অন্য কোন কোম্পানীর হয়ে প্রচারনার কাজ চালানোই হল এফিলিয়েশন। যেমন: আপনি আপনার সাইটে বিক্রেতাদের পন্য রাখলেন ভিজিটর যখন সেই পন্যের লিঙ্ক ক্লিক করে পন্য কিনবেন তখন আপনার নামে পন্য বিক্রির কমিশন জমা হবে। এটাই হল এফিলিয়েশন বা এফিলিয়েট প্রোগ্রাম। বাস্তবে এফিলিয়েশন বিভিন্ন ধরনের হয়। যেমন বিশ্বের বড় বড় অনলাইনে পন্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজান ও বেষ্টবাই এর ক্ষেত্রে তাদের পন্য বিক্রি হলে কমিশন পাবেন, বিক্রি না হওয়া পর্যন্ত আপনি কমিশন পাবেন না। এটাই হলো পে-পার-সেল নামে পরিচিত একটি পদ্ধতি। কোন কোন কোম্পানীর ক্ষেত্রে তাদের সাইটে গিয়ে ফরম পুরন করলে বা কোন একটা কাজ করলেই টাকা পাবেন। একে বলা হয় পে-পার-একশন। আবার কোন কোন ক্ষেত্রে শুধু মাত্র লিঙ্ক ব্যবহার করলেই টাকা পাবেন।আপনি যে কোম্পানীর এফিলিয়েশন করতে চান তাদের সাইটে গিয়ে নিয়মগুলি দেখে নিন। এরপর এফিলিয়েশনের লিংকে ক্লিক করে সদস্য হওয়ার জন্য আবেদন করুন। প্রায় বেশির ভাগ এফিলিয়েশন নেয়া যায় বিনামুল্যে। এফিলিয়েশন এর ক্ষেএে আপনার প্রচার যত জোড়ালো হবে আয়ের সম্ভাবনা তত বেশি। বড় ধরনের কোম্পানীর জন্য আপনার নিজস্ব ডোমেইন সহ ওয়েবসাইট থাকতে হয়| আবার অনেক কোম্পানীর জন্য ব্লগারের মত বিনামুল্যের ব্লগ থাকাই যথেষ্ট| আবার কোন কোন কাজে ফেসবুক বা ইমেইল ব্যবহার করেও আয় করা সম্ভব। কিণ্ডু আপনি যদি বেশি আয় করতে চান তাহলে ভালো কোন প্রতিষ্ঠান থেকে এফিলিয়েশন ট্রেনিং নিয়ে কাজ শুরূ করতে পারেন|
>>>>>টিউন টি পূর্বে Blog.Dueza.Com এ প্রকাশিত<<<<<
আমি Dueza.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tune golo nemito chi.donnbad aponaka 🙂