহলে নিচের মত একটি পেজ আসবে-

এখানে আপনি আপনার অ্যাকাউন্ট এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। আয় শুরু করার জন্য উপরের লাল চিহ্নিত Solve Images অপশন এ ক্লিক করুন। আপনি প্রতিটি ক্যাপচার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। কম হয়ে গেল? ভাই শুধু মাউস দিয়ে ক্লিক করে কিছু তো পাননি বরং আপনার যেটুকু টাইপিং স্পীড ছিল তাও শেষ করে ফেলেছেন। এবার একটু ঝালাই করুন।

এবার আসি আয়ের কথায়। আপনি প্রতি ১০০০ ক্যাপচা এন্ট্রির জন্য সর্বোচ্চ ১.৩৫ ডলার পাবেন যা আপনি Western Union Money Transfer অথবা PayPal অথবা Liberty Reserve এর মাধ্যমে নিতে পারবেন। আপনার টাইপিং স্পীড ভাল হলে আপনি এক ঘণ্টাতেই ১০০০ ক্যাপচা টাইপ করতে পারবেন।

আর এখানে আপনি রেফারাল এর মাধ্যমেও আয় করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে রেফারাল লিংক জেনারেট করতে হবে। নিচের দেখানো চিত্রের মত Affiliates থেকে Codes এ যান-

যে পেজটি আসবে সেখান থেকে নিচের মত ADD NEW CODE অপশন এ ক্লিক করুন-

এরপর যে পপ-আপ আসবে সেখানে Save Code অপশন এ ক্লিক করুন। এবার আপনার একটি কোড জেনারেট হবে যা আপনি দেখতে পারবেন। এখন আপনার রেফারাল লিংক হবে- http://www.protypers.com/?id=YOUR_CODE । এখানে YOUR_CODE এর জায়গায় আপনার কোড টি বসিয়ে দিন। যেমন যদি কোড হয় 123 তবে রেফারাল লিংক হবে- http://www.protypers.com । এই লিংক দিয়ে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করতে বলুন। এতে তাদের যা আয় হবে তার একটি অংশ আপনি পাবেন।

অনেক সময় নিয়ে টিউন টি করলাম। কেমন হল আপনারাই ভাল বলতে পারবেন। টেকটিউনস পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও টিউন টি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

আমি abdullah.m। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার উপরের লেখাটা পড়ে অনেক মজা পাইলাম “যারা পিটিসি সাইট এর উপর ভরসা করেছিলেন তারা নিশ্চয়ই টিভি এবং পত্র-পত্রিকা থেকে জানতে পেরেছেন ক্লিক করে আয় করা শুধু বাস্তবে কেন, স্বপ্নেও সম্ভব না” আমার মনে হয় আপনার চোখ থাকতেও অন্ধ………dolancer, skylancer এসব সাইটে কাজ করে মানুষ ঠিক ই পেমেন্ট পাচ্ছে। আপনার মতো আজাইরা পাবলিক ডাটা এন্ট্রি নিয়াই পড়ে থাকবে

ভাই আমি আপনার সাথে একমত।
কিন্তু পত্র-পত্রিকায় আজ কাল পিটিসি সাইট সম্পর্কে অনেক ভাল খবর পড়েছি।
এই সাইটটিতে আমি কাজ করতে পারিনা। এত কুইক ক্যাপচা লেখা যায় না। আবার উঠতে বসতে আইডি ব্যান্ড করার কথা বলে।
captchatrader এ কাজ করি কিন্তু ওখানে ১ডলার কামানো অনেক কষ্ট।☺

Level 0

vai kivabe taka pete pari data entry kore

Level 0

amake bolben plz

Level 0

amake bolben plz this may 01723254848

Level 0

vi payout ar jonno konta dibo. Plz apnar phone number ta dan..

কাম সারসে, ১০০০ ক্যাপচা এন্ট্রি করে মাত্র ১.৫ ডলার। ভাইজান জীবন নিয়ে কি থাকা যাবে? 🙁
এর থেকে তো ফ্রীল্যান্সিং এর পরামর্শও দিতে পারতেন। হয়তো বলবেন সবার সব কাজ জানা নাই। কিন্তু ফ্রী ল্যান্সিং এ সবার উপযোগী কাজই পাওয়া যায়। যে গ্রাফিক্স এর কাজ জানে তার জন্য গ্রাফিক্স এর কাজ, যে ওয়েব ডেভলোপিং জানে তার জন্য ওয়েবডেভলোপিং এর কাজ। আবার সাধারন ডাটা এন্ট্রির কাজও আছে। তাই ওখানেই ট্রাই করা ভালো না। কিছুদিন হয়তো সময় লাগবে কাজ পেতে, কিন্তু কাজ তো পাবে। সবাই এখানেই ভূল করে। একটুতেই হতাশ হয়ে যায়। চাই আত্মবিশ্বাস ও ধৈর্য। ফ্রীল্যান্সিং সাইটে কাজ করার ও একাউন্ট খোলার ডিটেইলস পদ্ধতি জানতে এখানে দেখতে পারেন……
http://www.chonnochara.com/index.php/scienceatechnology/freelancing
একটু মনোযোগ সহকারে টিউটোরিয়াল্গুলো পড়ুন ও একাউন্ট খুলে ফেলুন। তারপর বিড করতে থাকুন। আশা করি সাফল্য আসবেই। সবার জন্য বেস্ট অফ লাক।

Level 0

Easy money no work no invest just bet and win for details click http://www.somewhereinblog.net/blog/anik2645/29576917

Level 0

1000 captcha ar joono 1.35 apnar dorjo ace.good for u not for us

Level 2

সৈয়দ সজীব via , i am trying to work in CAPTHATRADE. but i couldnt get the image in my firefox 3.6
what can i do? plz help